ETV Bharat / bharat

মির্জাপুরে অজানা পোকার আতঙ্ক! প্রাণ গেল দুই বোনের - Poisonous Insect Bite

author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 10, 2024, 5:14 PM IST

Death Due to Poisonous Insect Bite: কুসংস্কারের কবলে উত্তরপ্রদেশে প্রাণ গেল দুই শিশুর ৷ বিষাক্ত পোকায় কামড়েছিল দুই বোনকে ৷ হাসপাতালে নিয়ে যাওয়ার বদলে বাড়িতেই চিকিৎসা শুরু করে পরিবার ৷ আর তাতেই প্রাণ যায় দুই বোনের ৷

Death Due to Poisonous Insect Bite
পোকার কামড়ে মৃত্যু শিশুর (প্রতীকী ছবি)

মির্জাপুর, 10 সেপ্টেম্বর: প্রথমে নেকড়ে, তারপর শেয়াল ৷ বন্যপ্রাণীর হামলায় আতঙ্কে দিন কাটাচ্ছেন উত্তরপ্রদেশের একাধিক গ্রামের বাসিন্দারা ৷ এই আবহে আতঙ্ক ছড়ালো বিষাক্ত পোকা ৷ মির্জাপুর জেলায় এক অজানা ও বিষাক্ত পোকার কামড়ে প্রাণ গেল দুই বোনের ৷ ঘটনায় শোকের ছায়া নেমেছে পরিবারে ৷

রাজগড় থানা এলাকার চন্দনপুর গ্রামের ঘটনা ৷ খাটের উপর ঘুমোচ্ছিল দুই নিষ্পাপ শিশু ৷ সেই সময় তাদেরকে কামড় দেয় পোকা ৷ মুহূর্তের মধ্য়ে দু'জনের শারীরিক অবস্থার অবনতি ঘটে ৷ পরিবারের সদস্যরা মেয়েদের হাসপাতালে নিয়ে যাওয়ার পরিবর্তে ঘরোয়া উপায়ে পোকার বিষ বের করার চেষ্টা শুরু করেন । বেশ কিছুক্ষণ সেই চেষ্টা করার পর নিষ্পাপ দুই বোনের শারীরিক অবস্থার উন্নতি না হলে পরিবারের লোকজন তাদের রাজগড় কমিউনিটি হেলথ সেন্টারে নিয়ে যায় । সেখানে চিকিৎসকরা দুই শিশুকে মৃত বলে ঘোষণা করেন ।

ঘটনা প্রসঙ্গে রাজগড় থানার ভারপ্রাপ্ত কর্তা অমিত কুমার জানান, কোনও বিষাক্ত পোকার কামড়ে দুই মেয়েরই মৃত্যু হয়েছে । পরিবারের সদস্যরা প্রথমে বাড়িতে ঝাড়-ফুঁকে সময় নষ্ট করেন । মেয়েদের অবস্থার অবনতি হলে পুলিশ ও অ্যাম্বুলেন্স সার্ভিসকে খবর দেওয়া হয় । চিকিৎসকরা জানিয়েছেন, পথেই ওই দুই শিশুর মৃত্যু হয়েছে । বর্তমানে দু'জনের মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে ।

উল্লেখ্য, বেশ কয়েকদিন ধরে উত্তরপ্রদেশের একাধিক গ্রামে রীতিমতো তাণ্ডব চালাচ্ছে নেকড়ে ৷ বাহরাইচ, উজ্জয়িনী-সহ একাধিক এলাকায় নেকড়ের কামড়ে প্রাণ গিয়েছে বেশ কয়েকজনের ৷ গুরুতর আহত আরও বেশ কয়েকজন ৷ 'মানুষখেকো' নেকড়ের দলকে হন্যে হয়ে খুঁজছে বনদফতরের কর্মীরা ৷ এই আবহে আতঙ্ক ছড়িয়েছে শেয়ালও ৷ সম্প্রতি শেয়ালের হামলায় গুরুতর আহত হয়েছে বেশ কয়েকজন ৷

মির্জাপুর, 10 সেপ্টেম্বর: প্রথমে নেকড়ে, তারপর শেয়াল ৷ বন্যপ্রাণীর হামলায় আতঙ্কে দিন কাটাচ্ছেন উত্তরপ্রদেশের একাধিক গ্রামের বাসিন্দারা ৷ এই আবহে আতঙ্ক ছড়ালো বিষাক্ত পোকা ৷ মির্জাপুর জেলায় এক অজানা ও বিষাক্ত পোকার কামড়ে প্রাণ গেল দুই বোনের ৷ ঘটনায় শোকের ছায়া নেমেছে পরিবারে ৷

রাজগড় থানা এলাকার চন্দনপুর গ্রামের ঘটনা ৷ খাটের উপর ঘুমোচ্ছিল দুই নিষ্পাপ শিশু ৷ সেই সময় তাদেরকে কামড় দেয় পোকা ৷ মুহূর্তের মধ্য়ে দু'জনের শারীরিক অবস্থার অবনতি ঘটে ৷ পরিবারের সদস্যরা মেয়েদের হাসপাতালে নিয়ে যাওয়ার পরিবর্তে ঘরোয়া উপায়ে পোকার বিষ বের করার চেষ্টা শুরু করেন । বেশ কিছুক্ষণ সেই চেষ্টা করার পর নিষ্পাপ দুই বোনের শারীরিক অবস্থার উন্নতি না হলে পরিবারের লোকজন তাদের রাজগড় কমিউনিটি হেলথ সেন্টারে নিয়ে যায় । সেখানে চিকিৎসকরা দুই শিশুকে মৃত বলে ঘোষণা করেন ।

ঘটনা প্রসঙ্গে রাজগড় থানার ভারপ্রাপ্ত কর্তা অমিত কুমার জানান, কোনও বিষাক্ত পোকার কামড়ে দুই মেয়েরই মৃত্যু হয়েছে । পরিবারের সদস্যরা প্রথমে বাড়িতে ঝাড়-ফুঁকে সময় নষ্ট করেন । মেয়েদের অবস্থার অবনতি হলে পুলিশ ও অ্যাম্বুলেন্স সার্ভিসকে খবর দেওয়া হয় । চিকিৎসকরা জানিয়েছেন, পথেই ওই দুই শিশুর মৃত্যু হয়েছে । বর্তমানে দু'জনের মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে ।

উল্লেখ্য, বেশ কয়েকদিন ধরে উত্তরপ্রদেশের একাধিক গ্রামে রীতিমতো তাণ্ডব চালাচ্ছে নেকড়ে ৷ বাহরাইচ, উজ্জয়িনী-সহ একাধিক এলাকায় নেকড়ের কামড়ে প্রাণ গিয়েছে বেশ কয়েকজনের ৷ গুরুতর আহত আরও বেশ কয়েকজন ৷ 'মানুষখেকো' নেকড়ের দলকে হন্যে হয়ে খুঁজছে বনদফতরের কর্মীরা ৷ এই আবহে আতঙ্ক ছড়িয়েছে শেয়ালও ৷ সম্প্রতি শেয়ালের হামলায় গুরুতর আহত হয়েছে বেশ কয়েকজন ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.