ETV Bharat / bharat

বিনামূল্যে কোভিড ভ্যাকসিন, ঋণ শোধে মোদিকেই ভোট দেওয়ার নিদান প্রাক্তন মুখ্যমন্ত্রীর - Lok Sabha Election 2024 - LOK SABHA ELECTION 2024

Lok Sabha Election 2024: নরেন্দ্র মোদির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে, বিনামূল্য করোনার ভ্যাকসিন দেওয়ার জন্য ৷ আর তাই সব ভোট মোদির নামে দিতে হবে লোকসভা নির্বাচনে ৷ এমনই বিতর্কিত মন্তব্য করলেন কর্নাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাই ৷

ETV BHARAT
ETV BHARAT
author img

By ETV Bharat Bangla Team

Published : Mar 30, 2024, 8:21 PM IST

হাভেরি (কর্ণাটক), 30 মার্চ: নরেন্দ্র মোদি বিনামূল্যের কোভিডের ভ্যাকসিন দেওয়ার ব্যবস্থা করে দিয়েছে ৷ তাই আসন্ন লোকসভা নির্বাচনে তাঁকেই ভোট দিতে হবে ৷ সাধারণ মানুষকে এভাবেই মোদির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে বললেন কর্ণাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাই ৷ তাঁর মতে, যারা বিনামূল্যে ভ্যাকসিন নিয়েছে, তাদের মোদির প্রতি কৃতজ্ঞতা জানানো উচিত এই লোকসভা ভোটে ৷

বাসবরাজ বোম্মাই বলেন, "মহামারী চলাকালীন যখন সবকিছু এলোমেলো হয়ে যাচ্ছিল, তখন মোদি সরকার দু’বার বিনামূল্যে টিকা প্রদান করেছিল ৷ তাই যারা বিনামূল্য ভ্যাকসিন পেয়েছেন, তাঁদের উচিত ঋণ শোধ করতে নরেন্দ্র মোদি জন্য ভোট দেওয়া ৷" কর্ণাটকের রেনেবেন্নুর জেলায় নির্বাচনী প্রচারে একথা বলেন বাসবরাজ বোম্মাই ৷

তিনি বলেন, "একটা সময় ছিল যখন ভারতকে খাটো করে দেখা হত ৷ এখন অন্যান্য সব দেশ ভারতের পরামর্শ চায় ৷ সন্ত্রাসবাদী হামলা হলে মনমোহন সিং চিঠি লিখতেন ৷ আর নরেন্দ্র মোদির সময়ে সন্ত্রাসবাদীরা সার্জিক্যাল স্ট্রাইকের ভয়ে থাকে ৷ ভারত দ্রুততার সঙ্গে উন্নতি করেছে ৷ প্রাথমিক গ্যারান্টি এখন 'মোদির গ্যারান্টি' ৷" ওই সভা থেকে কর্ণাটকের বর্তমান কংগ্রেস সরকার ও তার মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়াকে নিশানা করেছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বোম্মাই ৷ সিদ্দারামাইয়া এবং তাঁর ডেপুটি ডিকে শিবকুমারের বিরুদ্ধে কর্ণাটক রাজ্যকে ঋণগ্রস্ত করে তোলার অভিযোগ করেছেন তিনি ৷

দেশে সাত দফায় লোকসভা নির্বাচন ঘোষণা করেছে ভারতের নির্বাচন কমিশন ৷ যেখানে কর্ণাটকে দু’দফায় ভোটগ্রহণ হবে ৷ দ্বিতীয় দফায় 26 এপ্রিল প্রথম ভোট দক্ষিণের রাজ্যটিতে ৷ 7 মে তৃতীয় দফায় নির্বাচন অনুষ্ঠিত হবে সেখানে ৷

আরও পড়ুন:

  1. পূর্ণিয়া থেকে লড়বেন কংগ্রেসের পাপ্পু যাদব, জোর টক্কর আরজেডি'র সঙ্গে
  2. 11 কোটি বকেয়া ! কংগ্রেসের পর এবার আয়করের নোটিশ পেল সিপিআই

হাভেরি (কর্ণাটক), 30 মার্চ: নরেন্দ্র মোদি বিনামূল্যের কোভিডের ভ্যাকসিন দেওয়ার ব্যবস্থা করে দিয়েছে ৷ তাই আসন্ন লোকসভা নির্বাচনে তাঁকেই ভোট দিতে হবে ৷ সাধারণ মানুষকে এভাবেই মোদির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে বললেন কর্ণাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাই ৷ তাঁর মতে, যারা বিনামূল্যে ভ্যাকসিন নিয়েছে, তাদের মোদির প্রতি কৃতজ্ঞতা জানানো উচিত এই লোকসভা ভোটে ৷

বাসবরাজ বোম্মাই বলেন, "মহামারী চলাকালীন যখন সবকিছু এলোমেলো হয়ে যাচ্ছিল, তখন মোদি সরকার দু’বার বিনামূল্যে টিকা প্রদান করেছিল ৷ তাই যারা বিনামূল্য ভ্যাকসিন পেয়েছেন, তাঁদের উচিত ঋণ শোধ করতে নরেন্দ্র মোদি জন্য ভোট দেওয়া ৷" কর্ণাটকের রেনেবেন্নুর জেলায় নির্বাচনী প্রচারে একথা বলেন বাসবরাজ বোম্মাই ৷

তিনি বলেন, "একটা সময় ছিল যখন ভারতকে খাটো করে দেখা হত ৷ এখন অন্যান্য সব দেশ ভারতের পরামর্শ চায় ৷ সন্ত্রাসবাদী হামলা হলে মনমোহন সিং চিঠি লিখতেন ৷ আর নরেন্দ্র মোদির সময়ে সন্ত্রাসবাদীরা সার্জিক্যাল স্ট্রাইকের ভয়ে থাকে ৷ ভারত দ্রুততার সঙ্গে উন্নতি করেছে ৷ প্রাথমিক গ্যারান্টি এখন 'মোদির গ্যারান্টি' ৷" ওই সভা থেকে কর্ণাটকের বর্তমান কংগ্রেস সরকার ও তার মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়াকে নিশানা করেছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বোম্মাই ৷ সিদ্দারামাইয়া এবং তাঁর ডেপুটি ডিকে শিবকুমারের বিরুদ্ধে কর্ণাটক রাজ্যকে ঋণগ্রস্ত করে তোলার অভিযোগ করেছেন তিনি ৷

দেশে সাত দফায় লোকসভা নির্বাচন ঘোষণা করেছে ভারতের নির্বাচন কমিশন ৷ যেখানে কর্ণাটকে দু’দফায় ভোটগ্রহণ হবে ৷ দ্বিতীয় দফায় 26 এপ্রিল প্রথম ভোট দক্ষিণের রাজ্যটিতে ৷ 7 মে তৃতীয় দফায় নির্বাচন অনুষ্ঠিত হবে সেখানে ৷

আরও পড়ুন:

  1. পূর্ণিয়া থেকে লড়বেন কংগ্রেসের পাপ্পু যাদব, জোর টক্কর আরজেডি'র সঙ্গে
  2. 11 কোটি বকেয়া ! কংগ্রেসের পর এবার আয়করের নোটিশ পেল সিপিআই
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.