ETV Bharat / bharat

রামলালার প্রাণপ্রতিষ্ঠায় মোদির ভাষণই এখন 'শ্রীরাম' ভজন, নেপথ্যে ত্রিচূর ব্রাদার্স - Mera Ram Mera Pran Song - MERA RAM MERA PRAN SONG

Mera Ram song: ধুমধাম করে অযোধ্যায় পালিত হয়েছে রামনবমী উৎসব ৷ 22 জানুয়ারি প্রাণ প্রতিষ্ঠা হয়েছে রামলালার ৷ বিশেষ সেই দিনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দেওয়া ভাষণ এবার গানের আকারে এল সামনে ৷ নেপথ্যে ত্রিচূর ব্রাদার্স ৷

Etv Bharat
মোদির ভাষণই এখন 'শ্রীরাম' ভজন
author img

By ETV Bharat Bangla Team

Published : Apr 18, 2024, 10:44 PM IST

হায়দরাবাদ, 18 এপ্রিল: জানুয়ারি মাসের 22 তারিখ ইতিহাসের পাতায় এক উজ্জ্বল দিন ৷ অযোধ্যায় রাম মন্দিরে প্রাণ প্রতিষ্ঠা হয় রামলালার ৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাত ধরে পাঁচশ বছর পর জন্মভূমে রামের ফিরে আসার ঐসিহাতিক দিনের সাক্ষী থাকেন দেশবাসী ৷ গৌরবজ্জ্বল সেই দিনে প্রধানমন্ত্রী সেই ভাষণ এবার পেল সুর ৷ রাম নামে যে গুণগান প্রাণ প্রতিষ্ঠার দিন দেশ তথা বিশ্ব শুনেছিল, সেই কথাকেই গানের আধার করে সামনে আনলেন ত্রিচূর ব্রাদার্স ৷ প্রশংসা করলেন স্বয়ং প্রধানমন্ত্রী ৷

বৃহস্পতিবার এক্স হ্যান্ডেলে একটি গান শেয়ার করেছেন ত্রিচূর ব্রাদার্সের শ্রীকৃষ্ণ মোহন ও রামকুমার মোহন ৷ সোশাল মিডিয়ায় গানের লিঙ্ক শেয়ার করে তাঁরা লিখেছেন ,"প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ঐতিহাসিক ভাষণ এখন আমাদের গানের নতুন লিরিক্স ৷ গানটি আমরা উৎসর্গ করছি লক্ষ লক্ষ রামভক্তদের ৷" সোশাল মিডিয়ায় গানটি আসতেই রামঅনুরাগীদের ভালোবাসা ও উচ্ছ্বাস নজরে আসে কমেন্ট বক্সে ৷ সাধারণের পাশাপাশি গানটি নজরে আসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিরও ৷ মোদির যে গান বা এই ধরনের সৃষ্টিমূলক বিষয়ের উপর আলাদা আকর্ষণ আছে, এই বিষয়ে অবগত সকলেই ৷

এদিন ত্রিচূর ব্রাদার্সের সেই গান প্রধানমন্ত্রী শেয়ার করেন নিজের এক্স (টুইটার) হ্যান্ডেলে ৷ তিনি লেখেন, "এটা একটা অনবদ্য উদ্যোগ ৷ ভগবান শ্রীরাম আমাদের শরীরে ও মনে নয়া উদ্দীপনার সঞ্চার করেন ৷ যুগের পর যুগ ধরে তিনি ধর্ম এবং ন্যায়বিচার দিতে প্রতিশ্রুতিবদ্ধ ৷" বলা বাহুল্য, মোদির এই প্রশংসা সামনে আসার পর আপ্লুত ত্রিচূর ব্রাদার্স টিম ৷ রাম ভজন নিয়ে এই গান যে এক অনবদ্য প্রয়াস তা এককথায় স্বীকার করেছেন রামভক্তরাও ৷

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

মূলত, অযোধ্যায় প্রথম রামনবমী উপলক্ষ্যে পড়ে গিয়েছিল সাজসাজ রব ৷ গত কয়েকদিন ধরে অযোধ্যায় উপস্থিত হয়েছেন লাখো পুণ্যার্থী ৷ শুধু তাই নয়, রামলালা অভিষেক ও সূর্যতিলকের ভিডিয়ো-ছবি ছড়িয়ে পড়ে সোশাল মিডিয়ায় ৷ এমনকী, অসম থেকে ফেরার পথে বিমানে বসে সূর্য তিলকের বিশেষ মুহূর্তের সাক্ষী থেকেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও ৷

আরও পড়ুন

1. রামলালার কপালে 'সূয্যিমামা'র স্নেহচুম্বন, কোন বিজ্ঞানে সম্ভব হল তিলক ?

2. জুতো খুলে করলেন প্রণাম, বিমানে রামলালার সূর্যতিলকের সাক্ষী মোদি

3. প্রাণপ্রতিষ্ঠার পর প্রথম রামনবমী, কী বিশেষ পদ থাকছে রামলালার জন্য ?

হায়দরাবাদ, 18 এপ্রিল: জানুয়ারি মাসের 22 তারিখ ইতিহাসের পাতায় এক উজ্জ্বল দিন ৷ অযোধ্যায় রাম মন্দিরে প্রাণ প্রতিষ্ঠা হয় রামলালার ৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাত ধরে পাঁচশ বছর পর জন্মভূমে রামের ফিরে আসার ঐসিহাতিক দিনের সাক্ষী থাকেন দেশবাসী ৷ গৌরবজ্জ্বল সেই দিনে প্রধানমন্ত্রী সেই ভাষণ এবার পেল সুর ৷ রাম নামে যে গুণগান প্রাণ প্রতিষ্ঠার দিন দেশ তথা বিশ্ব শুনেছিল, সেই কথাকেই গানের আধার করে সামনে আনলেন ত্রিচূর ব্রাদার্স ৷ প্রশংসা করলেন স্বয়ং প্রধানমন্ত্রী ৷

বৃহস্পতিবার এক্স হ্যান্ডেলে একটি গান শেয়ার করেছেন ত্রিচূর ব্রাদার্সের শ্রীকৃষ্ণ মোহন ও রামকুমার মোহন ৷ সোশাল মিডিয়ায় গানের লিঙ্ক শেয়ার করে তাঁরা লিখেছেন ,"প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ঐতিহাসিক ভাষণ এখন আমাদের গানের নতুন লিরিক্স ৷ গানটি আমরা উৎসর্গ করছি লক্ষ লক্ষ রামভক্তদের ৷" সোশাল মিডিয়ায় গানটি আসতেই রামঅনুরাগীদের ভালোবাসা ও উচ্ছ্বাস নজরে আসে কমেন্ট বক্সে ৷ সাধারণের পাশাপাশি গানটি নজরে আসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিরও ৷ মোদির যে গান বা এই ধরনের সৃষ্টিমূলক বিষয়ের উপর আলাদা আকর্ষণ আছে, এই বিষয়ে অবগত সকলেই ৷

এদিন ত্রিচূর ব্রাদার্সের সেই গান প্রধানমন্ত্রী শেয়ার করেন নিজের এক্স (টুইটার) হ্যান্ডেলে ৷ তিনি লেখেন, "এটা একটা অনবদ্য উদ্যোগ ৷ ভগবান শ্রীরাম আমাদের শরীরে ও মনে নয়া উদ্দীপনার সঞ্চার করেন ৷ যুগের পর যুগ ধরে তিনি ধর্ম এবং ন্যায়বিচার দিতে প্রতিশ্রুতিবদ্ধ ৷" বলা বাহুল্য, মোদির এই প্রশংসা সামনে আসার পর আপ্লুত ত্রিচূর ব্রাদার্স টিম ৷ রাম ভজন নিয়ে এই গান যে এক অনবদ্য প্রয়াস তা এককথায় স্বীকার করেছেন রামভক্তরাও ৷

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

মূলত, অযোধ্যায় প্রথম রামনবমী উপলক্ষ্যে পড়ে গিয়েছিল সাজসাজ রব ৷ গত কয়েকদিন ধরে অযোধ্যায় উপস্থিত হয়েছেন লাখো পুণ্যার্থী ৷ শুধু তাই নয়, রামলালা অভিষেক ও সূর্যতিলকের ভিডিয়ো-ছবি ছড়িয়ে পড়ে সোশাল মিডিয়ায় ৷ এমনকী, অসম থেকে ফেরার পথে বিমানে বসে সূর্য তিলকের বিশেষ মুহূর্তের সাক্ষী থেকেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও ৷

আরও পড়ুন

1. রামলালার কপালে 'সূয্যিমামা'র স্নেহচুম্বন, কোন বিজ্ঞানে সম্ভব হল তিলক ?

2. জুতো খুলে করলেন প্রণাম, বিমানে রামলালার সূর্যতিলকের সাক্ষী মোদি

3. প্রাণপ্রতিষ্ঠার পর প্রথম রামনবমী, কী বিশেষ পদ থাকছে রামলালার জন্য ?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.