ছত্তিশগড়, 27 মার্চ: ছত্তিশগড়ে এনকাউন্টারে মৃত্যু হল ছয়জন মাওবাদীর ৷ তাদের মধ্যে একজন মহিলা ক্যাডারও রয়েছেন ৷ বুধবার সকালে বিজাপুর জেলায় নিরাপত্তা কর্মীদের সঙ্গে গুলিবিনিময়ে অন্তত ছয়জন মাওবাদীকে নিকেশ করা হয়েছে বলে পুলিশের এক আধিকারিক জানিয়েছেন ৷
পুলিশের ইন্সপেক্টর জেনারেল (বস্তার রেঞ্জ) সুন্দররাজ পি সংবাদসংস্থা পিটিআইকে জানিয়েছেন, নিরাপত্তা কর্মীদের একটি যৌথ দল বুধবার মাওবাদী বিরোধী অভিযানে গিয়েছিলেন বাসাগুড়া থানা এলাকার অধীনে চিকুরভাট্টি এবং পুসবাকা গ্রামের জঙ্গলে ৷ সেখানেই চলে গুলির লড়াই ৷
তিনি জানিয়েছেন, গোপন সূত্রে মাওবাদীদের লুকিয়ে থাকার খবর পেয়ে ডিস্ট্রিক্ট রিজার্ভ গার্ড (ডিআরজি), সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স (সিআরপিএফ) এবং এর এলিট ইউনিট কোব্রা (কমান্ডো ব্যাটালিয়ন ফর রেজোলিউট অ্যাকশন)-এর সদস্যরা আজ যৌথ অভিযান চালান বস্তারের জঙ্গলে ৷
নিরাপত্তা কর্মীরা মাওবাদীদের ঘিরে ফেললে, তাঁদের লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি ছুড়তে শুরু করে মাওবাদীরা ৷ তখন পালটা গুলি ছুড়তে শুরু করে বাহিনী ৷ দু পক্ষের মধ্যে শুরু হয় তীব্র গুলি বিনিময় ৷ বেশ কিছুক্ষণ গুলির লড়াই চলার পর গুলি বিনিময় বন্ধ হলে ঘটনাস্থল থেকে একজন মহিলা ক্যাডার-সহ ছয়জন মাওবাদীর মৃতদেহ উদ্ধার করা হয় ।
তিনি আরও জানান, ওই এলাকায় এখনও তল্লাশি অভিযান চলছে । জঙ্গলে আর কোনও মাওবাদী লুকিয়ে রয়েছে কি না, তা জানতে চলছে চিরুনি তল্লাশি ৷
উল্লেখ্য, বিজাপুর জেলা বস্তার লোকসভা কেন্দ্রের মধ্যে রয়েছে, সেখানে আগামী 19 এপ্রিল সাধারণ নির্বাচনের প্রথম ধাপে ভোট হতে চলেছে ।
আরও পড়ুন: