ETV Bharat / bharat

গোলাপেই সার্থক প্রেম, রংয়ের রকমফেরে 'রোজ-রোজ' ভালোবাসা হোক বিশ্বজনীন - রোজ ডে

Happy Rose Day: আজ রোজ ডে। নিজের অনুভূতির সঙ্গে মানানসই রংয়ের গোলাপ দিয়ে একে অপরের প্রতি মনের কথা প্রকাশ করার দিন। প্রচলিত ধারণা অনুযায়ী নিজের না-বলা কথা ও অনুভূতি প্রকাশ করতে ভিক্টোরিয়ান যুগে গোলাপের আদান-প্রদান করা হত। লাল গোলাপ যেমন ভালোবাসার প্রতীক, তেমনই নানা রংয়ের গোলাপ পৃথক পৃথক বার্তা বহন করে। আমাদের প্রতিবেদনে এবার জেনে নিন রংয়ে রংয়ে ফারাকের অজানা কথা ৷

Happy Rose Day
প্রেম সার্থক গোলাপেই
author img

By ETV Bharat Bangla Team

Published : Feb 7, 2024, 8:01 AM IST

হায়দরাবাদ, 7 ফেব্রুয়ারি: শুরু হয়ে গেল ভ্যালেন্টাইন উইক অর্থাৎ প্রেমের সপ্তাহ। আর প্রেম তো শুরু হয় নিবেদন দিয়ে। তাই 7 ফেব্রুয়ারি রোজ-ডে দিয়েই শুরু হয় ভালোবাসার সপ্তাহ। ভালোবাসার ভাষা বুঝতে ও বোঝাতে পারে গোলাপ। তাই উপহার হিসেবে গোলাপের চাহিদা সবার উপরে। গোলাপের বিভিন্ন রং বিভিন্ন অর্থ বহন করে থাকে। চলুন ইটিভি ভারতের প্রতিবেদনে এবার জেনে নিন রংয়ে রংয়ে ফারাকের অজানা কথা ৷

তবে রোজ ডে-তে যেমন শুধু যে প্রেমিক বা প্রেমিকাকেই গোলাপ দেওয়া যায়, তা নয়। বন্ধু, পরিচিত,মা-বাবা, গুরু প্রমুখ অনেককেই গোলাপ দেওয়া যায়। তবে, আসল প্রশ্ন হল, কাকে কোন রংয়ের গোলাপ দেওয়া বাঞ্ছনীয়।

লাল গোলাপ- প্রেম নিবেদনের প্রথম পদক্ষেপই হল ভালোবাসার মানুষটিকে গোলাপ দেওয়া। রোজ ডে-র সঙ্গে জড়িত অন্য আর একটি প্রচলিত ধারণা হল- গ্রিক দেবতা ইরস তাঁর স্ত্রী, দেবী এথেনাকে অপার ভালোবাসতেন। গোলাপ এথেনার প্রিয়, তাই ইরস তাঁকে ভালোবাসার প্রতীক হিসেবে গোলাপ উপহারে দিতেন। সৌন্দর্য, ভালবাসার প্রতীক লাল গোলাপ। সময়ের সঙ্গে সঙ্গে প্রেমের ধরণ বদলে গেলেও প্রেম নিবেদনের ভাষা হিসেবে লাল গোলাপের আবেদন চিরন্তন। তাই প্রিয়জনকে দিন, লাল গোলাপ ৷ আর বলুন হ্যাপি রোজ ডে ৷

Happy Rose Day
লাল গোলাপ

সাদা গোলাপ- এমন গোলাপ, যা যে কোনও পরিস্থিতিতে যে কোনও কাউকে দেওয়া যায়। সাদা রংয়ের গোলাপ সাধারণত শ্রদ্ধা, শুদ্ধতা, সরলতা ও পবিত্রতার প্রতীক। বিয়ের সময় কনের হাতে দেওয়া হয় একগুচ্ছ সাদা গোলাপ। কেন জানেন? এই ফুল নতুন জীবন শুরুর প্রতীক। আধ্যাত্মিকতারও প্রতীক সাদা গোলাপ। আবার একেবারে কোনও সম্পর্ক শুরু করার ক্ষেত্রে সাদা গোলাপের বিকল্প নেই।

Happy Rose Day
সাদা গোলাপ

গোলাপি বা পিঙ্ক গোলাপ-সাধারণত কারও প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে বা কাউকে প্রশংসা করতে হলে কার্যকরী। প্রিয় বন্ধু, নির্ভরযোগ্য সঙ্গীকে 'থ্যাঙ্ক ইউ' বলতে পারেন গোলাপি গোলাপ দিয়ে ৷

Happy Rose Day
গোলাপি গোলাপ

আবার হলুদ গোলাপ- নিখাদ বন্ধুত্বের প্রতীক। বন্ধুত্ব উদযাপনে বা বন্ধুত্বের প্রস্তাবে হলুদ গোলাপ হল প্রতীকী।

Happy Rose Day
হলুদ গোলাপ

অরেঞ্জ রংয়ের গোলাপ বা কমলা রংয়ের ছোঁয়া লাগানো গোলাপ আবেগকে প্রকাশ করে। ফলে, বোঝাই যাচ্ছে, সকলকে এই গোলাপ দেওয়া চলে না, দেওয়া যাবে না। এমনকী প্রেমিক-প্রেমিকাকেও এই গোলাপ দিতে হবে ভাবনা-চিন্তা করে ৷ যদি দেখা যায়, সম্পর্ক এমন একটা জায়গায় এসেছে যেখানে শরীরী আকাঙ্খা ব্যক্ত করা সমীচীন একমাত্র তখনই এই বিশেষ দিনে গোলাপ দিয়ে নিজের মনের কথা ফুল দিয়ে বলা চলে, তাছাড়া নয়। আবার কমলা গোলাপ উপহার দিয়ে বোঝাতে পারেন, আপনি পাশে আছেন।

Happy Rose Day
অরেঞ্জ রংয়ের গোলাপ

পিচ গোলাপ- এই রংয়ের গোলাপ আরোগ্যের প্রতীক। সততা, আন্তরিকতা, সহমর্মিতা বোঝাতে উপহার দিন পিচ গোলাপ।

Happy Rose Day
পিচ গোলাপ

পার্পল বা ল্যাভেন্ডার গোলাপ- লাভ অ্যাট ফার্স্ট সাইট ৷ প্রথম দেখাতেই কাউকে ভালোবেসে ফেললে তাঁকে এই রংয়ের গোলাপ দিন। এই রংয়ের গোলাপ সাধারণত রাজপদ ও আড়ম্বরের সঙ্গে জড়িত। রাজা ও রানিকে এই গোলাপ দেওয়া হয়ে থাকে। গাঢ় রংয়ের পার্পল গোলাপ কোনও শুভ অনুষ্ঠানে উপহার দেওয়া উচিত।

Happy Rose Day
ল্যাভেন্ডার গোলাপ

আরও পড়ুন:

  1. জাতীয় সড়কে বাইক সওয়ারি প্রেমিক-প্রেমিকার অ্যাক্রোব্যাটিক স্কিল ! তদন্তে পুলিশ
  2. ভ্যালেন্টাইনস ডে-তে রথীজিৎকে গান উপহার ঘরণী শ্রেয়ার
  3. 'আজ ফির তুম পে পেয়ার আয়া হ্যায়', বিয়ের পর প্রথম ভ্যালেনটাইনস ডে-তে মেতে উঠলেন সিদ্ধার্থ-কিয়ারা

হায়দরাবাদ, 7 ফেব্রুয়ারি: শুরু হয়ে গেল ভ্যালেন্টাইন উইক অর্থাৎ প্রেমের সপ্তাহ। আর প্রেম তো শুরু হয় নিবেদন দিয়ে। তাই 7 ফেব্রুয়ারি রোজ-ডে দিয়েই শুরু হয় ভালোবাসার সপ্তাহ। ভালোবাসার ভাষা বুঝতে ও বোঝাতে পারে গোলাপ। তাই উপহার হিসেবে গোলাপের চাহিদা সবার উপরে। গোলাপের বিভিন্ন রং বিভিন্ন অর্থ বহন করে থাকে। চলুন ইটিভি ভারতের প্রতিবেদনে এবার জেনে নিন রংয়ে রংয়ে ফারাকের অজানা কথা ৷

তবে রোজ ডে-তে যেমন শুধু যে প্রেমিক বা প্রেমিকাকেই গোলাপ দেওয়া যায়, তা নয়। বন্ধু, পরিচিত,মা-বাবা, গুরু প্রমুখ অনেককেই গোলাপ দেওয়া যায়। তবে, আসল প্রশ্ন হল, কাকে কোন রংয়ের গোলাপ দেওয়া বাঞ্ছনীয়।

লাল গোলাপ- প্রেম নিবেদনের প্রথম পদক্ষেপই হল ভালোবাসার মানুষটিকে গোলাপ দেওয়া। রোজ ডে-র সঙ্গে জড়িত অন্য আর একটি প্রচলিত ধারণা হল- গ্রিক দেবতা ইরস তাঁর স্ত্রী, দেবী এথেনাকে অপার ভালোবাসতেন। গোলাপ এথেনার প্রিয়, তাই ইরস তাঁকে ভালোবাসার প্রতীক হিসেবে গোলাপ উপহারে দিতেন। সৌন্দর্য, ভালবাসার প্রতীক লাল গোলাপ। সময়ের সঙ্গে সঙ্গে প্রেমের ধরণ বদলে গেলেও প্রেম নিবেদনের ভাষা হিসেবে লাল গোলাপের আবেদন চিরন্তন। তাই প্রিয়জনকে দিন, লাল গোলাপ ৷ আর বলুন হ্যাপি রোজ ডে ৷

Happy Rose Day
লাল গোলাপ

সাদা গোলাপ- এমন গোলাপ, যা যে কোনও পরিস্থিতিতে যে কোনও কাউকে দেওয়া যায়। সাদা রংয়ের গোলাপ সাধারণত শ্রদ্ধা, শুদ্ধতা, সরলতা ও পবিত্রতার প্রতীক। বিয়ের সময় কনের হাতে দেওয়া হয় একগুচ্ছ সাদা গোলাপ। কেন জানেন? এই ফুল নতুন জীবন শুরুর প্রতীক। আধ্যাত্মিকতারও প্রতীক সাদা গোলাপ। আবার একেবারে কোনও সম্পর্ক শুরু করার ক্ষেত্রে সাদা গোলাপের বিকল্প নেই।

Happy Rose Day
সাদা গোলাপ

গোলাপি বা পিঙ্ক গোলাপ-সাধারণত কারও প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে বা কাউকে প্রশংসা করতে হলে কার্যকরী। প্রিয় বন্ধু, নির্ভরযোগ্য সঙ্গীকে 'থ্যাঙ্ক ইউ' বলতে পারেন গোলাপি গোলাপ দিয়ে ৷

Happy Rose Day
গোলাপি গোলাপ

আবার হলুদ গোলাপ- নিখাদ বন্ধুত্বের প্রতীক। বন্ধুত্ব উদযাপনে বা বন্ধুত্বের প্রস্তাবে হলুদ গোলাপ হল প্রতীকী।

Happy Rose Day
হলুদ গোলাপ

অরেঞ্জ রংয়ের গোলাপ বা কমলা রংয়ের ছোঁয়া লাগানো গোলাপ আবেগকে প্রকাশ করে। ফলে, বোঝাই যাচ্ছে, সকলকে এই গোলাপ দেওয়া চলে না, দেওয়া যাবে না। এমনকী প্রেমিক-প্রেমিকাকেও এই গোলাপ দিতে হবে ভাবনা-চিন্তা করে ৷ যদি দেখা যায়, সম্পর্ক এমন একটা জায়গায় এসেছে যেখানে শরীরী আকাঙ্খা ব্যক্ত করা সমীচীন একমাত্র তখনই এই বিশেষ দিনে গোলাপ দিয়ে নিজের মনের কথা ফুল দিয়ে বলা চলে, তাছাড়া নয়। আবার কমলা গোলাপ উপহার দিয়ে বোঝাতে পারেন, আপনি পাশে আছেন।

Happy Rose Day
অরেঞ্জ রংয়ের গোলাপ

পিচ গোলাপ- এই রংয়ের গোলাপ আরোগ্যের প্রতীক। সততা, আন্তরিকতা, সহমর্মিতা বোঝাতে উপহার দিন পিচ গোলাপ।

Happy Rose Day
পিচ গোলাপ

পার্পল বা ল্যাভেন্ডার গোলাপ- লাভ অ্যাট ফার্স্ট সাইট ৷ প্রথম দেখাতেই কাউকে ভালোবেসে ফেললে তাঁকে এই রংয়ের গোলাপ দিন। এই রংয়ের গোলাপ সাধারণত রাজপদ ও আড়ম্বরের সঙ্গে জড়িত। রাজা ও রানিকে এই গোলাপ দেওয়া হয়ে থাকে। গাঢ় রংয়ের পার্পল গোলাপ কোনও শুভ অনুষ্ঠানে উপহার দেওয়া উচিত।

Happy Rose Day
ল্যাভেন্ডার গোলাপ

আরও পড়ুন:

  1. জাতীয় সড়কে বাইক সওয়ারি প্রেমিক-প্রেমিকার অ্যাক্রোব্যাটিক স্কিল ! তদন্তে পুলিশ
  2. ভ্যালেন্টাইনস ডে-তে রথীজিৎকে গান উপহার ঘরণী শ্রেয়ার
  3. 'আজ ফির তুম পে পেয়ার আয়া হ্যায়', বিয়ের পর প্রথম ভ্যালেনটাইনস ডে-তে মেতে উঠলেন সিদ্ধার্থ-কিয়ারা
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.