ETV Bharat / bharat

লক্ষ্য শক্তিশালী গণতন্ত্র, দুর্বল শরীরেই বুথে গিয়ে ভোটদান 120 ও 90 বছরের দুই ভাইয়ের - Lok Sabha Elections 2024 - LOK SABHA ELECTIONS 2024

বারাবাঁকিতে বুথে গিয়ে ভোট দিলেন দুই ভাই ৷ 120 বছরের কানহাইয়া লাল ও 90 বছরের রামসাগর ৷ নাগরিক অধিকার প্রয়োগে তাঁদের উৎসাহ মানুষকে অবাক করে দিয়েছে ৷

ETV BHARAT
বুথে গিয়ে ভোটদান 120 ও 90 বছরের দুই ভাইয়ের (নিজস্ব ছবি)
author img

By ETV Bharat Bangla Team

Published : May 20, 2024, 8:13 PM IST

বারাবাঁকি, 20 মে: লোকসভা নির্বাচনের পঞ্চম দফায় দেশজুড়ে দেখা গেল উৎসবের মেজাজ ৷ সাধারণ মানুষ থেকে সেলিব্রিটি, সবাই উৎসাহের সঙ্গে নিজেদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করলেন ৷ তবে বারাবাঁকির দুই ভাইয়ের উৎসাহ সবাইকে তাক লাগিয়ে দিয়েছে ৷ 120 বছর বয়সি কানহাইয়া লাল এবং 90 বছরের রামসাগর ৷ সোমবার বুথে গিয়ে ভোটদান করলেন এই দুই প্রবীণ ভোটার ৷

অশক্ত শরীর, ঠিকমতো হাঁটতে পারেন না ৷ তবে নাগরিক কর্তব্য পালনে এতটুকু অনীহা নেই ৷ ই-রিকশায় চাপিয়ে দুই ভাইকে ভোটকেন্দ্রে নিয়ে গেলেন তাঁদের পরিবারের সদস্যরা ৷ এই বয়সের দু'জনকে ভোটকেন্দ্রে দেখে তাজ্জব হয়ে যান অন্যান্য ভোটাররা ৷ তাঁদের ইচ্ছেশক্তিকে কুর্নিশ করেছেন নির্বাচন কর্মীরা ৷

জায়েদপুর বিধানসভা কেন্দ্রের কাটসারের বাসিন্দা কানহাইয়া লাল বলেন, লিখিত ফর্ম অনুসারে তাঁর বয়স 120 বছর । তিনি অনেক নির্বাচন দেখেছেন । প্রতিটি নির্বাচনে তাঁরা ভোট দিয়েছেন ৷ তাঁর কথায়, "এই বয়সে এসে আমরা শারীরিকভাবে দুর্বল হতে পারি, কিন্তু গণতন্ত্রকে শক্তিশালী করার দৃঢ় সংকল্প রয়েছে আমাদের মধ্যে ।"

এবারও তিনি ঠিক করে রেখেছিলেন যে ভোটকেন্দ্রে গিয়ে ভোট দেবেন ৷ সে জন্য তাঁর ভাগ্নেকে আগে থেকেই বলে রেখেছিলেন ৷ সেই মতোই তাঁর ভাই রামসাগরের সঙ্গে একটি ই-রিকশায় চেপে ভোট দিতে যান কানহাইয়া লাল । তাঁর ভাই রামসাগরের বয়স 90 বছর । প্রায় 20 বছর আগে তাঁকে একটি সাপে কেটেছিল এবং তারপর থেকে তিনি হাঁটতে পারেন না ৷ তবে তাঁরও ভোট দেওয়ার তাগিদে কোনও খামতি চোখে পড়েনি ৷

বাড়ি থেকে অনেকটাই দূরে পাদ্রায় ভোটকেন্দ্র ৷ অনেক কষ্টে কানহাইয়ালাল ও তাঁর ভাই ই-রিকশায় বসলেন ৷ এরপর ভোটকেন্দ্রে গিয়ে ভোটদান করলেন দুই ভাই ৷ তাঁদের আগ্রহ নিঃসন্দেহে ভোটদানে অনীহা যাঁদের, তাঁদের জন্য একটা অনুপ্রেরণা ৷

আরও পড়ুন:

  1. জয়ার হাত ধরে শাহেনশা, সুহানা-গৌরিকে নিয়ে ভোটাধিকার প্রয়োগ বাদশার; রইল ভিডিয়ো
  2. স্পষ্ট বেবিবাম্পে রণবীরের হাত ধরে বুথে দীপিকা, রয়েছেন সচিন-সলমন; দেখুন ভিডিয়ো
  3. কাঁটাতারের বন্দি জীবন থেকে মুক্তির আশায় ভোটের লাইনে পেট্রাপোলের এই গ্রাম

বারাবাঁকি, 20 মে: লোকসভা নির্বাচনের পঞ্চম দফায় দেশজুড়ে দেখা গেল উৎসবের মেজাজ ৷ সাধারণ মানুষ থেকে সেলিব্রিটি, সবাই উৎসাহের সঙ্গে নিজেদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করলেন ৷ তবে বারাবাঁকির দুই ভাইয়ের উৎসাহ সবাইকে তাক লাগিয়ে দিয়েছে ৷ 120 বছর বয়সি কানহাইয়া লাল এবং 90 বছরের রামসাগর ৷ সোমবার বুথে গিয়ে ভোটদান করলেন এই দুই প্রবীণ ভোটার ৷

অশক্ত শরীর, ঠিকমতো হাঁটতে পারেন না ৷ তবে নাগরিক কর্তব্য পালনে এতটুকু অনীহা নেই ৷ ই-রিকশায় চাপিয়ে দুই ভাইকে ভোটকেন্দ্রে নিয়ে গেলেন তাঁদের পরিবারের সদস্যরা ৷ এই বয়সের দু'জনকে ভোটকেন্দ্রে দেখে তাজ্জব হয়ে যান অন্যান্য ভোটাররা ৷ তাঁদের ইচ্ছেশক্তিকে কুর্নিশ করেছেন নির্বাচন কর্মীরা ৷

জায়েদপুর বিধানসভা কেন্দ্রের কাটসারের বাসিন্দা কানহাইয়া লাল বলেন, লিখিত ফর্ম অনুসারে তাঁর বয়স 120 বছর । তিনি অনেক নির্বাচন দেখেছেন । প্রতিটি নির্বাচনে তাঁরা ভোট দিয়েছেন ৷ তাঁর কথায়, "এই বয়সে এসে আমরা শারীরিকভাবে দুর্বল হতে পারি, কিন্তু গণতন্ত্রকে শক্তিশালী করার দৃঢ় সংকল্প রয়েছে আমাদের মধ্যে ।"

এবারও তিনি ঠিক করে রেখেছিলেন যে ভোটকেন্দ্রে গিয়ে ভোট দেবেন ৷ সে জন্য তাঁর ভাগ্নেকে আগে থেকেই বলে রেখেছিলেন ৷ সেই মতোই তাঁর ভাই রামসাগরের সঙ্গে একটি ই-রিকশায় চেপে ভোট দিতে যান কানহাইয়া লাল । তাঁর ভাই রামসাগরের বয়স 90 বছর । প্রায় 20 বছর আগে তাঁকে একটি সাপে কেটেছিল এবং তারপর থেকে তিনি হাঁটতে পারেন না ৷ তবে তাঁরও ভোট দেওয়ার তাগিদে কোনও খামতি চোখে পড়েনি ৷

বাড়ি থেকে অনেকটাই দূরে পাদ্রায় ভোটকেন্দ্র ৷ অনেক কষ্টে কানহাইয়ালাল ও তাঁর ভাই ই-রিকশায় বসলেন ৷ এরপর ভোটকেন্দ্রে গিয়ে ভোটদান করলেন দুই ভাই ৷ তাঁদের আগ্রহ নিঃসন্দেহে ভোটদানে অনীহা যাঁদের, তাঁদের জন্য একটা অনুপ্রেরণা ৷

আরও পড়ুন:

  1. জয়ার হাত ধরে শাহেনশা, সুহানা-গৌরিকে নিয়ে ভোটাধিকার প্রয়োগ বাদশার; রইল ভিডিয়ো
  2. স্পষ্ট বেবিবাম্পে রণবীরের হাত ধরে বুথে দীপিকা, রয়েছেন সচিন-সলমন; দেখুন ভিডিয়ো
  3. কাঁটাতারের বন্দি জীবন থেকে মুক্তির আশায় ভোটের লাইনে পেট্রাপোলের এই গ্রাম
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.