পালনাড়ু (অন্ধ্র প্রদেশ), 15 মে: যাত্রীবাহী বাসের সঙ্গে নুড়ি বোঝাই লরির ধাক্কা ৷ ঘটনায় মৃত 6, আহত 20 ৷ মঙ্গলবার গভীর রাতে পালনাড়ু এলাকার ঘটনা ৷ জানা গিয়েছে, এদিন বেসরকারি ট্রাভেল সংস্থা অরবিন্দ প্রাইভেট লিমিটেডে একটি যাত্রীবাহী বাস বাপাতলার চিনাগঞ্জাম এলাকা থেকে পারচুর ও চিলাকালুরিপেট হয়ে হায়দরাবাদ যাচ্ছিল ৷ বাসটিতে 40 জন যাত্রী ছিলেন ৷ তাঁরা সকলেই অন্ধ্রপ্রদেশ থেকে ভোট দিয়ে ফিরছিলেন ৷ সেই সময়েই দুর্ঘটনাটি ঘটেছে ৷ মৃতরা হলেন বাপাতলা জেলার নিলয়াপালেমের বাসিন্দা। মৃতদের মধ্যে রয়েছেন কাশিব্রমেশ্বর রাও (62), লক্ষ্মী (58) এবং শ্রীসাই (9)।
সূত্রের খবর, বেসরকারি ট্রাভেল সংস্থার বাসটি পালনাডু জেলার চিলাকালুরিপেট মন্ডলের আন্নাম্বাতলাভারিপালেম এবং পাসুমারু গ্রামের মধ্যে ইওরিভারিপালেম রাস্তা দিয়ে যাচ্ছিল ৷ সেই সময়েই নুড়ি বোঝাই লরিটিকে ধাক্কা মারে ৷ দ্রুতগতিতে সংঘর্ষের ফলে বাস ও লরি দু’টিতেই আগুন লেগে যায় ৷ গুরুতর জখম অবস্থায় 6 জনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে পুলিশ তাদের মৃত বলে ঘোষণা করেন ৷ মৃতদের মধ্যে বাসচালক রয়েছেন ৷ গুরুতর আহত হয়েছেন 20 জন ৷
দুর্ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে যায় পুলিশ ৷ দমকলে খবর দেওয়া হয় ৷ তাঁরা এসে বাস ও লরির আগুন নিয়ন্ত্রণে আনেন ৷ আহতদের হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হয় ৷ দুর্ঘটনাগ্রস্ত গাড়িগুলিকেও থানায় আনা হয় পরীক্ষার জন্য ৷ সেই সঙ্গে বাসের মধ্যে থাকা 20 জন যাত্রীকে উদ্ধার করা হয়েছে ৷ প্রাথমিকভাবে পুলিশের অনুমান রাতের বেলায় রাস্তা ফাঁকা থাকার কারণে দু’টি গাড়ির গতিবেগ বেশি ছিল ৷ তার ফলেই দুর্ঘটনা ঘটেছে ৷
আরও পড়ুন: