হায়দরাবাদ, 18 মার্চ: তেলেঙ্গানার রাজ্যপাল এবং পুদুচেরির লেফটেন্যান্ট গভর্নর পদ থেকে সোমবার ইস্তফা দিয়েছেন তামিলিসাই সৌন্দররাজন । তিনি বিজেপির টিকিট নিয়ে তামিলনাড়ু থেকে আসন্ন লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন ।
রাজভবন থেকে একটি বিবৃতিতে কেলেঙ্গানার রাজ্যপালের পদত্যাগের কথা জানানো হয় ৷ বিবৃতিতে আজ বলা হয়েছে যে, "তেলেঙ্গানার মাননীয় রাজ্যপাল এবং পুদুচেরির লেফটেন্যান্ট গভর্নর তামিলিসাই সৌন্দররাজন পদত্যাগ করেছেন । পদত্যাগপত্রটি মাননীয় রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে জমা দেওয়া হয়েছে ৷"
সূত্র জানিয়েছে যে, তামিলনাড়ুর প্রাক্তন বিজেপি সভাপতি তামিলিসাই সৌন্দররাজন 2019 সালের লোকসভা ভোটের মতো কানিমোঝির বিরুদ্ধে তুতিকোরিন থেকে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন 2024 সালের লোকসভা নির্বাচনে । রাজভবনও এক বিবৃতিতে পুদুচেরির লেফটেন্যান্ট গভর্নরের পদ থেকে তাঁর পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছে । সোমবার রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন তিনি।
62 বছরের সৌন্দররাজন 2019 সালের নভেম্বর মাসে তৎকালীন নবগঠিত রাজ্য তেলেঙ্গানার দ্বিতীয় রাজ্যপাল হিসাবে কার্যভার গ্রহণ করেন । তাঁকে 2021 সালের ফেব্রুয়ারিতে পুদুচেরির লেফটেন্যান্ট-গভর্নরের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয় ।
যদিও একজন রাজ্যপালের পদত্যাগ করে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার এই ঘটনা খুবই বিরল হলেও এমন নজির আগেও রয়েছে । 2019 সালে মিজোরামের রাজ্যপাল কুম্মানম রাজশেখরনও সৌন্দররাজনের মতো পদত্যাগ করেছিলেন। শশী থারুরের বিরুদ্ধে তিরুবনন্তপুরমে বিজেপি তাঁকে টিকিট দিয়েছিল ।
অষ্টাদশ লোকসভা ভোটের নির্ঘণ্ট ঘোষণা করেছে নির্বাচন কমিশন ৷ মোট 7 দফায় হবে নির্বাচন ৷ ভোট গণনা 4 জুন। প্রথম দফার ভোট 19 এপ্রিল। দ্বিতীয় দফার ভোট 26 এপ্রিল। তৃতীয় দফার ভোট 7 মে । চতুর্থ দফার ভোট 13 মে। পঞ্চম দফার ভোট 20 মে। ষষ্ঠ দফার ভোট 25 মে । সপ্তম দফার ভোট 1 জুন । ভোটগণনা হবে 4 জুন।
আরও পড়ুন: