বেঙ্গালুরু, 28 মার্চ: আকাশে উড়ল অত্যাধুনিক প্রযুক্তির যুদ্ধবিমান তেজস এমকে1এ ৷ বৃহস্পতিবার তেজস এমকে1এ এয়ারক্র্যাফ্ট সিরিজের প্রথম বিমান LA5033 বেঙ্গালুরুর আকাশে উড়ানো হয়েছে ৷ প্রায় 18 মিনিট ধরে এই বিমানটি আকাশে ওড়ে ৷ হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেডের পক্ষ থেকে টুইট করে এমনটাই জানানো হয়েছে ৷ পরীক্ষামূলকভাবে তেজসের এই উড়ান সফল হয়েছে ৷
আজ, হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেডের সিএমডি সিবি অনন্তকৃষ্ণন এক বিবৃতিতে জানান, 2021 সালের ফেব্রুয়ারিতে একটি চুক্তি সাক্ষর হয়েছিল ৷ সেই চুক্তি অনুয়ায়ী হ্যাল তথা হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেডের পক্ষ থেকে অ্ত্যাধুনিক প্রযুক্তির যুদ্ধ বিমান উডানোর প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল ৷ সেই মতোই আজ তেজস এমকে1এ এয়ারক্র্যাফ্ট সিরিজের প্রথম বিমান LA5033 আকাশে উড়ানো হয় ৷ ঐতিহাসিক এই উড়ানের পাইলটের আসেন ছিলেন কে কে ভেনুগোপাল ৷
এই বিবৃতিতে উল্লেখ কার হয়েছে, অত্যাধুনিক প্রযুক্তির এই যুদ্ধ বিমানে উন্নত মানের ইলেকট্রনিক্স ব়্যাডার, যোগাযোগ ব্যবস্থা, যুদ্ধের প্রয়োজনীয় সরঞ্জাম ও আরও অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহার করা হয়েছে ৷ এই নতুন প্রযুক্তিকে বাস্তবায়িত করতে ভারতীয় বায়ুসেনা, ডিআরডিও, সিইএমআইএলওসি, ডিজিএকিউএ, এনএসএমই-কে সহযোগিতা করার জন্য স্বাগত জানিয়েছেন ৷
গত বছর অর্থাৎ 8 নভেম্বর সিএসআইআর-এর সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর হয়েছিল হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড ৷ যেখানে উন্নত প্রযুক্তির তেজস বিমানের কথা উল্লেখ করা হয়েছিল ৷ সেই মতোই আজ সফল হল তেজস এমকে1এ এয়ারক্র্যাফ্ট সিরিজের প্রথম বিমান LA5033 -এর উড়ান ৷ এই অত্যধুনিক যুদ্ধবিমানে বিএমআই ইঞ্জিন বে ডোর তৈরি করা হয়েছে ৷ যা সমস্তরকম আবহাওয়ার সঙ্গে খাপ খাওয়াতে প্রস্তুত ৷
আরও পড়ুন: