ETV Bharat / bharat

চেন্নাইয়ে এনকাউন্টারে নিকেশ বিএসপি নেতা হত্যা মামলার এক অভিযুক্ত - Chennai Armstrong murder case - CHENNAI ARMSTRONG MURDER CASE

Encounter in Chennai: বিএসপি নেতা খুনের মামলায় ধৃত অভিযুক্তের মৃত্যু ৷ চেন্নাই পুলিশের এনকাউন্টারে তার মৃত্যু হয়েছে বলে খবর ৷ এর আগে আর্মস্ট্রং হত্যা মামলায় তাকে গ্রেফতার করেছিল পুলিশ ৷

Encounter in Chennai
চেন্নাইয়ে এনকাউন্টার (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Jul 14, 2024, 12:17 PM IST

চেন্নাই, 14 জুলাই: তামিলনাড়ুতে এনকাউন্টার ৷ মৃত্যু হল বহুজন সমাজ পার্টির নেতা খুনের অন্যতম অভিযুক্তের ৷ চেন্নাই মাধভরমে পুলিশ এনকাউন্টারে তিরুভেনগাদম নামে একজনের মৃত্যু হয়েছে। বিএসপি-র রাজ্য সভাপতি কে আর্মস্ট্রং হত্যা মামলায় যারা গ্রেফতার হয়েছিলেন তাদের মধ্যে তিরুভেনগাদম ছিলেন বলে জানা গিয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, চেন্নাইয়ের মাধভারম এলাকায়, আর্মস্ট্রংকে হত্যার পর লুকিয়ে রাখা অস্ত্রগুলি বাজেয়াপ্ত করার জন্য পুলিশ যখন তিরুভেনগাদমকে তদন্তের জন্য নিয়ে গিয়েছিল, সেই সময় হঠাৎই সে পুলিশের উপর চড়াও হয় ৷ সেখানে লুকিয়ে রাখা একটি দেশীয় বন্দুক দিয়ে পুলিশকে গুলি করার চেষ্টা করেছিল বলে অভিযোগ ৷ পালটা পুলিশ আত্মরক্ষায় গুলি চালালে তিরুভেনগাদমের মৃত্যু হয় বলে বলে জানা গিয়েছে ৷

এর আগে আর্মস্ট্রং হত্যার ঘটনায় 11 জনকে পাঁচ দিনের জন্য পুলিশ নিজেদের হেফাজতে নিয়েছিল ৷ সেম্বিয়াম থানার পুলিশ গোটা ঘটনার তদন্ত করছে। জানা গিয়েছে, যেখানে সে অস্ত্র লুকিয়ে রেখেছিল সেখানেই ধৃত হামলাকারি তিরুভেনগাদমকে নিয়ে যাওয়ার পরিকল্পনা ছিল পুলিশের ৷ সেখানেই রাখা অস্ত্র নিয়ে পুলিশের উপর হামলা চালায় তিরুভানগাদম ৷ পরে সেই সব আগ্নেয়াস্ত্র সেগুলি বাজেয়াপ্তও করেছে পুলিশ ৷

পুলিশ সূত্রে খবর, এনকাউন্টারে মারা যাওয়া তিরুভেনগাদমের ডান কাঁধ এবং বুকে গুলি লেগেছে ৷ পরে, পুলিশ দেহ ময়নাতদন্তের জন্য চেন্নাইয়ের স্ট্যানলি সরকারি হাসপাতালে নিয়ে যায়। এছাড়াও, উচ্চপদস্থ পুলিশ আধিকারিকরা ঘটনাস্থলে পৌংছে তদন্ত শুরু করেছে ৷ পুলিশি তদন্তে উঠে এসেছে, এই তিরুভেনগাদম আর্মস্ট্রংকে এক মাসের নোটিশ দিয়েছিল ৷ তাঁকে হত্যা করা হবে বলেও তার সহযোগীদের জানিয়েছিল তিরু। তার বিরুদ্ধে ইতিমধ্যে দুটি হত্যা মামলা-সহ মোট পাঁচটি মামলা রয়েছে।

চেন্নাই, 14 জুলাই: তামিলনাড়ুতে এনকাউন্টার ৷ মৃত্যু হল বহুজন সমাজ পার্টির নেতা খুনের অন্যতম অভিযুক্তের ৷ চেন্নাই মাধভরমে পুলিশ এনকাউন্টারে তিরুভেনগাদম নামে একজনের মৃত্যু হয়েছে। বিএসপি-র রাজ্য সভাপতি কে আর্মস্ট্রং হত্যা মামলায় যারা গ্রেফতার হয়েছিলেন তাদের মধ্যে তিরুভেনগাদম ছিলেন বলে জানা গিয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, চেন্নাইয়ের মাধভারম এলাকায়, আর্মস্ট্রংকে হত্যার পর লুকিয়ে রাখা অস্ত্রগুলি বাজেয়াপ্ত করার জন্য পুলিশ যখন তিরুভেনগাদমকে তদন্তের জন্য নিয়ে গিয়েছিল, সেই সময় হঠাৎই সে পুলিশের উপর চড়াও হয় ৷ সেখানে লুকিয়ে রাখা একটি দেশীয় বন্দুক দিয়ে পুলিশকে গুলি করার চেষ্টা করেছিল বলে অভিযোগ ৷ পালটা পুলিশ আত্মরক্ষায় গুলি চালালে তিরুভেনগাদমের মৃত্যু হয় বলে বলে জানা গিয়েছে ৷

এর আগে আর্মস্ট্রং হত্যার ঘটনায় 11 জনকে পাঁচ দিনের জন্য পুলিশ নিজেদের হেফাজতে নিয়েছিল ৷ সেম্বিয়াম থানার পুলিশ গোটা ঘটনার তদন্ত করছে। জানা গিয়েছে, যেখানে সে অস্ত্র লুকিয়ে রেখেছিল সেখানেই ধৃত হামলাকারি তিরুভেনগাদমকে নিয়ে যাওয়ার পরিকল্পনা ছিল পুলিশের ৷ সেখানেই রাখা অস্ত্র নিয়ে পুলিশের উপর হামলা চালায় তিরুভানগাদম ৷ পরে সেই সব আগ্নেয়াস্ত্র সেগুলি বাজেয়াপ্তও করেছে পুলিশ ৷

পুলিশ সূত্রে খবর, এনকাউন্টারে মারা যাওয়া তিরুভেনগাদমের ডান কাঁধ এবং বুকে গুলি লেগেছে ৷ পরে, পুলিশ দেহ ময়নাতদন্তের জন্য চেন্নাইয়ের স্ট্যানলি সরকারি হাসপাতালে নিয়ে যায়। এছাড়াও, উচ্চপদস্থ পুলিশ আধিকারিকরা ঘটনাস্থলে পৌংছে তদন্ত শুরু করেছে ৷ পুলিশি তদন্তে উঠে এসেছে, এই তিরুভেনগাদম আর্মস্ট্রংকে এক মাসের নোটিশ দিয়েছিল ৷ তাঁকে হত্যা করা হবে বলেও তার সহযোগীদের জানিয়েছিল তিরু। তার বিরুদ্ধে ইতিমধ্যে দুটি হত্যা মামলা-সহ মোট পাঁচটি মামলা রয়েছে।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.