ETV Bharat / bharat

কেজরিওয়ালের অন্তর্বর্তী জামিনের মেয়াদ বৃদ্ধির আবেদন নিয়ে সিদ্ধান্ত নেবেন প্রধান বিচারপতি, জানাল দুই বিচারপতির বেঞ্চ - Supreme Court - SUPREME COURT

Supreme Court: দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল স্বাস্থ্য সংক্রান্ত কারণে তাঁর অন্তর্বর্তী জামিনের মেয়াদ সাতদিন বৃদ্ধি করার আবেদন করেছেন সুপ্রিম কোর্টে ৷ মঙ্গলবার শীর্ষ আদালত জানিয়েছে যে এই নিয়ে শুনানির দিন ঠিক করবেন দেশের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় ৷

Supreme Court-Arvind kejriwal
(বাঁদিকে) সুপ্রিম কোর্ট৷ (ডানদিকে) অরবিন্দ কেজরিওয়াল৷ (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : May 28, 2024, 1:24 PM IST

নয়াদিল্লি, 28 মে: স্বাস্থ্য সংক্রান্ত কারণে অন্তর্বর্তী জামিনের মেয়াদ সাতদিন বৃদ্ধির আবেদন করেছেন অরবিন্দ কেজরিওয়াল ৷ সেই আবেদনের শুনানির দিন ধার্য করবেন দেশের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় ৷

দিল্লির মুখ্যমন্ত্রীর এই আবেদন শুনানির জন্য তালিকাভুক্ত ছিল সুপ্রিম কোর্টের দুই বিচারপতি জে কে মহেশ্বরী ও কে ভি বিশ্বনাথের বেঞ্চে ৷ সেখানে কেজরিওয়ালের আইনজীবী অভিষেক মনু সিংভি এই নিয়ে আগামিকাল, বুধবার শুনানির জন্য আরজি জানান ৷ তিনি বলেন, “এটা দিল্লির মুখ্যমন্ত্রীর ব্যাপার ৷ তাঁকে কিছু পরীক্ষা করাতে বলা হয়েছে । আমরা সাত দিনের মেয়াদ (অন্তর্বর্তী জামিন) বাড়ানোর জন্য বলছি ৷”

মনু সিংভির এই কথা শুনে বিচারপতি মহেশ্বরী জানান, এই নিয়ে গত 17 মে শুনানি হয়েছে ৷ আদালত রায় সংরক্ষণ করে রেখেছে ৷ তখন মনু সিংভি জানান, সেটা মূল মামলা ৷ কিন্তু তিনি চাইছেন বর্তমান আবেদনের শুনানি দ্রুত হোক ৷ এর পর বিচারপতি মহেশ্বরী বলেন, “আমরা উল্লেখিত মেমোটি প্রধান বিচারপতির কাছে পাঠাব । প্রধান বিচারপতিকে সিদ্ধান্ত নিতে দিন ৷”

আরও পড়ুন:

এর পরও সিংভি জানান যে কেজরিওয়ালকে নির্বাচনী প্রচারের জন্য কুড়ি দিনের অন্তর্বর্তী জামিন দেওয়া হয়েছে ৷ কিন্তু এখন স্বাস্থ্য সংক্রান্ত পরীক্ষার কারণে আরও সাতদিনের জন্য অন্তর্বর্তী জামিনের মেয়াদ বৃদ্ধি করার আবেদন জানানো হচ্ছে ৷ তার পরও বেঞ্চ বিষয়টি প্রধান বিচারপতির কাছে পাঠিয়ে দেন ৷

উল্লেখ্য, দিল্লিতে আবগারি দুর্নীতি মামলায় গত 21 মার্চ অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেফতার করে ইডি ৷ এর পর মে মাসের শুরুর দিকে কেজরিওয়ালকে অন্তর্বর্তী জামিন দেয় সুপ্রিম কোর্ট ৷ 1 জুন পর্যন্ত তাঁর অন্তর্বর্তী জামিনের মেয়াদ রয়েছে ৷ তার পর তাঁকে আত্মসমর্পণ করতে হবে ৷ কিন্তু কেজরিওয়াল চান আগামী 9 জুন আত্মসমর্পণ করতে ৷ সেই নিয়েই তিনি আবেদন জানিয়েছেন ৷

সেই আবেদনে কেজরিওয়ালের দাবি, জেলে থাকার সময় তাঁর ওজন অনেকটা কমে যায় ৷ সেই কারণে তাঁর কিছু শারীরিক সমস্যা দেখা দিয়েছে ৷ বিষয়টি নিয়ে চিকিৎসকরা তাঁকে কিছু টেস্ট দিয়েছেন ৷ সেগুলি করাতে হবে আগামী 3 থেকে 7 জুনের মধ্যে ৷ সেই কারণে আরও সাতদিন অন্তর্বর্তী জামিনের মেয়াদ বৃদ্ধির আবেদন করেছেন আম আদমি পার্টির আহ্বায়ক কেজরিওয়াল ৷

আরও পড়ুন:

নয়াদিল্লি, 28 মে: স্বাস্থ্য সংক্রান্ত কারণে অন্তর্বর্তী জামিনের মেয়াদ সাতদিন বৃদ্ধির আবেদন করেছেন অরবিন্দ কেজরিওয়াল ৷ সেই আবেদনের শুনানির দিন ধার্য করবেন দেশের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় ৷

দিল্লির মুখ্যমন্ত্রীর এই আবেদন শুনানির জন্য তালিকাভুক্ত ছিল সুপ্রিম কোর্টের দুই বিচারপতি জে কে মহেশ্বরী ও কে ভি বিশ্বনাথের বেঞ্চে ৷ সেখানে কেজরিওয়ালের আইনজীবী অভিষেক মনু সিংভি এই নিয়ে আগামিকাল, বুধবার শুনানির জন্য আরজি জানান ৷ তিনি বলেন, “এটা দিল্লির মুখ্যমন্ত্রীর ব্যাপার ৷ তাঁকে কিছু পরীক্ষা করাতে বলা হয়েছে । আমরা সাত দিনের মেয়াদ (অন্তর্বর্তী জামিন) বাড়ানোর জন্য বলছি ৷”

মনু সিংভির এই কথা শুনে বিচারপতি মহেশ্বরী জানান, এই নিয়ে গত 17 মে শুনানি হয়েছে ৷ আদালত রায় সংরক্ষণ করে রেখেছে ৷ তখন মনু সিংভি জানান, সেটা মূল মামলা ৷ কিন্তু তিনি চাইছেন বর্তমান আবেদনের শুনানি দ্রুত হোক ৷ এর পর বিচারপতি মহেশ্বরী বলেন, “আমরা উল্লেখিত মেমোটি প্রধান বিচারপতির কাছে পাঠাব । প্রধান বিচারপতিকে সিদ্ধান্ত নিতে দিন ৷”

আরও পড়ুন:

এর পরও সিংভি জানান যে কেজরিওয়ালকে নির্বাচনী প্রচারের জন্য কুড়ি দিনের অন্তর্বর্তী জামিন দেওয়া হয়েছে ৷ কিন্তু এখন স্বাস্থ্য সংক্রান্ত পরীক্ষার কারণে আরও সাতদিনের জন্য অন্তর্বর্তী জামিনের মেয়াদ বৃদ্ধি করার আবেদন জানানো হচ্ছে ৷ তার পরও বেঞ্চ বিষয়টি প্রধান বিচারপতির কাছে পাঠিয়ে দেন ৷

উল্লেখ্য, দিল্লিতে আবগারি দুর্নীতি মামলায় গত 21 মার্চ অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেফতার করে ইডি ৷ এর পর মে মাসের শুরুর দিকে কেজরিওয়ালকে অন্তর্বর্তী জামিন দেয় সুপ্রিম কোর্ট ৷ 1 জুন পর্যন্ত তাঁর অন্তর্বর্তী জামিনের মেয়াদ রয়েছে ৷ তার পর তাঁকে আত্মসমর্পণ করতে হবে ৷ কিন্তু কেজরিওয়াল চান আগামী 9 জুন আত্মসমর্পণ করতে ৷ সেই নিয়েই তিনি আবেদন জানিয়েছেন ৷

সেই আবেদনে কেজরিওয়ালের দাবি, জেলে থাকার সময় তাঁর ওজন অনেকটা কমে যায় ৷ সেই কারণে তাঁর কিছু শারীরিক সমস্যা দেখা দিয়েছে ৷ বিষয়টি নিয়ে চিকিৎসকরা তাঁকে কিছু টেস্ট দিয়েছেন ৷ সেগুলি করাতে হবে আগামী 3 থেকে 7 জুনের মধ্যে ৷ সেই কারণে আরও সাতদিন অন্তর্বর্তী জামিনের মেয়াদ বৃদ্ধির আবেদন করেছেন আম আদমি পার্টির আহ্বায়ক কেজরিওয়াল ৷

আরও পড়ুন:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.