ETV Bharat / bharat

মিলল না স্বস্তি! ঝাড়খণ্ড নির্বাচনে লড়তে পারবেন না প্রাক্তন মুখ্যমন্ত্রী মধু কোডা - MADHU KODA IN SUPREME COURT

আবেদনে মান্যতা দিল না সুপ্রিম কোর্ট ৷ আর তার জেরে ঝাড়খণ্ড বিধানসভা নির্বাচনে লড়তে পারবেন না প্রাক্তন মুখ্যমন্ত্রী মধু কোডা ।

Madhu Koda
সুপ্রিম কোর্টে বাতিল আবেদন (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 25, 2024, 9:05 PM IST

Updated : Oct 25, 2024, 9:46 PM IST

নয়াদিল্লি, 25 অক্টোবর: সুপ্রিম কোর্টে খারিজ ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী মধু কোডার আবেদন ৷ কয়লা কেলেঙ্কারি মামলায় দোষী সাব্যস্ত হওয়ার উপর স্থগিতাদেশ চেয়ে আদালতের দ্বারস্থ হয়েছিলেন তিনি । শীর্ষ আদালত সেই আবেদন না-মানায় আসন্ন ঝাড়খণ্ড বিধানসভা নির্বাচনে লড়াই করতে পারবেন না প্রাক্তন মুখ্যমন্ত্রী । 13 ও 20 নভেম্বর দু'দফায় ভোট হবে ঝাড়খণ্ডে । ভোট গণনা 23 নভেম্বর।

প্রাক্তন মুখ্যমন্ত্রীর আবেদনের ভিত্তিতে বিচারপতি সঞ্জীব খান্না ও বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চে মামলাটির শুনানি হয় । বেঞ্চ জানিয়েছে, দিল্লি হাইকোর্টের 18 অক্টোবরের আদেশে হস্তক্ষেপ করবে না সুপ্রিম কোর্ট ৷ 2017 সালের ডিসেম্বর মাসে মধু কোডা, প্রাক্তন কয়লা সচিব এইচ সি গুপ্তা, ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যসচিব একে বসু এবং কোডার ঘনিষ্ঠ সহযোগী বিজয় যোশীকে কয়লার বরাদ্দে দুর্নীতি এবং অপরাধমূলক ষড়যন্ত্রের জড়িত থাকার জন্য তিন বছরের কারাদণ্ডে দণ্ডিত করেছিল আদালত ।

সে রাজ্যে একটি কলকাতা-ভিত্তিক কোম্পানি ভিনি আয়রন অ্যান্ড স্টিল উদ্যোগ লিমিটেডের (ভিআইএসইউএল) অসৎ উপায়ে বরাত পাওয়ার অভিযোগকে কেন্দ্র করে দুর্নীতির শুরু ৷ ইউপিএ-যুগের ওই কয়লা কেলেঙ্কারিতে ভিআইএসএল, মধু কোডা এবং এইচ সি গুপ্তাকে যথাক্রমে 50 লক্ষ, 25 লক্ষ এবং এক লক্ষ টাকা জরিমানা করেছে আদালত ।

প্রসঙ্গত, ফেব্রুয়ারিতে কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন মধু কোডা ও তাঁর স্ত্রী, সিংভূমের সাংসদ গীতা কোডা । গত কয়েক মাস ধরে রাজনৈতিক মহলে জল্পনা ছিল, কংগ্রেস সাংসদ গীতা কোডা শীঘ্রই বিজেপিতে যোগ দিতে পারেন । সদস্যপদ গ্রহণের পর গীতা কোডা এবং প্রাক্তন মুখ্যমন্ত্রী মধু কোডা রাজ্য বিজেপি অফিসে সংগঠনের সাধারণ সম্পাদক কর্মবীর সিংয়ের সঙ্গেও দেখা করেন। তবে এবার বিধানসভা নির্বাচনের আগে ধাক্কা খেতে হল প্রাক্তন মুখ্যমন্ত্রীকে।

আরও পড়ুন:

ঝাড়খণ্ডে ধাক্কা খেল কংগ্রেস! একমাত্র সাংসদ গীতা কোডা যোগ দিলেন বিজেপিতে

নয়াদিল্লি, 25 অক্টোবর: সুপ্রিম কোর্টে খারিজ ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী মধু কোডার আবেদন ৷ কয়লা কেলেঙ্কারি মামলায় দোষী সাব্যস্ত হওয়ার উপর স্থগিতাদেশ চেয়ে আদালতের দ্বারস্থ হয়েছিলেন তিনি । শীর্ষ আদালত সেই আবেদন না-মানায় আসন্ন ঝাড়খণ্ড বিধানসভা নির্বাচনে লড়াই করতে পারবেন না প্রাক্তন মুখ্যমন্ত্রী । 13 ও 20 নভেম্বর দু'দফায় ভোট হবে ঝাড়খণ্ডে । ভোট গণনা 23 নভেম্বর।

প্রাক্তন মুখ্যমন্ত্রীর আবেদনের ভিত্তিতে বিচারপতি সঞ্জীব খান্না ও বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চে মামলাটির শুনানি হয় । বেঞ্চ জানিয়েছে, দিল্লি হাইকোর্টের 18 অক্টোবরের আদেশে হস্তক্ষেপ করবে না সুপ্রিম কোর্ট ৷ 2017 সালের ডিসেম্বর মাসে মধু কোডা, প্রাক্তন কয়লা সচিব এইচ সি গুপ্তা, ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যসচিব একে বসু এবং কোডার ঘনিষ্ঠ সহযোগী বিজয় যোশীকে কয়লার বরাদ্দে দুর্নীতি এবং অপরাধমূলক ষড়যন্ত্রের জড়িত থাকার জন্য তিন বছরের কারাদণ্ডে দণ্ডিত করেছিল আদালত ।

সে রাজ্যে একটি কলকাতা-ভিত্তিক কোম্পানি ভিনি আয়রন অ্যান্ড স্টিল উদ্যোগ লিমিটেডের (ভিআইএসইউএল) অসৎ উপায়ে বরাত পাওয়ার অভিযোগকে কেন্দ্র করে দুর্নীতির শুরু ৷ ইউপিএ-যুগের ওই কয়লা কেলেঙ্কারিতে ভিআইএসএল, মধু কোডা এবং এইচ সি গুপ্তাকে যথাক্রমে 50 লক্ষ, 25 লক্ষ এবং এক লক্ষ টাকা জরিমানা করেছে আদালত ।

প্রসঙ্গত, ফেব্রুয়ারিতে কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন মধু কোডা ও তাঁর স্ত্রী, সিংভূমের সাংসদ গীতা কোডা । গত কয়েক মাস ধরে রাজনৈতিক মহলে জল্পনা ছিল, কংগ্রেস সাংসদ গীতা কোডা শীঘ্রই বিজেপিতে যোগ দিতে পারেন । সদস্যপদ গ্রহণের পর গীতা কোডা এবং প্রাক্তন মুখ্যমন্ত্রী মধু কোডা রাজ্য বিজেপি অফিসে সংগঠনের সাধারণ সম্পাদক কর্মবীর সিংয়ের সঙ্গেও দেখা করেন। তবে এবার বিধানসভা নির্বাচনের আগে ধাক্কা খেতে হল প্রাক্তন মুখ্যমন্ত্রীকে।

আরও পড়ুন:

ঝাড়খণ্ডে ধাক্কা খেল কংগ্রেস! একমাত্র সাংসদ গীতা কোডা যোগ দিলেন বিজেপিতে

Last Updated : Oct 25, 2024, 9:46 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.