ETV Bharat / bharat

শুধু গুড টাচ-ব্যাড টাচ শেখানোই যথেষ্ট নয়, ছোটদের শেখান ভার্চুয়াল টাচ: দিল্লি হাইকোর্ট - Delhi HC advocates virtual touch - DELHI HC ADVOCATES VIRTUAL TOUCH

Delhi HC advocates virtual touch: আজকের ভার্চুয়াল জগতে শিশুদের গুড টাচ, ব্যাড টাচ শেখানোই যথেষ্ট নয় ৷ শেখাতে হবে ভার্চুয়াল টাচ ৷ মত দিল্লি হাইকোর্টের ৷ কী বললেন বিচারপতি !

ETV BHARAT
'ছোটদের শেখানো উচিত ভার্চুয়াল টাচ' (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : May 7, 2024, 1:17 PM IST

নয়াদিল্লি, 7 মে: শিশুদের 'গুড টাচ' বা 'ব্যাড টাচ' শেখানোটা এখন একপ্রকার দস্তুর ৷ তবে আজকের ভার্চুয়াল জগতে শুধু এটুকু শেখানোই যথেষ্ট নয় ৷ অপ্রাপ্তবয়স্কদের 'ভার্চুয়াল টাচ' ও তার থেকে বিপদের সম্ভাবনাগুলি সম্পর্কেও শেখাতে হবে ৷ এমনই পর্যবেক্ষণ দিল্লি হাইকোর্টের ৷

ভার্চুয়াল টাচ শেখানোর অর্থ, নাবালক-নাবালিকাদের অনলাইনের উপযুক্ত ব্যবহার শেখানো, বিপদের শিকার হওয়ার বিষয়ে সতর্কতাগুলি অবলম্বন করা শেখানো ৷ পাশাপাশি প্রাইভেসি সেটিংস ও অনলাইন সীমানার গুরুত্ব বোঝানো খুব জরুরি ৷

বিচারপতি স্বরানা কান্ত শর্মা সোমবার বলেন, "আদালত মনে রাখতে বাধ্য যে, আজকের ভার্চুয়াল আধুনিক বিশ্বে যেখানে ভার্চুয়াল স্পেস কিশোর-কিশোরীদের মধ্যে ভার্চুয়াল আসক্তির প্রজনন ক্ষেত্র হয়ে উঠেছে, সেখানে ভার্চুয়াল জগতে বিদ্যমান পতিতাবৃত্তি ও অন্যান্য অপরাধের জন্য মানব পাচারের সম্ভাব্য বিপদগুলি মোকাবিলা করার জন্য তারা শিক্ষিত নয় ৷"

কমলেশ দেবী নামে একজন মহিলার জামিনের আবেদন খারিজ করার সময় এই পর্যবেক্ষণ দিয়েছে দিল্লি হাইকোর্ট ৷ এক নাবালিকাকে অপহরণ করে তাকে পতিতাবৃত্তিতে বাধ্য করার পর ছেলেকে যৌন নিপীড়নে সহায়তা করার অভিযোগ রয়েছে অভিযুক্ত মহিলার বিরুদ্ধে ৷

16 বছর বয়সি কিশোরীকে অপহরণ করেছিল তার সোশাল মিডিয়া বন্ধু রাজীব ৷ তার সঙ্গে দেখা করতে গেলে সে ওই নাবালিকাকে অপহরণ করা হয় বলে অভিযোগ ৷ সেই কিশোরীকে মধ্যপ্রদেশে নিয়ে যাওয়া হয় এবং সেখানে কয়েকদিন আটকে রাখা হয় তাকে । রাজীব এবং অন্যরা আরও কয়েকজন সেই কিশোরীকে যৌন নির্যাতন করে বলে অভিযোগ ।

টাকার বিনিময়ে ওই কিশোরীকে 45 বছর বয়সি এক ব্যক্তির সঙ্গে বিয়ে করতে বাধ্য করা হয় বলেও অভিযোগ উঠেছে । কিশোরী অভিযোগ করেছে যে, যেখানে তাকে বন্দি করে রাখা হয়েছিল, সেখানে বিভিন্ন পুরুষকে নিয়ে আসত অভিযুক্তরা ৷ সবার যৌন তৃপ্তির জন্য তাদের সামনে উপস্থাপন করতে বাধ্য করা হয়েছিল অপহৃত কিশোরীকে ।

এই মামলার শুনানিতে আদালত এ দিন বলেন, "ঐতিহ্যগতভাবে, অপ্রাপ্তবয়স্কদের ক্ষতির হাত থেকে রক্ষা করতে তাদের শারীরিক ক্ষেত্রে 'ভালো স্পর্শ' এবং 'খারাপ স্পর্শ' সম্পর্কে শেখানোর উপর জোর দেওয়া হয় ৷ তবে আজকের ভার্চুয়াল জগতে, 'ভার্চুয়াল টাচ'-এর ধারণাকে অন্তর্ভুক্ত করার জন্য এই শিক্ষাকে প্রসারিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ । নিরাপদে অনলাইন ব্যবহারের জন্য এবং সাইবারস্পেসে লুকিয়ে থাকা সম্ভাব্য ঝুঁকিগুলি সনাক্ত করতে পারদর্শী হওয়ার জন্য অপ্রাপ্তবয়স্কদের অবশ্যই জ্ঞান এবং নির্দিষ্ট টুল বা সরঞ্জাম দিয়ে শিক্ষিত করতে হবে ৷"

আরও পড়ুন:

  1. 'গুড টাচ, ব্যাড টাচ' শেখানোর নামে ছাত্রীর শ্লীলতাহানি ! কাঠগড়ায় দুই শিক্ষক
  2. স্কুল হস্টেলে নাবালিকাকে ধর্ষণের অভিযোগ, সিট গঠনের নির্দেশ মুখ্যমন্ত্রীর
  3. নাবালিকাকে অপহরণ ও ধর্ষণ, সোনারপুর থেকে গ্রেফতার দম্পতি

নয়াদিল্লি, 7 মে: শিশুদের 'গুড টাচ' বা 'ব্যাড টাচ' শেখানোটা এখন একপ্রকার দস্তুর ৷ তবে আজকের ভার্চুয়াল জগতে শুধু এটুকু শেখানোই যথেষ্ট নয় ৷ অপ্রাপ্তবয়স্কদের 'ভার্চুয়াল টাচ' ও তার থেকে বিপদের সম্ভাবনাগুলি সম্পর্কেও শেখাতে হবে ৷ এমনই পর্যবেক্ষণ দিল্লি হাইকোর্টের ৷

ভার্চুয়াল টাচ শেখানোর অর্থ, নাবালক-নাবালিকাদের অনলাইনের উপযুক্ত ব্যবহার শেখানো, বিপদের শিকার হওয়ার বিষয়ে সতর্কতাগুলি অবলম্বন করা শেখানো ৷ পাশাপাশি প্রাইভেসি সেটিংস ও অনলাইন সীমানার গুরুত্ব বোঝানো খুব জরুরি ৷

বিচারপতি স্বরানা কান্ত শর্মা সোমবার বলেন, "আদালত মনে রাখতে বাধ্য যে, আজকের ভার্চুয়াল আধুনিক বিশ্বে যেখানে ভার্চুয়াল স্পেস কিশোর-কিশোরীদের মধ্যে ভার্চুয়াল আসক্তির প্রজনন ক্ষেত্র হয়ে উঠেছে, সেখানে ভার্চুয়াল জগতে বিদ্যমান পতিতাবৃত্তি ও অন্যান্য অপরাধের জন্য মানব পাচারের সম্ভাব্য বিপদগুলি মোকাবিলা করার জন্য তারা শিক্ষিত নয় ৷"

কমলেশ দেবী নামে একজন মহিলার জামিনের আবেদন খারিজ করার সময় এই পর্যবেক্ষণ দিয়েছে দিল্লি হাইকোর্ট ৷ এক নাবালিকাকে অপহরণ করে তাকে পতিতাবৃত্তিতে বাধ্য করার পর ছেলেকে যৌন নিপীড়নে সহায়তা করার অভিযোগ রয়েছে অভিযুক্ত মহিলার বিরুদ্ধে ৷

16 বছর বয়সি কিশোরীকে অপহরণ করেছিল তার সোশাল মিডিয়া বন্ধু রাজীব ৷ তার সঙ্গে দেখা করতে গেলে সে ওই নাবালিকাকে অপহরণ করা হয় বলে অভিযোগ ৷ সেই কিশোরীকে মধ্যপ্রদেশে নিয়ে যাওয়া হয় এবং সেখানে কয়েকদিন আটকে রাখা হয় তাকে । রাজীব এবং অন্যরা আরও কয়েকজন সেই কিশোরীকে যৌন নির্যাতন করে বলে অভিযোগ ।

টাকার বিনিময়ে ওই কিশোরীকে 45 বছর বয়সি এক ব্যক্তির সঙ্গে বিয়ে করতে বাধ্য করা হয় বলেও অভিযোগ উঠেছে । কিশোরী অভিযোগ করেছে যে, যেখানে তাকে বন্দি করে রাখা হয়েছিল, সেখানে বিভিন্ন পুরুষকে নিয়ে আসত অভিযুক্তরা ৷ সবার যৌন তৃপ্তির জন্য তাদের সামনে উপস্থাপন করতে বাধ্য করা হয়েছিল অপহৃত কিশোরীকে ।

এই মামলার শুনানিতে আদালত এ দিন বলেন, "ঐতিহ্যগতভাবে, অপ্রাপ্তবয়স্কদের ক্ষতির হাত থেকে রক্ষা করতে তাদের শারীরিক ক্ষেত্রে 'ভালো স্পর্শ' এবং 'খারাপ স্পর্শ' সম্পর্কে শেখানোর উপর জোর দেওয়া হয় ৷ তবে আজকের ভার্চুয়াল জগতে, 'ভার্চুয়াল টাচ'-এর ধারণাকে অন্তর্ভুক্ত করার জন্য এই শিক্ষাকে প্রসারিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ । নিরাপদে অনলাইন ব্যবহারের জন্য এবং সাইবারস্পেসে লুকিয়ে থাকা সম্ভাব্য ঝুঁকিগুলি সনাক্ত করতে পারদর্শী হওয়ার জন্য অপ্রাপ্তবয়স্কদের অবশ্যই জ্ঞান এবং নির্দিষ্ট টুল বা সরঞ্জাম দিয়ে শিক্ষিত করতে হবে ৷"

আরও পড়ুন:

  1. 'গুড টাচ, ব্যাড টাচ' শেখানোর নামে ছাত্রীর শ্লীলতাহানি ! কাঠগড়ায় দুই শিক্ষক
  2. স্কুল হস্টেলে নাবালিকাকে ধর্ষণের অভিযোগ, সিট গঠনের নির্দেশ মুখ্যমন্ত্রীর
  3. নাবালিকাকে অপহরণ ও ধর্ষণ, সোনারপুর থেকে গ্রেফতার দম্পতি
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.