ETV Bharat / bharat

দুই শ্রমিককে পুড়িয়ে খুন, গ্রেফতার 20 বছর আগে 'মৃত' নৌ সেনা আধিকারিক - Former Navy officer fakes death

Navy officer fakes own death: বলিউডকে হেলায় হার মানাতে পারে এই থ্রিলার। খুনের অভিযোগ থেকে রক্ষা পেতে 2 শ্রমিকে জ্যান্ত পুড়িয়ে মারার ঘটনায় অভিযুক্ত হলেন নৌ-সেনার এক প্রাক্তন আধিকারিক। তবে খাতায়-কলমে 20 বছর আগেই মৃত্যু হয়েছে তাঁর!

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Bangla Team

Published : Mar 17, 2024, 9:18 PM IST

Updated : Mar 17, 2024, 9:49 PM IST

যোধপুর ও নয়াদিল্লি 17 মার্চ: প্রথমে বন্ধুর স্ত্রীর সঙ্গে প্রেম। পরে ধরা পড়ার ভয়ে সেই বন্ধুকেই 'খুন'। আরও পরে গ্রেফতারির ভয়ে অন্য দু'জনকে জ্যান্ত পুড়িয়ে নিজেকে মৃত দেখানো। এমনই একাধিক চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে নৌ সেনার এক প্রাক্তন আধিকারিকের বিরুদ্ধে। আপাতত দিল্লি পুলিশের স্পেশাল ব্রাঞ্চের তদন্তকারীরা বালেশ কুমার নামে ওই ব্যক্তিকে জেরা করে তথ্য জানার কাজ করছেন।

হরিয়ানার এই বাসিন্দা 2004 সালে রাজস্থানের এক ট্রাক দুর্ঘটনায় 2 শ্রমিককে পুড়িয়ে মারেন। পুলিশের দাবি, গোটা বিষয়টি এমনভাবে ঘটানো হয়েছিল যা দেখে সকলেরই মনে হয় এটি নেহাতই দুর্ঘটনা ছাড়া অন্য কিছু নয়। এরপর দিল্লি গিয়ে বালেশ নতুন নাম নেন। আমন সিং নামে শুরু করেন এক নতুন জীবন। ড্রাইভিং লাইসেন্স থেকে শুরু করে অন্য নথিও তৈরি হয়। রমরমিয়ে চলতে থাকে পরিবহণের ব্যবসা।

পিছিয়ে ছিলেন না তাঁর স্ত্রীও। প্রয়াত নৌসেনা আধিকারিকের স্ত্রী হিসেবে যাবতীয় সুযোগ-সুবিধে ভোগ করতে থাকেন তিনি। প্রতি মাসে পেনশনও নিতেন। তদন্তে নেমে পুলিশের দাবি, ওই মহিলা ভালোভাবেই জানতেন তাঁর স্বামী বেঁচে রয়েছেন। আলাদা থাকলেও গত 20 বছরে তাঁরা বহুবার দেখা করেছেন।

2004 সালের মে মাস থেকে সব ভালোভাবেই চলছিল। সমস্যা দেখা গেল 2023 সালের অক্টোবর মাসে। একটি বিশেষ সূত্র থেকে দিল্লি পুলিশের স্পেশাল ব্রাঞ্চ জানতে পারে কোনও এক ব্যক্তি আমন সিংয়ের ছদ্মবেশে রাজধানীতে থাকছেন। তাঁকে গ্রেফতার করা হয়। তারপর ধীরে ধীরে প্রকাশ্যে আসতে থাকে দু'দশক আগের সেই হাড়হিম করে দেওয়া ঘটনা।

তদন্তকারীরা একে একে জানতে পারেন, বালেশের অপরাধ একটা নয়, অসংখ্য। প্রথমে জানা যায় 1996 সাল পর্যন্ত এই ব্যক্তি নৌ সেনায় কাজ করতেন। সেনার চাকরি ছেড়ে ভাই সুন্দরলালের সঙ্গে যৌথভাবে পরিবহণের ব্যবসা শুরু করেন। সে সময় রাজেশ নামে এক ব্যক্তির সঙ্গে বন্ধুত্ব হয়। ঘটনাচক্রে রাজেশের স্ত্রীর প্রেমে পড়েন বালেশ। রাজেশ সে কথা জেনে গেলে তাঁকে খুন করার সিদ্ধান্ত নেন বালেশ।

খুনের পর থেকে তাঁর দুনিয়াটা দ্রুত বদলাতে শুরু করে। নিশ্চিত গ্রেফতারি এড়াতে আরও একটা অপরাধ কারার কথা মনে হয় তাঁর। এরপরই নিজের ট্রাক নিয়ে বেরিয়ে পড়েন। সঙ্গে দুই শ্রমিকও ছিলেন। রাজস্থানের দাঙ্গিওয়াস এলাকায় একটি দুর্ঘটনা ঘটান বালেশ। তাতে দুই শ্রমিকের মৃত্যু হয়। গোটা বিষয়টি এমনভাবে করা হয় যাতে সকলেরই মনে হয় নেহাত দুর্ঘটনাতেই প্রাণ গিয়েছে ওই দু'জনের। তার মধ্যে একজন বালেশ।

সত্যিটা প্রকাশ্যে আসতে সময় লাগল 20 বছর। এখন তদন্তে নেমে আরও বহু তথ্য় পেয়েছে পুলিশ। জানা গিয়েছে,বালেশের নামে নৌ-বাহিনীতে থাকার সময় চুরির অভিযোগও উঠেছিল। ছিল আরও বেশ কিছু অভিযোগ। গ্রেফতারির পর টানা জেরা করে সমস্ত তথ্য জানার কাজ করছেন তদন্তকারীরা।

আরও পড়ুন:

  1. নেশা করিয়ে যুবককে খুনের অভিযোগ তুতো ভাইয়ের বিরুদ্ধে, গ্রেফতার নিহতের মা
  2. স্ত্রী ও দুই মেয়েকে কুপিয়ে খুন করে আত্মহত্যার চেষ্টা, গ্রেফতার অভিযুক্ত

যোধপুর ও নয়াদিল্লি 17 মার্চ: প্রথমে বন্ধুর স্ত্রীর সঙ্গে প্রেম। পরে ধরা পড়ার ভয়ে সেই বন্ধুকেই 'খুন'। আরও পরে গ্রেফতারির ভয়ে অন্য দু'জনকে জ্যান্ত পুড়িয়ে নিজেকে মৃত দেখানো। এমনই একাধিক চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে নৌ সেনার এক প্রাক্তন আধিকারিকের বিরুদ্ধে। আপাতত দিল্লি পুলিশের স্পেশাল ব্রাঞ্চের তদন্তকারীরা বালেশ কুমার নামে ওই ব্যক্তিকে জেরা করে তথ্য জানার কাজ করছেন।

হরিয়ানার এই বাসিন্দা 2004 সালে রাজস্থানের এক ট্রাক দুর্ঘটনায় 2 শ্রমিককে পুড়িয়ে মারেন। পুলিশের দাবি, গোটা বিষয়টি এমনভাবে ঘটানো হয়েছিল যা দেখে সকলেরই মনে হয় এটি নেহাতই দুর্ঘটনা ছাড়া অন্য কিছু নয়। এরপর দিল্লি গিয়ে বালেশ নতুন নাম নেন। আমন সিং নামে শুরু করেন এক নতুন জীবন। ড্রাইভিং লাইসেন্স থেকে শুরু করে অন্য নথিও তৈরি হয়। রমরমিয়ে চলতে থাকে পরিবহণের ব্যবসা।

পিছিয়ে ছিলেন না তাঁর স্ত্রীও। প্রয়াত নৌসেনা আধিকারিকের স্ত্রী হিসেবে যাবতীয় সুযোগ-সুবিধে ভোগ করতে থাকেন তিনি। প্রতি মাসে পেনশনও নিতেন। তদন্তে নেমে পুলিশের দাবি, ওই মহিলা ভালোভাবেই জানতেন তাঁর স্বামী বেঁচে রয়েছেন। আলাদা থাকলেও গত 20 বছরে তাঁরা বহুবার দেখা করেছেন।

2004 সালের মে মাস থেকে সব ভালোভাবেই চলছিল। সমস্যা দেখা গেল 2023 সালের অক্টোবর মাসে। একটি বিশেষ সূত্র থেকে দিল্লি পুলিশের স্পেশাল ব্রাঞ্চ জানতে পারে কোনও এক ব্যক্তি আমন সিংয়ের ছদ্মবেশে রাজধানীতে থাকছেন। তাঁকে গ্রেফতার করা হয়। তারপর ধীরে ধীরে প্রকাশ্যে আসতে থাকে দু'দশক আগের সেই হাড়হিম করে দেওয়া ঘটনা।

তদন্তকারীরা একে একে জানতে পারেন, বালেশের অপরাধ একটা নয়, অসংখ্য। প্রথমে জানা যায় 1996 সাল পর্যন্ত এই ব্যক্তি নৌ সেনায় কাজ করতেন। সেনার চাকরি ছেড়ে ভাই সুন্দরলালের সঙ্গে যৌথভাবে পরিবহণের ব্যবসা শুরু করেন। সে সময় রাজেশ নামে এক ব্যক্তির সঙ্গে বন্ধুত্ব হয়। ঘটনাচক্রে রাজেশের স্ত্রীর প্রেমে পড়েন বালেশ। রাজেশ সে কথা জেনে গেলে তাঁকে খুন করার সিদ্ধান্ত নেন বালেশ।

খুনের পর থেকে তাঁর দুনিয়াটা দ্রুত বদলাতে শুরু করে। নিশ্চিত গ্রেফতারি এড়াতে আরও একটা অপরাধ কারার কথা মনে হয় তাঁর। এরপরই নিজের ট্রাক নিয়ে বেরিয়ে পড়েন। সঙ্গে দুই শ্রমিকও ছিলেন। রাজস্থানের দাঙ্গিওয়াস এলাকায় একটি দুর্ঘটনা ঘটান বালেশ। তাতে দুই শ্রমিকের মৃত্যু হয়। গোটা বিষয়টি এমনভাবে করা হয় যাতে সকলেরই মনে হয় নেহাত দুর্ঘটনাতেই প্রাণ গিয়েছে ওই দু'জনের। তার মধ্যে একজন বালেশ।

সত্যিটা প্রকাশ্যে আসতে সময় লাগল 20 বছর। এখন তদন্তে নেমে আরও বহু তথ্য় পেয়েছে পুলিশ। জানা গিয়েছে,বালেশের নামে নৌ-বাহিনীতে থাকার সময় চুরির অভিযোগও উঠেছিল। ছিল আরও বেশ কিছু অভিযোগ। গ্রেফতারির পর টানা জেরা করে সমস্ত তথ্য জানার কাজ করছেন তদন্তকারীরা।

আরও পড়ুন:

  1. নেশা করিয়ে যুবককে খুনের অভিযোগ তুতো ভাইয়ের বিরুদ্ধে, গ্রেফতার নিহতের মা
  2. স্ত্রী ও দুই মেয়েকে কুপিয়ে খুন করে আত্মহত্যার চেষ্টা, গ্রেফতার অভিযুক্ত
Last Updated : Mar 17, 2024, 9:49 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.