ETV Bharat / bharat

ডেলিভারি বয়ের ছদ্মবেশে এসে খুন! ভর সন্ধ্যায় মৃত্যু বিএসপি সভাপতির - BSP Leader Murder in Chennai - BSP LEADER MURDER IN CHENNAI

BSP Tamil Nadu leader Armstrong Murder: ভর সন্ধ্যায় ভিড় রাস্তার মধ্যে খুন হলেন বহুজন সমাজ পার্টির নেতা আর্মস্ট্রং ৷ দুষ্কৃতীরা দু'টি বাইকে চড়ে এসেছিল ৷ রাস্তায় দাঁড়িয়ে সমর্থকদের সঙ্গে কথা বলছিলেন নেতা ৷ ঠিক সে সময় ঘটে গেল মর্মান্তিক দুর্ঘটনা ।

BSP TN leader Armstrong Murder
বিএসপি সভাপতি আর্মস্ট্রং (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Jul 5, 2024, 10:49 PM IST

চেন্নাই, 5 জুলাই: দুষ্কৃতীদের অতর্কিত আক্রমণে মৃত্যু হল বহুজন সমাজ পার্টির নেতা আর্মস্ট্রংয়ের ৷ শুক্রবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে চেন্নাইয়ের পেরাম্বুর এলাকায় ৷ আর্মস্ট্রং তামিলনাড়ুর বহুজন সমাজ পার্টির সভাপতি ছিলেন ৷ তিনি ওই এলাকাতেই বাস করতেন ৷

স্থানীয় সূত্রে খবর, এদিন সন্ধ্যায় রাস্তার ধারে দাঁড়িয়ে দলের কয়েকজন সমর্থকদের সঙ্গে কথা বলছিলেন বিএসপি সভাপতি আর্মস্ট্রং ৷ হঠাৎ দু'টি বাইকে চড়ে ছ'জন ওই জায়গায় আসে ৷ জানা গিয়েছে, তারা খাবার ডেলিভারি কর্মীর পোশাকে এসেছিল ৷ তখন ভর সন্ধ্যায় রাস্তায় ভিড়ও ছিল ৷

অভিযোগ, দুষ্কৃতীরা ধারালো অস্ত্র দিয়ে আর্মস্ট্রংয়ের উপর চড়াও হয় ৷ এই সময় দু'জন তাদের বাধা দিতে গেলে, তাঁদের উপরেও হামলা চালানোর চেষ্টা করে দুষ্কৃতীরা ৷ এই ঘটনার পর সঙ্গে সঙ্গে তারা পালিয়ে যায় ৷ এদিকে অস্ত্রের ঘায়ে রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন আর্মস্ট্রং ৷ পথচারী এবং অন্যরা তাঁকে সঙ্গে সঙ্গে উদ্ধার করে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান ৷ আর্মস্ট্রংকে আইসিইউতে ভর্তিও করা হয় ৷ তবে চিকিৎসকরা জানান, চিকিৎসা করার সুযোগটুকুও দেননি আর্মস্ট্রং ৷ তার আগেই নেতার মৃত্যু হয়েছে ৷

ইতিমধ্যে এই ভয়াবহ ঘটনার খবর পেয়ে ছুটে আসে সেমবিয়াম থানার পুলিশ ৷ তারা মামলা দায়ের করে তদন্ত শুরুক করে দেয় ৷ সন্ধ্যার সময় লোকালয়ে এমন ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে পেরাম্বুর এলাকায় ৷ পুলিশ এলাকাটি ঘিরে রেখেছে ৷ আর্মস্ট্রংয়ের দেহ রাজীব গান্ধি সরকারি হাসপাতালে পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্য ৷ অন্যদিকে, গ্রেটার চেন্নাই পুলিশের জয়েন্ট কমিশনার অভিষেক দীক্ষিত ঘটনাস্থলে পৌঁছে আর্মস্ট্রংয়ের খুনের তদন্ত শুরু করেছেন। শুরু হয়েছে জিজ্ঞাসাবাদ ৷

প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, ওই দুষ্কৃতীরা খাবার ডেলিভারি বয়ের ছদ্মবেশে এসেছিল ৷ এই খুনের কিনারা করতে 8টি বিশেষ বাহিনী গঠন করা হয়েছে ৷ প্রয়াত নেতাকে দেখতে হাসপাতালের সামনে 500 জনেরও বেশি সমর্থক জড়ো হয়েছেন ৷ সেখানে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে ৷

চেন্নাই, 5 জুলাই: দুষ্কৃতীদের অতর্কিত আক্রমণে মৃত্যু হল বহুজন সমাজ পার্টির নেতা আর্মস্ট্রংয়ের ৷ শুক্রবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে চেন্নাইয়ের পেরাম্বুর এলাকায় ৷ আর্মস্ট্রং তামিলনাড়ুর বহুজন সমাজ পার্টির সভাপতি ছিলেন ৷ তিনি ওই এলাকাতেই বাস করতেন ৷

স্থানীয় সূত্রে খবর, এদিন সন্ধ্যায় রাস্তার ধারে দাঁড়িয়ে দলের কয়েকজন সমর্থকদের সঙ্গে কথা বলছিলেন বিএসপি সভাপতি আর্মস্ট্রং ৷ হঠাৎ দু'টি বাইকে চড়ে ছ'জন ওই জায়গায় আসে ৷ জানা গিয়েছে, তারা খাবার ডেলিভারি কর্মীর পোশাকে এসেছিল ৷ তখন ভর সন্ধ্যায় রাস্তায় ভিড়ও ছিল ৷

অভিযোগ, দুষ্কৃতীরা ধারালো অস্ত্র দিয়ে আর্মস্ট্রংয়ের উপর চড়াও হয় ৷ এই সময় দু'জন তাদের বাধা দিতে গেলে, তাঁদের উপরেও হামলা চালানোর চেষ্টা করে দুষ্কৃতীরা ৷ এই ঘটনার পর সঙ্গে সঙ্গে তারা পালিয়ে যায় ৷ এদিকে অস্ত্রের ঘায়ে রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন আর্মস্ট্রং ৷ পথচারী এবং অন্যরা তাঁকে সঙ্গে সঙ্গে উদ্ধার করে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান ৷ আর্মস্ট্রংকে আইসিইউতে ভর্তিও করা হয় ৷ তবে চিকিৎসকরা জানান, চিকিৎসা করার সুযোগটুকুও দেননি আর্মস্ট্রং ৷ তার আগেই নেতার মৃত্যু হয়েছে ৷

ইতিমধ্যে এই ভয়াবহ ঘটনার খবর পেয়ে ছুটে আসে সেমবিয়াম থানার পুলিশ ৷ তারা মামলা দায়ের করে তদন্ত শুরুক করে দেয় ৷ সন্ধ্যার সময় লোকালয়ে এমন ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে পেরাম্বুর এলাকায় ৷ পুলিশ এলাকাটি ঘিরে রেখেছে ৷ আর্মস্ট্রংয়ের দেহ রাজীব গান্ধি সরকারি হাসপাতালে পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্য ৷ অন্যদিকে, গ্রেটার চেন্নাই পুলিশের জয়েন্ট কমিশনার অভিষেক দীক্ষিত ঘটনাস্থলে পৌঁছে আর্মস্ট্রংয়ের খুনের তদন্ত শুরু করেছেন। শুরু হয়েছে জিজ্ঞাসাবাদ ৷

প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, ওই দুষ্কৃতীরা খাবার ডেলিভারি বয়ের ছদ্মবেশে এসেছিল ৷ এই খুনের কিনারা করতে 8টি বিশেষ বাহিনী গঠন করা হয়েছে ৷ প্রয়াত নেতাকে দেখতে হাসপাতালের সামনে 500 জনেরও বেশি সমর্থক জড়ো হয়েছেন ৷ সেখানে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.