ETV Bharat / bharat

ছত্তিশগড়ে তীব্র গুলির লড়াই, এনকাউন্টারে মৃত 6 মাওবাদী - Naxalites killed in Chhattisgarh - NAXALITES KILLED IN CHHATTISGARH

Six Naxalites killed in encounter: বুধবার ছত্তিশগড়ের বিজাপুরে এনকাউন্টারে প্রাণ গেল এক মহিলা-সহ 6 মাওবাদীর ৷ পুলিশের এক আধিকারিক এ কথা জানিয়েছেন ৷

ETV BHARAT
ETV BHARAT
author img

By ETV Bharat Bangla Team

Published : Mar 27, 2024, 12:31 PM IST

Updated : Mar 27, 2024, 1:09 PM IST

ছত্তিশগড়, 27 মার্চ: ছত্তিশগড়ে এনকাউন্টারে মৃত্যু হল ছয়জন মাওবাদীর ৷ তাদের মধ্যে একজন মহিলা ক্যাডারও রয়েছেন ৷ বুধবার সকালে বিজাপুর জেলায় নিরাপত্তা কর্মীদের সঙ্গে গুলিবিনিময়ে অন্তত ছয়জন মাওবাদীকে নিকেশ করা হয়েছে বলে পুলিশের এক আধিকারিক জানিয়েছেন ৷

পুলিশের ইন্সপেক্টর জেনারেল (বস্তার রেঞ্জ) সুন্দররাজ পি সংবাদসংস্থা পিটিআইকে জানিয়েছেন, নিরাপত্তা কর্মীদের একটি যৌথ দল বুধবার মাওবাদী বিরোধী অভিযানে গিয়েছিলেন বাসাগুড়া থানা এলাকার অধীনে চিকুরভাট্টি এবং পুসবাকা গ্রামের জঙ্গলে ৷ সেখানেই চলে গুলির লড়াই ৷

তিনি জানিয়েছেন, গোপন সূত্রে মাওবাদীদের লুকিয়ে থাকার খবর পেয়ে ডিস্ট্রিক্ট রিজার্ভ গার্ড (ডিআরজি), সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স (সিআরপিএফ) এবং এর এলিট ইউনিট কোব্রা (কমান্ডো ব্যাটালিয়ন ফর রেজোলিউট অ্যাকশন)-এর সদস্যরা আজ যৌথ অভিযান চালান বস্তারের জঙ্গলে ৷

নিরাপত্তা কর্মীরা মাওবাদীদের ঘিরে ফেললে, তাঁদের লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি ছুড়তে শুরু করে মাওবাদীরা ৷ তখন পালটা গুলি ছুড়তে শুরু করে বাহিনী ৷ দু পক্ষের মধ্যে শুরু হয় তীব্র গুলি বিনিময় ৷ বেশ কিছুক্ষণ গুলির লড়াই চলার পর গুলি বিনিময় বন্ধ হলে ঘটনাস্থল থেকে একজন মহিলা ক্যাডার-সহ ছয়জন মাওবাদীর মৃতদেহ উদ্ধার করা হয় ।

তিনি আরও জানান, ওই এলাকায় এখনও তল্লাশি অভিযান চলছে । জঙ্গলে আর কোনও মাওবাদী লুকিয়ে রয়েছে কি না, তা জানতে চলছে চিরুনি তল্লাশি ৷

উল্লেখ্য, বিজাপুর জেলা বস্তার লোকসভা কেন্দ্রের মধ্যে রয়েছে, সেখানে আগামী 19 এপ্রিল সাধারণ নির্বাচনের প্রথম ধাপে ভোট হতে চলেছে ।

আরও পড়ুন:

  1. মাওবাদীদের বিরুদ্ধে লড়াই জারি রেখেছে বাস্তার ফাইটার্স, নারী দিবসে সেই কাহিনী
  2. অপহরণের পর বিজেপি নেতাকে গুলি করে খুনের অভিযোগ মাওবাদীদের বিরুদ্ধে
  3. নির্বাচনের আগে নাশকতার ছক, পুলিশের গুলিতে নিহত চার মাওবাদী

ছত্তিশগড়, 27 মার্চ: ছত্তিশগড়ে এনকাউন্টারে মৃত্যু হল ছয়জন মাওবাদীর ৷ তাদের মধ্যে একজন মহিলা ক্যাডারও রয়েছেন ৷ বুধবার সকালে বিজাপুর জেলায় নিরাপত্তা কর্মীদের সঙ্গে গুলিবিনিময়ে অন্তত ছয়জন মাওবাদীকে নিকেশ করা হয়েছে বলে পুলিশের এক আধিকারিক জানিয়েছেন ৷

পুলিশের ইন্সপেক্টর জেনারেল (বস্তার রেঞ্জ) সুন্দররাজ পি সংবাদসংস্থা পিটিআইকে জানিয়েছেন, নিরাপত্তা কর্মীদের একটি যৌথ দল বুধবার মাওবাদী বিরোধী অভিযানে গিয়েছিলেন বাসাগুড়া থানা এলাকার অধীনে চিকুরভাট্টি এবং পুসবাকা গ্রামের জঙ্গলে ৷ সেখানেই চলে গুলির লড়াই ৷

তিনি জানিয়েছেন, গোপন সূত্রে মাওবাদীদের লুকিয়ে থাকার খবর পেয়ে ডিস্ট্রিক্ট রিজার্ভ গার্ড (ডিআরজি), সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স (সিআরপিএফ) এবং এর এলিট ইউনিট কোব্রা (কমান্ডো ব্যাটালিয়ন ফর রেজোলিউট অ্যাকশন)-এর সদস্যরা আজ যৌথ অভিযান চালান বস্তারের জঙ্গলে ৷

নিরাপত্তা কর্মীরা মাওবাদীদের ঘিরে ফেললে, তাঁদের লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি ছুড়তে শুরু করে মাওবাদীরা ৷ তখন পালটা গুলি ছুড়তে শুরু করে বাহিনী ৷ দু পক্ষের মধ্যে শুরু হয় তীব্র গুলি বিনিময় ৷ বেশ কিছুক্ষণ গুলির লড়াই চলার পর গুলি বিনিময় বন্ধ হলে ঘটনাস্থল থেকে একজন মহিলা ক্যাডার-সহ ছয়জন মাওবাদীর মৃতদেহ উদ্ধার করা হয় ।

তিনি আরও জানান, ওই এলাকায় এখনও তল্লাশি অভিযান চলছে । জঙ্গলে আর কোনও মাওবাদী লুকিয়ে রয়েছে কি না, তা জানতে চলছে চিরুনি তল্লাশি ৷

উল্লেখ্য, বিজাপুর জেলা বস্তার লোকসভা কেন্দ্রের মধ্যে রয়েছে, সেখানে আগামী 19 এপ্রিল সাধারণ নির্বাচনের প্রথম ধাপে ভোট হতে চলেছে ।

আরও পড়ুন:

  1. মাওবাদীদের বিরুদ্ধে লড়াই জারি রেখেছে বাস্তার ফাইটার্স, নারী দিবসে সেই কাহিনী
  2. অপহরণের পর বিজেপি নেতাকে গুলি করে খুনের অভিযোগ মাওবাদীদের বিরুদ্ধে
  3. নির্বাচনের আগে নাশকতার ছক, পুলিশের গুলিতে নিহত চার মাওবাদী
Last Updated : Mar 27, 2024, 1:09 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.