ETV Bharat / bharat

নিট-নেট পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসে মোদি সরকারের প্রশাসনিক গাফিলতি সামনে এসেছে: সাগরিকা - NEET NET Paper Leak

author img

By ETV Bharat Bangla Team

Published : Jun 21, 2024, 4:51 PM IST

TMC MP on NET-NEET: নিট ও নেট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় তোলপাড় সারা দেশ ৷ এই দুর্নীতির জন্য তৃতীয় মোদি সরকারের কড়া সমালোচনা করলেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ সাগরিকা ঘোষ ৷

TMC MP Sagarika Ghose
তৃণমূল সাংসদ সাগরিকা ঘোষ (ইটিভি ভারত)

নয়াদিল্লি, 21 জুন: "প্রতি বছর সাধারণ মানুষের করের টাকায় প্রধানমন্ত্রী 'পরীক্ষা পে চর্চা' ইভেন্ট ম্যানেজমেন্ট করেন ৷ এদিকে জাতীয় স্তরে সারা ভারতে একটি প্রতিযোগিতামূলক পরীক্ষা পরিচালনা করতে পারেন না", মোদি সরকারকে কটাক্ষ করে বললেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ সাগরিকা ঘোষ ৷

পরীক্ষার একদিন পর বাতিল হয়েছে 2024 সালের ইউজিসি-নেট পরীক্ষা ৷ বৃহস্পতিবার কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান সাংবাদিক বৈঠকে পরিষ্কার স্বীকার করে নিয়েছেন, "এই পরীক্ষার প্রশ্নপত্র ডার্কনেটে ফাঁস হয়ে গিয়েছে ৷ তাই তড়িঘড়ি পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷" ইউজিসি-নেট পরীক্ষার পাশাপাশি মেডিক্যাল প্রবেশিকা পরীক্ষা ইউজি-নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হওয়ার ঘটনা সামনে এসেছে ৷ এদিন মন্ত্রী দু'টি পরীক্ষায় বেনিয়মের কথা স্বীকার করে নিয়েছেন এবং পরীক্ষা পদ্ধতি শুধরে নিতে হবে বলেও জানিয়েছেন ৷

এর প্রেক্ষিতে শুক্রবার সাগরিকা ঘোষ মোদি সরকারের বিরুদ্ধে তোপ দেগে বলেন, এই প্রশ্নপত্র ফাঁস হওয়ার ঘটনায় মোদি সরকারের প্রশাসনিক খামতি ধরা পড়ে গিয়েছে ৷ এই পরিস্থিতিতে তিনি আধিকারিকদের পদত্যাগ দাবি করেছেন ৷ নেট ও নিট দুর্নীতিতে ন্যাশনাল টেস্টিং এজেন্সির ভূমিকা খতিয়ে দেখতে উচ্চস্তরীয় কমিটি গঠনের কথা জানিয়েছেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ৷ এই কমিটি গঠন যথেষ্ট নয় বলে সরব হয়েছেন তৃণমূল সাংসদ সাগরিকা ৷

তৃতীয় মোদি সরকারের বিরুদ্ধে তাঁর অভিযোগ, "দেশের গুরুত্বপূর্ণ প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়েছে ৷ এতেই মোদি সরকারের প্রশাসনিক গাফিলতির দিকটি সামনে উঠে এসেছে ৷ গত 7 বছরে 70টিরও বেশি প্রশ্নপত্র ফাঁসের ঘটনা ঘটেছে ৷"

সাগরিকা বলেন, "ইউজি-নিট পরীক্ষার প্রশ্নপত্র ডার্কনেটে ফাঁস হয়েছে ৷ ইউজিসি-নিট পরীক্ষা নিয়েও বিতর্ক চলছে ৷ আর মোদি সরকারের প্রতিক্রিয়া কী ? ন্যাশনাল টেস্টিং এজেন্সির কর্মপদ্ধতি পরীক্ষা করার জন্য শিক্ষামন্ত্রী একটি কমিটির কথা ঘোষণা করেছে ৷ এটা যথেষ্ট নয় ৷" এই পরিস্থিতিতে প্রধান কর্তাব্যক্তিরা কেন ইস্তফা দিচ্ছেন না, প্রশ্ন সাগরিকার ৷

বারবার এই দুর্নীতি হচ্ছে ৷ এ নিয়ে তাঁর প্রশ্ন, "এই প্রশ্নপত্র ফাঁসের জন্য দায়ী কে ? মেদি সরকার কাকে রক্ষা করছে ? নিয়মিত প্রশ্নপত্র ফাঁসের ঘটনা থেকে মুক্তি পেতে মোদি সরকার স্থায়ী সমাধান করছে ?"

নয়াদিল্লি, 21 জুন: "প্রতি বছর সাধারণ মানুষের করের টাকায় প্রধানমন্ত্রী 'পরীক্ষা পে চর্চা' ইভেন্ট ম্যানেজমেন্ট করেন ৷ এদিকে জাতীয় স্তরে সারা ভারতে একটি প্রতিযোগিতামূলক পরীক্ষা পরিচালনা করতে পারেন না", মোদি সরকারকে কটাক্ষ করে বললেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ সাগরিকা ঘোষ ৷

পরীক্ষার একদিন পর বাতিল হয়েছে 2024 সালের ইউজিসি-নেট পরীক্ষা ৷ বৃহস্পতিবার কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান সাংবাদিক বৈঠকে পরিষ্কার স্বীকার করে নিয়েছেন, "এই পরীক্ষার প্রশ্নপত্র ডার্কনেটে ফাঁস হয়ে গিয়েছে ৷ তাই তড়িঘড়ি পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷" ইউজিসি-নেট পরীক্ষার পাশাপাশি মেডিক্যাল প্রবেশিকা পরীক্ষা ইউজি-নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হওয়ার ঘটনা সামনে এসেছে ৷ এদিন মন্ত্রী দু'টি পরীক্ষায় বেনিয়মের কথা স্বীকার করে নিয়েছেন এবং পরীক্ষা পদ্ধতি শুধরে নিতে হবে বলেও জানিয়েছেন ৷

এর প্রেক্ষিতে শুক্রবার সাগরিকা ঘোষ মোদি সরকারের বিরুদ্ধে তোপ দেগে বলেন, এই প্রশ্নপত্র ফাঁস হওয়ার ঘটনায় মোদি সরকারের প্রশাসনিক খামতি ধরা পড়ে গিয়েছে ৷ এই পরিস্থিতিতে তিনি আধিকারিকদের পদত্যাগ দাবি করেছেন ৷ নেট ও নিট দুর্নীতিতে ন্যাশনাল টেস্টিং এজেন্সির ভূমিকা খতিয়ে দেখতে উচ্চস্তরীয় কমিটি গঠনের কথা জানিয়েছেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ৷ এই কমিটি গঠন যথেষ্ট নয় বলে সরব হয়েছেন তৃণমূল সাংসদ সাগরিকা ৷

তৃতীয় মোদি সরকারের বিরুদ্ধে তাঁর অভিযোগ, "দেশের গুরুত্বপূর্ণ প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়েছে ৷ এতেই মোদি সরকারের প্রশাসনিক গাফিলতির দিকটি সামনে উঠে এসেছে ৷ গত 7 বছরে 70টিরও বেশি প্রশ্নপত্র ফাঁসের ঘটনা ঘটেছে ৷"

সাগরিকা বলেন, "ইউজি-নিট পরীক্ষার প্রশ্নপত্র ডার্কনেটে ফাঁস হয়েছে ৷ ইউজিসি-নিট পরীক্ষা নিয়েও বিতর্ক চলছে ৷ আর মোদি সরকারের প্রতিক্রিয়া কী ? ন্যাশনাল টেস্টিং এজেন্সির কর্মপদ্ধতি পরীক্ষা করার জন্য শিক্ষামন্ত্রী একটি কমিটির কথা ঘোষণা করেছে ৷ এটা যথেষ্ট নয় ৷" এই পরিস্থিতিতে প্রধান কর্তাব্যক্তিরা কেন ইস্তফা দিচ্ছেন না, প্রশ্ন সাগরিকার ৷

বারবার এই দুর্নীতি হচ্ছে ৷ এ নিয়ে তাঁর প্রশ্ন, "এই প্রশ্নপত্র ফাঁসের জন্য দায়ী কে ? মেদি সরকার কাকে রক্ষা করছে ? নিয়মিত প্রশ্নপত্র ফাঁসের ঘটনা থেকে মুক্তি পেতে মোদি সরকার স্থায়ী সমাধান করছে ?"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.