ETV Bharat / bharat

সুগার 217! চিকিৎসকের পরামর্শে তিহাড়ে প্রথম ইনসুলিন কেজরিওয়ালকে - Arvind Kejriwal

Arvind Kejriwal: তিহাড় জেল কর্তৃপক্ষ অরবিন্দ কেজরিওয়ালকে ইনসুলিন দিল ৷ আপ প্রধান এখন আর্থিক প্রতারণা মামলায় তিহাড় জেলে রয়েছেন ৷ তিনি ইনসুলিন চাইলেও তাঁকে তা দেওয়া হচ্ছে না বলে অভিযোগ করেছিল আপ ৷

Arvind Kejriwal
তিহাড়ে বন্দি অরবিন্দ কেজরিওয়ালকে ইনসুলিন দেওয়া হল
author img

By PTI

Published : Apr 23, 2024, 9:52 AM IST

Updated : Apr 23, 2024, 11:57 AM IST

নয়াদিল্লি, 23 এপ্রিল: ইনসুলিন পেলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল ৷ তিহাড় জেল কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, সোমবার দিল্লি আবগারি দুর্নীতি মামলায় অভিযুক্ত কেজরিওয়ালকে তিহাড় জেলেই অল্প মাত্রায় ইনসুলিন দেওয়া হয় ৷ গতকাল তাঁর রক্তে শর্করার মাত্রা বেড়ে হয়েছিল 217 ৷ এইমসের গঠিক চিকিৎসকের দল জানিয়েছে, কেজরিওয়ালের রক্তের শর্করার পরিমাণ 200 ছাড়িয়ে গেলে তাঁকে অল্প মাত্রায় ইনসুলিন দেওয়া যেতে পারে ৷ চিকিৎসকের কথা মেনেই ইনসুলিন দেওয়া হয় আপ প্রধানকে ৷

তিহাড় জেল কর্তৃপক্ষ জানিয়েছে, সোমবার সন্ধ্যায় কেজরিওয়ালের রক্তপরীক্ষা করে জানা যায়, তাঁর রক্তে শর্করার মাত্রা 217 ৷ এরপর জেলে আপ প্রধানের দেখভালের দায়িত্বে থাকা চিকিৎসকরা তাঁকে দুই ইউনিট ইনসুলিন দেওয়ার সিদ্ধান্ত নেন ৷ এর আগে 20 এপ্রিল এইমসের বিশেষজ্ঞ চিকিৎসকদের একটি দল ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে তিহাড়ে বন্দি কেজরিওয়ালের সঙ্গে কথা বলেন ৷ চিকিৎসকরা তিহাড় কর্তৃপক্ষকে জানান, দিল্লির মুখ্যমন্ত্রীর রক্তে শর্করার মাত্রা একটি নির্দিষ্ট সীমা অতিক্রম করলে তাঁকে ইনসুলিন দিতে হবে ৷

তিহাড় কর্তৃপক্ষ দাবি করেছে, সোমবার কেজরিওয়ালের রক্তে শর্করার মাত্রা পৌঁছেছিল 217-তে ৷ এদিকে আপ সূত্রে খবর, আর্থিক প্রতারণা মামলায় ধৃত কেজরিওয়ালের রক্তে শর্করার পরিমাণ 320 ৷ তিহাড়ে বন্দি থাকার সময়ে হু হু করে তাঁর শর্করার মাত্রা বৃদ্ধি পেয়েছে ৷ তবে এই প্রথম তাঁকে ইনসুলিন দেওয়া হল ৷ এর আগে 18 এপ্রিল ইডি দাবি করে, তিহাড় জেলে ইচ্ছাকৃত রক্তে শর্করার পরিমাণ বাড়ানোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন দিল্লির মুখ্যমন্ত্রী ৷ এইভাবে তিনি অসুস্থতার কারণ দেখিয়ে জামিন পাবেন বলে এমন কাজকর্ম করছেন ৷

18 এপ্রিল দিল্লির রাউজ অ্যাভিনিউ কোর্টে ইডির আইনজীবী জোহেব হুসেন দাবি করেন, মুখ্যমন্ত্রী কেজরিওয়ালের রক্তে শর্করা বৃদ্ধির কারণ তাঁর বাড়ি থেকে আসা রান্না করা খাবার ৷ তাঁকে বাড়ি থেকে আলু পুরী, আম, মিষ্টির মতো খাবার পাঠানো হচ্ছে ৷ এই খাবার খেলে রক্তে শর্করার মাত্রা বৃদ্ধি পাবে ৷ এরপর চিকিৎসার কারণ দর্শিয়ে জামিন চাইবেন আপ প্রধান ৷ সেই ভিত্তি তৈরি করতেই এইসব কাজকর্ম করছেন কেজরিওয়াল ৷ ইডির এই দাবি শুনে তিহাড় সংশোধনাগার থেকে কেজরিওয়ালের ডায়েট চার্ট তলব করে আদালত ৷

এদিকে সোমবার দিল্লির রাউজ অ্যাভিনিউ কোর্ট এইমসকে একটি মেডিক্যাল বোর্ড গঠনের নির্দেশ দেয় ৷ এই বোর্ড দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের শরীরিক অবস্থা পরীক্ষা-নিরীক্ষা করে দেখবে ৷ অন্যদিকে এদিনই কেজরিওয়াল তিহাড় জেল সুপারিনটেনডেন্টকে চিঠি লিখে জানান, তারা আদালতে ইনসুলিন চাওয়া নিয়ে মিথ্যা তথ্য দিয়েছে ৷ জেল কর্তৃপক্ষ আদালতে জানিয়েছিল, কেজরিওয়ালের কখনও ইনসুলিন চাননি ৷ দ্বিতীয়ত, এইমসের চিকিৎসকরা কেজরিওয়ালের স্বাস্থ্য পরীক্ষা করে জানিয়েছে গুরুতর কোনও সমস্যা নেই ৷ এদিকে 20 তারিখেই এইমসের চিকিৎসকদের সঙ্গে অরবিন্দ কেজরিওয়ালের ভিডিয়ো কনফারেন্সে কথা হয় ৷

গতকাল আদালতের রায়ের পর দিল্লির মন্ত্রী অতিশি বলেন, "দিল্লির রাউজ অ্যাভিনিউ কোর্টের রায় প্রমাণ করে দিল যে, গত 22 দিন ধরে অরবিন্দ কেজরিওয়াল তিহাড় জেলে ঠিকঠাক চিকিৎসা পরিষেবা পাচ্ছিলেন না ৷ আজ 22 দিন ধরে বিচারবিভাগীয় হেফাজতে থাকার পর আদালতের নির্দেশ দিয়েছে, একজন ডায়াবেটিক বিশেষজ্ঞ চিকিৎসক, একজন ডায়াবেটোলজিস্ট এবং একজন অনকোলজিস্টকে নিয়ে একটি বোর্ড গঠন করতে হবে ৷ এই বোর্ড কেজরিওয়ালের চিকিৎসা করবে ৷ তাই এটা পরিষ্কার যে, 22 দিন ধরে তাঁর এই ডায়াবেটিস সমস্যা রয়েছে ৷ রক্তে শর্করার মাত্রা 300 ছাড়িয়েছে ৷ তাও তিনি যথাযথ চিকিৎসা পাচ্ছেন না ৷" গত 21 মার্চ দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে তাঁর সরকারি বাসভবন থেকে গ্রেফতার করে ইডি ৷ এরপর 1 এপ্রিল থেকে তিনি তিহাড় জেলেই রয়েছেন ৷

আরও পড়ুন:

  1. জামিন পেতে তিহাড়ে আম-মিষ্টি খেয়ে সুগার বাড়াচ্ছেন কেজরিওয়াল ! ডায়েট চার্ট তলব আদালতের
  2. কেজরিওয়ালের ইনসুলিনের প্রয়োজনীয়তা নিয়ে আদালতে মিথ্যা বলেছে ইডি, অভিযোগ অতিশীর

নয়াদিল্লি, 23 এপ্রিল: ইনসুলিন পেলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল ৷ তিহাড় জেল কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, সোমবার দিল্লি আবগারি দুর্নীতি মামলায় অভিযুক্ত কেজরিওয়ালকে তিহাড় জেলেই অল্প মাত্রায় ইনসুলিন দেওয়া হয় ৷ গতকাল তাঁর রক্তে শর্করার মাত্রা বেড়ে হয়েছিল 217 ৷ এইমসের গঠিক চিকিৎসকের দল জানিয়েছে, কেজরিওয়ালের রক্তের শর্করার পরিমাণ 200 ছাড়িয়ে গেলে তাঁকে অল্প মাত্রায় ইনসুলিন দেওয়া যেতে পারে ৷ চিকিৎসকের কথা মেনেই ইনসুলিন দেওয়া হয় আপ প্রধানকে ৷

তিহাড় জেল কর্তৃপক্ষ জানিয়েছে, সোমবার সন্ধ্যায় কেজরিওয়ালের রক্তপরীক্ষা করে জানা যায়, তাঁর রক্তে শর্করার মাত্রা 217 ৷ এরপর জেলে আপ প্রধানের দেখভালের দায়িত্বে থাকা চিকিৎসকরা তাঁকে দুই ইউনিট ইনসুলিন দেওয়ার সিদ্ধান্ত নেন ৷ এর আগে 20 এপ্রিল এইমসের বিশেষজ্ঞ চিকিৎসকদের একটি দল ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে তিহাড়ে বন্দি কেজরিওয়ালের সঙ্গে কথা বলেন ৷ চিকিৎসকরা তিহাড় কর্তৃপক্ষকে জানান, দিল্লির মুখ্যমন্ত্রীর রক্তে শর্করার মাত্রা একটি নির্দিষ্ট সীমা অতিক্রম করলে তাঁকে ইনসুলিন দিতে হবে ৷

তিহাড় কর্তৃপক্ষ দাবি করেছে, সোমবার কেজরিওয়ালের রক্তে শর্করার মাত্রা পৌঁছেছিল 217-তে ৷ এদিকে আপ সূত্রে খবর, আর্থিক প্রতারণা মামলায় ধৃত কেজরিওয়ালের রক্তে শর্করার পরিমাণ 320 ৷ তিহাড়ে বন্দি থাকার সময়ে হু হু করে তাঁর শর্করার মাত্রা বৃদ্ধি পেয়েছে ৷ তবে এই প্রথম তাঁকে ইনসুলিন দেওয়া হল ৷ এর আগে 18 এপ্রিল ইডি দাবি করে, তিহাড় জেলে ইচ্ছাকৃত রক্তে শর্করার পরিমাণ বাড়ানোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন দিল্লির মুখ্যমন্ত্রী ৷ এইভাবে তিনি অসুস্থতার কারণ দেখিয়ে জামিন পাবেন বলে এমন কাজকর্ম করছেন ৷

18 এপ্রিল দিল্লির রাউজ অ্যাভিনিউ কোর্টে ইডির আইনজীবী জোহেব হুসেন দাবি করেন, মুখ্যমন্ত্রী কেজরিওয়ালের রক্তে শর্করা বৃদ্ধির কারণ তাঁর বাড়ি থেকে আসা রান্না করা খাবার ৷ তাঁকে বাড়ি থেকে আলু পুরী, আম, মিষ্টির মতো খাবার পাঠানো হচ্ছে ৷ এই খাবার খেলে রক্তে শর্করার মাত্রা বৃদ্ধি পাবে ৷ এরপর চিকিৎসার কারণ দর্শিয়ে জামিন চাইবেন আপ প্রধান ৷ সেই ভিত্তি তৈরি করতেই এইসব কাজকর্ম করছেন কেজরিওয়াল ৷ ইডির এই দাবি শুনে তিহাড় সংশোধনাগার থেকে কেজরিওয়ালের ডায়েট চার্ট তলব করে আদালত ৷

এদিকে সোমবার দিল্লির রাউজ অ্যাভিনিউ কোর্ট এইমসকে একটি মেডিক্যাল বোর্ড গঠনের নির্দেশ দেয় ৷ এই বোর্ড দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের শরীরিক অবস্থা পরীক্ষা-নিরীক্ষা করে দেখবে ৷ অন্যদিকে এদিনই কেজরিওয়াল তিহাড় জেল সুপারিনটেনডেন্টকে চিঠি লিখে জানান, তারা আদালতে ইনসুলিন চাওয়া নিয়ে মিথ্যা তথ্য দিয়েছে ৷ জেল কর্তৃপক্ষ আদালতে জানিয়েছিল, কেজরিওয়ালের কখনও ইনসুলিন চাননি ৷ দ্বিতীয়ত, এইমসের চিকিৎসকরা কেজরিওয়ালের স্বাস্থ্য পরীক্ষা করে জানিয়েছে গুরুতর কোনও সমস্যা নেই ৷ এদিকে 20 তারিখেই এইমসের চিকিৎসকদের সঙ্গে অরবিন্দ কেজরিওয়ালের ভিডিয়ো কনফারেন্সে কথা হয় ৷

গতকাল আদালতের রায়ের পর দিল্লির মন্ত্রী অতিশি বলেন, "দিল্লির রাউজ অ্যাভিনিউ কোর্টের রায় প্রমাণ করে দিল যে, গত 22 দিন ধরে অরবিন্দ কেজরিওয়াল তিহাড় জেলে ঠিকঠাক চিকিৎসা পরিষেবা পাচ্ছিলেন না ৷ আজ 22 দিন ধরে বিচারবিভাগীয় হেফাজতে থাকার পর আদালতের নির্দেশ দিয়েছে, একজন ডায়াবেটিক বিশেষজ্ঞ চিকিৎসক, একজন ডায়াবেটোলজিস্ট এবং একজন অনকোলজিস্টকে নিয়ে একটি বোর্ড গঠন করতে হবে ৷ এই বোর্ড কেজরিওয়ালের চিকিৎসা করবে ৷ তাই এটা পরিষ্কার যে, 22 দিন ধরে তাঁর এই ডায়াবেটিস সমস্যা রয়েছে ৷ রক্তে শর্করার মাত্রা 300 ছাড়িয়েছে ৷ তাও তিনি যথাযথ চিকিৎসা পাচ্ছেন না ৷" গত 21 মার্চ দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে তাঁর সরকারি বাসভবন থেকে গ্রেফতার করে ইডি ৷ এরপর 1 এপ্রিল থেকে তিনি তিহাড় জেলেই রয়েছেন ৷

আরও পড়ুন:

  1. জামিন পেতে তিহাড়ে আম-মিষ্টি খেয়ে সুগার বাড়াচ্ছেন কেজরিওয়াল ! ডায়েট চার্ট তলব আদালতের
  2. কেজরিওয়ালের ইনসুলিনের প্রয়োজনীয়তা নিয়ে আদালতে মিথ্যা বলেছে ইডি, অভিযোগ অতিশীর
Last Updated : Apr 23, 2024, 11:57 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.