ETV Bharat / bharat

আজ ভালোবাসার মানুষের মন জয় করবে কোন রাশির জাতকরা - Todays Horoscope - TODAYS HOROSCOPE

Astrology Prediction: আর্থিক দিক থেকে লাভবান হবেন কেউ ৷ পরিবারের সঙ্গে ভালো দিন কাটবে কারও ৷ সেই সঙ্গে বিবাহের যোগও রয়েছে কারও কারও ৷ আর কী রয়েছে আপনার ভাগ্যে তা জানতে চোখ রাখুন ইটিভি ভারতের রাশিফলে ৷

Astrology Prediction
রাশিফল (ফাইল ছবি)
author img

By ETV Bharat Bangla Team

Published : Aug 8, 2024, 6:01 AM IST

মেষ: ব্যক্তিগত ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সেরকম কিছু ঘটবে না, কাজেই দিনটি বৈচিত্রহীন কাটবে। আজ কোনও বিশেষ ঘটনা ঘটার সম্ভাবনা নেই। আপনি যদি প্রিয়তমকে কোনও প্রতিশ্রুতি দিয়ে থাকেন, তা আপনি পূরণ করতে পারবেন। পেশাদার ব্যক্তি হলে আপনার অন্য চাকরি পাওয়ার সম্ভাবনা খুবই প্রবল ৷ নতুন চাকরিতে বেতন আগের থেকে বেশি হবে। বর্তমান চাকরিতে পদোন্নতির সম্ভাবনা আছে।

বৃষ: কোনও উদ্বেগ ছাড়াই প্রেমের জীবন ভালো থাকতে পারে। আপনার প্রিয়জনের সঙ্গে আপনার আনন্দময় সময় কাটতে পারে। আজ আপনি কোনও দোকান বা সংস্থা কেনা ও ভাড়া দেওয়ার কথা ভাবতে পারেন। তবে, নতুন কোনও উদ্যোগ শুরু করা থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। কাজের জায়গায় দিন এগোনোর সঙ্গে সঙ্গে গতি অর্জন করেছে ৷ কর্মক্ষেত্রে উৎপাদন বাড়ানোর কৌশল অবলম্বন করুন। উদ্ভাবনী প্রকৃতি আপনার স্বপ্ন পূরণে সহায়তা করতে পারে।

মিথুন: প্রেমে আপনার আবেগ আরও তীব্র হয়ে উঠতে পারে ৷ প্রিয়জনকে বোঝা খুবই গুরুত্বপূর্ণ। আর্থিক ক্ষেত্রে, খুবই ভেবেচিন্তে এবং নিতান্তই প্রয়োজনীয় জিনিসের আপনি অর্থ ব্যয় করবেন। আজ বেশি ব্যয় হলেও, খরচ করে বেশ ভালো লাগবে । কাজের জায়গায়, ইচ্ছাগুলিকে ডানা মেলতে দেওয়ার সময়। স্বপ্নগুলি সীমাবদ্ধ না করাই বাস্তবায়িত করার চেষ্টা করতে পারেন ৷ সাফল্যের জন্য কঠোর পরিশ্রম এবং অধ্যবসায় ধরে রাখুন।

কর্কট: আজ আপনি ক্লান্ত থাকতে পারেন ৷ আপনি ভালোবাসার মানুষের সঙ্গে শান্ত সন্ধ্যা কাটাতে চাইবেন। আজ সম্ভবত আপনার মনে হবে যে অতিরিক্ত পয়সা রোজগারের কিছু সুযোগ আপনার হাতছাড়া হয়ে গিয়েছে ৷ সে কারণে আপনি বিষণ্ণ হয়ে পড়বেন। আশা রাখুন এবং আপনি আরও সুযোগ পাবেন। যদিও, কাজের প্রতি আপনার নিষ্ঠা আজ বেশি থাকবে। স্বাস্থ্যের দিক থেকে একটি গড়পড়তা দিন কাটবে ।

সিংহ: আপনার যা আছে তাই নিয়েই আপনি সন্তুষ্ট থাকবেন। অন্য লোকজন হয়ত আপনার আর্থিক অবস্থাকে সমৃদ্ধ করে তুলবে। আপনার পরিবারের আর্থিক অবস্থান শক্তিশালী হবে। আপনার সৌভাগ্যের জন্য আপনি ঈশ্বরের প্রতি কৃতজ্ঞ থাকবেন। আজ আপনার নিজেকে জ্ঞানী মনে হতে পারে । কিন্তু নিজের উপদেশ নিজের কাছে রাখাই ভালো, কেননা সবাই আপনার পরামর্শ শুনতে নাও চাইতে পারে। আর কেউ কেউ তা নিয়ে ভুলও বুঝতে পারেন।

কন্যা: যদিও নিয়মিত খরচ আজ কম হবে ৷ আপনি সম্ভবত স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে অনেকটা টাকা খরচ করতে চাইবেন । আজ আপনাকে অনেক শক্তি খরচ করতে হবে। নক্ষত্রের ইঙ্গিত অনুযায়ী শুধু শারীরিক শক্তি নয়, মানসিক শক্তিও আজ বাড়বে। সবসময় আপনি জয়ী হবেন না, কিন্তু হার হলেও সাফল্যের পথ নিশ্চিত পথ।

তুলা: জীবনকে আকর্ষণীয় ভাবে চলনা করার জন্য রোজই কিছু না কিছু বিশেষ ঘটা প্রয়োজন। আজকের দিনেও তা সত্য প্রমাণিত হবে। আপনার বাকপটুত্ব প্রিয়তমের সঙ্গে আপনার সম্পর্ককে আকর্ষণীয় করে তুলবে। সুস্থ থাকতে গেলে কী করতে হবে জানুন। সুস্থ ও সতেজ থাকার জন্য আপনার খাদ্যাভ্যাসেও পরিবর্তন আনতে পারেন। এছাড়াও, অপ্রয়োজনীয় কথোপকথনে সময় নষ্ট না করলেই ভালো হয়।

বৃশ্চিক: আজ আপনি নতুন কিছু করতে চাইবেন ৷ সঙ্গীর থেকে বাঁধাধরা কোনও প্রত্যাশা রাখবেন না। আপনি যত পরিশ্রম করেছেন এখন সেই সবকিছু মূল্য পাবেন ৷ আপনার বিশ্বস্ত কোনও বন্ধুর সঙ্গে আর্থিক বিষয় নিয়ে আলোচনা করার জন্য ভালো দিন। বন্ধুদের থেকে লাভেরও ইঙ্গিত আছে। আপনার কাজেকর্মে আপনার সহকর্মীরা আপনাকে সাহায্য করার জন্য প্রস্তুত থাকবেন।

ধনু: আপনার ঊর্ধতন কর্তৃপক্ষ আপনাকে পছন্দ করেন ৷ মূল্যায়নের সময় আপনার প্রতি পক্ষপাতিত্ব করতে পারেন। ব্যবসায়ীদের আজ বেশি উপার্জন। কাজ হাতে পাওয়া মাত্র আপনাকে সেসব শেষ করে ফেলতে হবে। জমে থাকা কাজ আপনার উৎসাহ ও উদ্যমের উপর চাপ ফেলবে। কাজগুলিকে প্রাধান্য অনুযায়ী সাজান। সুস্থ থাকার জন্য নিয়মিত হাঁটতে যাওয়া বা জগিং করতে পারেন ৷

মকর: ব্যক্তিগত দিক থেকে দিনট আপনার অনুকূলে যাবে মনে হচ্ছে, সারা দিন আপনার মানসিক শান্তিও বজায় থাকবে। অকারণে পয়সা খরচ না করা ভালো। অতিরিক্ত পয়সা রোজগারের উপায় খোঁজার জন্য আপনি চোখ কান খোলা রাখবেন। ফ্রিলান্স কিছু কাজ ধরার জন্য আপনি আপনার পরিচিতদের সঙ্গে যোগাযোগ করবেন। পেশাগত ও সাংসারিক দুই দিকেই আপনার মনোযোগ বিভক্ত হয়ে যাবে।

কুম্ভ: আজ ভাগ্য আপনার সহায় নেই ৷ আজ আপনাকে আরও বেশি পরিশ্রম করতে হবে। আপনি যদি ব্যবসার মজবুত ভিত্তি স্থাপন করতে পারলে, আর্থিক অগ্রগতিও জোরালো হবে। দিনের প্রতিটা মিনিটকে এক এক ঘণ্টা বলে মনে হবে। আজ সময়ও কঠিন কাটবে। দৈনন্দিন রুটিন কাজের পাশাপাশি আপনাকে বেশি কাজও সামলাতে হবে। অনেকক্ষণ ধরে কাজ করার ফলে আপনার মনোবলেও চাপ পড়বে।

মীন: আপনার ব্যক্তিগত এবং পেশাদার জীবনের মধ্যে ভারসাম্য বজায় রাখুন। পরিবার বা স্বামী- স্ত্রী’র সঙ্গে কথোপকথনের সময় কাজের ব্যাপারে কথা বলবেন না। আজ ব্যয় প্রচুর হবে, সেই তুলনায় আয়ের পরিমাণ অনেকটাই কম। আপনি যদি হিসেবি না-হন তবে টাকা পয়সা তেমন ভাবে আসবে না। পেশাগতভাবে আপনি লক্ষ্যভেদ করবেন! তৈরি হয়ে যান কারণ আজকে লক্ষ্য এবং সময়ের মেয়াদ পূরণ করতে হবে। বাকি থাকা কাজ সম্পূর্ণ করার জন সময়সূচি বানান।

মেষ: ব্যক্তিগত ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সেরকম কিছু ঘটবে না, কাজেই দিনটি বৈচিত্রহীন কাটবে। আজ কোনও বিশেষ ঘটনা ঘটার সম্ভাবনা নেই। আপনি যদি প্রিয়তমকে কোনও প্রতিশ্রুতি দিয়ে থাকেন, তা আপনি পূরণ করতে পারবেন। পেশাদার ব্যক্তি হলে আপনার অন্য চাকরি পাওয়ার সম্ভাবনা খুবই প্রবল ৷ নতুন চাকরিতে বেতন আগের থেকে বেশি হবে। বর্তমান চাকরিতে পদোন্নতির সম্ভাবনা আছে।

বৃষ: কোনও উদ্বেগ ছাড়াই প্রেমের জীবন ভালো থাকতে পারে। আপনার প্রিয়জনের সঙ্গে আপনার আনন্দময় সময় কাটতে পারে। আজ আপনি কোনও দোকান বা সংস্থা কেনা ও ভাড়া দেওয়ার কথা ভাবতে পারেন। তবে, নতুন কোনও উদ্যোগ শুরু করা থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। কাজের জায়গায় দিন এগোনোর সঙ্গে সঙ্গে গতি অর্জন করেছে ৷ কর্মক্ষেত্রে উৎপাদন বাড়ানোর কৌশল অবলম্বন করুন। উদ্ভাবনী প্রকৃতি আপনার স্বপ্ন পূরণে সহায়তা করতে পারে।

মিথুন: প্রেমে আপনার আবেগ আরও তীব্র হয়ে উঠতে পারে ৷ প্রিয়জনকে বোঝা খুবই গুরুত্বপূর্ণ। আর্থিক ক্ষেত্রে, খুবই ভেবেচিন্তে এবং নিতান্তই প্রয়োজনীয় জিনিসের আপনি অর্থ ব্যয় করবেন। আজ বেশি ব্যয় হলেও, খরচ করে বেশ ভালো লাগবে । কাজের জায়গায়, ইচ্ছাগুলিকে ডানা মেলতে দেওয়ার সময়। স্বপ্নগুলি সীমাবদ্ধ না করাই বাস্তবায়িত করার চেষ্টা করতে পারেন ৷ সাফল্যের জন্য কঠোর পরিশ্রম এবং অধ্যবসায় ধরে রাখুন।

কর্কট: আজ আপনি ক্লান্ত থাকতে পারেন ৷ আপনি ভালোবাসার মানুষের সঙ্গে শান্ত সন্ধ্যা কাটাতে চাইবেন। আজ সম্ভবত আপনার মনে হবে যে অতিরিক্ত পয়সা রোজগারের কিছু সুযোগ আপনার হাতছাড়া হয়ে গিয়েছে ৷ সে কারণে আপনি বিষণ্ণ হয়ে পড়বেন। আশা রাখুন এবং আপনি আরও সুযোগ পাবেন। যদিও, কাজের প্রতি আপনার নিষ্ঠা আজ বেশি থাকবে। স্বাস্থ্যের দিক থেকে একটি গড়পড়তা দিন কাটবে ।

সিংহ: আপনার যা আছে তাই নিয়েই আপনি সন্তুষ্ট থাকবেন। অন্য লোকজন হয়ত আপনার আর্থিক অবস্থাকে সমৃদ্ধ করে তুলবে। আপনার পরিবারের আর্থিক অবস্থান শক্তিশালী হবে। আপনার সৌভাগ্যের জন্য আপনি ঈশ্বরের প্রতি কৃতজ্ঞ থাকবেন। আজ আপনার নিজেকে জ্ঞানী মনে হতে পারে । কিন্তু নিজের উপদেশ নিজের কাছে রাখাই ভালো, কেননা সবাই আপনার পরামর্শ শুনতে নাও চাইতে পারে। আর কেউ কেউ তা নিয়ে ভুলও বুঝতে পারেন।

কন্যা: যদিও নিয়মিত খরচ আজ কম হবে ৷ আপনি সম্ভবত স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে অনেকটা টাকা খরচ করতে চাইবেন । আজ আপনাকে অনেক শক্তি খরচ করতে হবে। নক্ষত্রের ইঙ্গিত অনুযায়ী শুধু শারীরিক শক্তি নয়, মানসিক শক্তিও আজ বাড়বে। সবসময় আপনি জয়ী হবেন না, কিন্তু হার হলেও সাফল্যের পথ নিশ্চিত পথ।

তুলা: জীবনকে আকর্ষণীয় ভাবে চলনা করার জন্য রোজই কিছু না কিছু বিশেষ ঘটা প্রয়োজন। আজকের দিনেও তা সত্য প্রমাণিত হবে। আপনার বাকপটুত্ব প্রিয়তমের সঙ্গে আপনার সম্পর্ককে আকর্ষণীয় করে তুলবে। সুস্থ থাকতে গেলে কী করতে হবে জানুন। সুস্থ ও সতেজ থাকার জন্য আপনার খাদ্যাভ্যাসেও পরিবর্তন আনতে পারেন। এছাড়াও, অপ্রয়োজনীয় কথোপকথনে সময় নষ্ট না করলেই ভালো হয়।

বৃশ্চিক: আজ আপনি নতুন কিছু করতে চাইবেন ৷ সঙ্গীর থেকে বাঁধাধরা কোনও প্রত্যাশা রাখবেন না। আপনি যত পরিশ্রম করেছেন এখন সেই সবকিছু মূল্য পাবেন ৷ আপনার বিশ্বস্ত কোনও বন্ধুর সঙ্গে আর্থিক বিষয় নিয়ে আলোচনা করার জন্য ভালো দিন। বন্ধুদের থেকে লাভেরও ইঙ্গিত আছে। আপনার কাজেকর্মে আপনার সহকর্মীরা আপনাকে সাহায্য করার জন্য প্রস্তুত থাকবেন।

ধনু: আপনার ঊর্ধতন কর্তৃপক্ষ আপনাকে পছন্দ করেন ৷ মূল্যায়নের সময় আপনার প্রতি পক্ষপাতিত্ব করতে পারেন। ব্যবসায়ীদের আজ বেশি উপার্জন। কাজ হাতে পাওয়া মাত্র আপনাকে সেসব শেষ করে ফেলতে হবে। জমে থাকা কাজ আপনার উৎসাহ ও উদ্যমের উপর চাপ ফেলবে। কাজগুলিকে প্রাধান্য অনুযায়ী সাজান। সুস্থ থাকার জন্য নিয়মিত হাঁটতে যাওয়া বা জগিং করতে পারেন ৷

মকর: ব্যক্তিগত দিক থেকে দিনট আপনার অনুকূলে যাবে মনে হচ্ছে, সারা দিন আপনার মানসিক শান্তিও বজায় থাকবে। অকারণে পয়সা খরচ না করা ভালো। অতিরিক্ত পয়সা রোজগারের উপায় খোঁজার জন্য আপনি চোখ কান খোলা রাখবেন। ফ্রিলান্স কিছু কাজ ধরার জন্য আপনি আপনার পরিচিতদের সঙ্গে যোগাযোগ করবেন। পেশাগত ও সাংসারিক দুই দিকেই আপনার মনোযোগ বিভক্ত হয়ে যাবে।

কুম্ভ: আজ ভাগ্য আপনার সহায় নেই ৷ আজ আপনাকে আরও বেশি পরিশ্রম করতে হবে। আপনি যদি ব্যবসার মজবুত ভিত্তি স্থাপন করতে পারলে, আর্থিক অগ্রগতিও জোরালো হবে। দিনের প্রতিটা মিনিটকে এক এক ঘণ্টা বলে মনে হবে। আজ সময়ও কঠিন কাটবে। দৈনন্দিন রুটিন কাজের পাশাপাশি আপনাকে বেশি কাজও সামলাতে হবে। অনেকক্ষণ ধরে কাজ করার ফলে আপনার মনোবলেও চাপ পড়বে।

মীন: আপনার ব্যক্তিগত এবং পেশাদার জীবনের মধ্যে ভারসাম্য বজায় রাখুন। পরিবার বা স্বামী- স্ত্রী’র সঙ্গে কথোপকথনের সময় কাজের ব্যাপারে কথা বলবেন না। আজ ব্যয় প্রচুর হবে, সেই তুলনায় আয়ের পরিমাণ অনেকটাই কম। আপনি যদি হিসেবি না-হন তবে টাকা পয়সা তেমন ভাবে আসবে না। পেশাগতভাবে আপনি লক্ষ্যভেদ করবেন! তৈরি হয়ে যান কারণ আজকে লক্ষ্য এবং সময়ের মেয়াদ পূরণ করতে হবে। বাকি থাকা কাজ সম্পূর্ণ করার জন সময়সূচি বানান।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.