মুম্বই, 23 নভেম্বর: অজিত পাওয়ারের নেতৃত্বাধীন জাতীয়তাবাদী কংগ্রেস পার্টির (এনসিপি) প্রার্থী জিশান সিদ্দিকী বান্দ্রা আসন থেকে এগিয়ে রয়েছেন । বাবা সিদ্দিকীর ছেলে জিশান 2019 সালের মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনে বান্দ্রা পূর্ব বিধানসভা কেন্দ্র থেকে কংগ্রেসের টিকিটে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন ৷ সেবার জিতেওছিলেন তিনি । এবারও তিনি একই আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন, তবে এনসিপি'র টিকিটে ।
শিবসেনা (উদ্ধব বালাসাহেব ঠাকরে)-র বরুণ সতীশ সরদেশাইয়ের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করছেন জিশান সিদ্দিকী । প্রয়াত এনসিপি নেতা বাবা সিদ্দিকীর ছেলে জিশান সিদ্দিকীকে মহারাষ্ট্র বিধান পরিষদ নির্বাচনে ক্রস ভোটিংয়ের জন্য গত অগস্টে কংগ্রেস থেকে বহিষ্কার করা হয়েছিল । জিশানের বাবা বাবা সিদ্দিকীও কংগ্রেস ছেড়েছিলেন ৷ পরে আনুষ্ঠানিকভাবে অজিত পাওয়ারের নেতৃত্বাধীন জাতীয়তাবাদী কংগ্রেস পার্টির (এনসিপি) দলে যোগ দেন তিনি । তবে জিশানের পরবর্তী সিদ্ধান্ত জানাতে বেশ কয়েক মাস লেগে যায় । মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনের প্রায় তিন সপ্তাহ আগে, তিনি অজিত পাওয়ারের উপস্থিতিতে জাতীয়তাবাদী কংগ্রেস পার্টিতে (এনসিপি) যোগ দেন । এরপরই তাঁকে তাঁর বর্তমান নির্বাচনী এলাকা বান্দ্রা পূর্ব থেকে প্রার্থী করে এনসিপি ৷
কে এই জিশান সিদ্দিকী ? লন্ডনের রিজেন্ট ইউনিভার্সিটি থেকে গ্লোবাল ম্যানেজমেন্ট এবং পাবলিক লিডারশিপে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন জিশান । 2019 সালে নির্বাচনী রাজনীতিতে নেমেছিলেন তিনি । তাঁর বাবা বাবা সিদ্দিকীর ছেড়ে দেওয়া আসন বান্দ্রা পূর্ব থেকে মহারাষ্ট্র নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন ৷ সেই সময় শিবসেনার বিশ্বনাথ মহাদেশ্বরকে পরাজিতও করেন ।
বাবা সিদ্দিকীর হত্যা: 12 অক্টোবর দুষ্কৃতীরা জিশান সিদ্দিকীর বাবা বাবা সিদ্দিকীকে গুলি করে হত্যা করে । একটি সোশাল মিডিয়া পোস্টে দাবি করা হয়েছে যে, লরেন্স বিষ্ণোই গ্যাং অভিনেতা সলমন খানের সঙ্গে ঘনিষ্ঠতার কারণে এনসিপি নেতাদের হত্যার নির্দেশ দিয়েছিল ৷ পুলিশ জানিয়েছে যে, জিশান সিদ্দিকীও আক্রমণকারীদের রাডারে ছিলেন বলেও জানা যায় ।