ETV Bharat / bharat

'স্থিতিশীল হলেও পরিস্থিতি স্বাভাবিক নয়, সংবেদনশীল', ভারত-চিন সীমান্ত নিয়ে সেনাপ্রধান - India China Border

author img

By ETV Bharat Bangla Team

Published : 2 hours ago

Army Chief On Situation At India-China Border: কোভিডকালে 2020 সালের এপ্রিলে গালওয়ানে ভারত ও চিনের সেনার মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে ৷ এতে দু'দেশের মধ্যে সম্পর্ক আরও তিক্ত হয়েছে ৷ এরপর 4 বছর কেটে গিয়েছে ৷ এলএসিতে তাহলে এখন কী অবস্থা ? জানালেন সেনাপ্রধান জেনারেল দ্বিবেদী ৷

Army Chief On Situation At India-China Border
ভারত চিন আন্তর্জাতিক সীমান্ত সমস্যা নিয়ে সেনাপ্রধান (ছবি সৌজন্য: আইএএনএস)

নয়াদিল্লি, 1 অক্টোবর: ভারত-চিন আন্তর্জাতিক সীমান্তের পরিস্থিতি স্থিতিশীল হলেও স্বাভাবিক হয়নি ৷ মঙ্গলবার এমনই জানালেন দেশের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী ৷ ল্যান্ড ওয়ারফেয়ার স্টাডিজ আয়োজিত চাণক্য ডিফেন্স ডায়লগ শীর্ষক অনুষ্ঠানে তিনি ভারত ও চিনের সীমান্তবর্তী এলাকার পরিস্থিতি তুলে ধরেন ৷

সেনাপ্রধান বলেন, "চিনের সঙ্গে পরিস্থিতি স্থিতিশীল ৷ কিন্তু স্বাভাবিক নয় এবং স্পর্শকাতর ৷" তিনি জানান, চিনের সঙ্গে প্রতিযোগিতায় নামতে হবে। সহযোগিতা করতে হবে, সহাবস্থান করতে হবে, চিনের সম্মুখীনও হতে হবে ৷ তাহলে সবমিলিয়ে এখন কী অবস্থা ? সেনাপ্রধানের জবাব, " পরিস্থিতি স্থিতিশীল, কিন্তু স্বাভাবিক নয়, সংবেদনশীল ৷ আমরা চাই, 2020 সালের এপ্রিলের আগে পরিস্থিতি যেমনটা ছিল, তেমনটা ফিরে আসুক ৷ আমরা যতদূর বুঝতে পারছি, পরিস্থিতি এরকম স্পর্শকাতর থাকবে ৷ আমরা যে কোনও অবস্থার মুখোমুখি হতে প্রস্তুত ৷"

যদিও দু'পক্ষের মধ্যে ক্রমাগত কূটনৈতিক আলোচনার ফলে একটা সদর্থক ইঙ্গিত পাওয়া যাচ্ছে বলে জানান সেনাপ্রধান ৷ যে কোনও পরিকল্পনা কার্যকর করার বিষয়টি নির্ভর করছে সামরিক বাহিনী কী অবস্থায় আছে, তার উপর ৷ লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রালে (এলএসি) ভারত-চিনের বাহিনীর মধ্যে বিশ্বাসের সম্পর্কটি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ৷

জুলাই ও অগস্ট মাসে ভারত ও চিনের মধ্যে দু'দফার কূটনৈকি আলোচনা হয়েছে ৷ পূর্ব লাদাখে এলএসি-তে দুই সেনার অবস্থান নিয়ে সমাধানের উদ্দেশ্যে খোঁজাই এই বৈঠকের লক্ষ্য ছিল ৷ সেনাপ্রধান বলেন, "কূটনৈতিক দিক দিয়ে একটা সদর্থক ইঙ্গিত পাচ্ছি ৷ কিন্তু আমাদের বুঝতে হবে, কূটনৈতিক দিক দিয়ে কী কী সম্ভাবনা রয়েছে ৷ কিন্তু একেবারে গ্রাউন্ড লেভেলে কার্যকর করার ক্ষেত্রে দেখতে হবে দু'তরফেই সামরিক কমান্ডাররা কী করছেন, তাঁরা কী সিদ্ধান্ত নিচ্ছেন ৷"

নয়াদিল্লি, 1 অক্টোবর: ভারত-চিন আন্তর্জাতিক সীমান্তের পরিস্থিতি স্থিতিশীল হলেও স্বাভাবিক হয়নি ৷ মঙ্গলবার এমনই জানালেন দেশের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী ৷ ল্যান্ড ওয়ারফেয়ার স্টাডিজ আয়োজিত চাণক্য ডিফেন্স ডায়লগ শীর্ষক অনুষ্ঠানে তিনি ভারত ও চিনের সীমান্তবর্তী এলাকার পরিস্থিতি তুলে ধরেন ৷

সেনাপ্রধান বলেন, "চিনের সঙ্গে পরিস্থিতি স্থিতিশীল ৷ কিন্তু স্বাভাবিক নয় এবং স্পর্শকাতর ৷" তিনি জানান, চিনের সঙ্গে প্রতিযোগিতায় নামতে হবে। সহযোগিতা করতে হবে, সহাবস্থান করতে হবে, চিনের সম্মুখীনও হতে হবে ৷ তাহলে সবমিলিয়ে এখন কী অবস্থা ? সেনাপ্রধানের জবাব, " পরিস্থিতি স্থিতিশীল, কিন্তু স্বাভাবিক নয়, সংবেদনশীল ৷ আমরা চাই, 2020 সালের এপ্রিলের আগে পরিস্থিতি যেমনটা ছিল, তেমনটা ফিরে আসুক ৷ আমরা যতদূর বুঝতে পারছি, পরিস্থিতি এরকম স্পর্শকাতর থাকবে ৷ আমরা যে কোনও অবস্থার মুখোমুখি হতে প্রস্তুত ৷"

যদিও দু'পক্ষের মধ্যে ক্রমাগত কূটনৈতিক আলোচনার ফলে একটা সদর্থক ইঙ্গিত পাওয়া যাচ্ছে বলে জানান সেনাপ্রধান ৷ যে কোনও পরিকল্পনা কার্যকর করার বিষয়টি নির্ভর করছে সামরিক বাহিনী কী অবস্থায় আছে, তার উপর ৷ লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রালে (এলএসি) ভারত-চিনের বাহিনীর মধ্যে বিশ্বাসের সম্পর্কটি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ৷

জুলাই ও অগস্ট মাসে ভারত ও চিনের মধ্যে দু'দফার কূটনৈকি আলোচনা হয়েছে ৷ পূর্ব লাদাখে এলএসি-তে দুই সেনার অবস্থান নিয়ে সমাধানের উদ্দেশ্যে খোঁজাই এই বৈঠকের লক্ষ্য ছিল ৷ সেনাপ্রধান বলেন, "কূটনৈতিক দিক দিয়ে একটা সদর্থক ইঙ্গিত পাচ্ছি ৷ কিন্তু আমাদের বুঝতে হবে, কূটনৈতিক দিক দিয়ে কী কী সম্ভাবনা রয়েছে ৷ কিন্তু একেবারে গ্রাউন্ড লেভেলে কার্যকর করার ক্ষেত্রে দেখতে হবে দু'তরফেই সামরিক কমান্ডাররা কী করছেন, তাঁরা কী সিদ্ধান্ত নিচ্ছেন ৷"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.