ETV Bharat / bharat

বিএমডব্লিউ দুর্ঘটনায় ছেলে মিহিরের পুলিশি হেফাজত ! বাবা রাজেশকে সরাল শিন্ডের শিবসেনা - BMW Hit And Run Case

author img

By ETV Bharat Bangla Team

Published : Jul 10, 2024, 4:35 PM IST

Worli Hit And Run Case: ডেপুটি নেতার পদ থেকে সরানো হল শিবসেনা নেতা রাজেশ শাহকে ৷ মুম্বইয়ে বিএমডব্লিউ দুর্ঘটনায় অভিযুক্ত তাঁর ছেলে মিহির শাহকে মঙ্গলবারই গ্রেফতার করেছে পুলিশ ৷ বুধবার তাঁকে আদালতে পেশ করা হয়েছে ৷ এদিকে কড়া পদক্ষেপ করল একনাথ শিন্ডের শিবসেনা ৷

BMW Hit and Run Case
বিএমডব্লিউ গাড়ি দুর্ঘটনায় অভিযুক্তের বাবাকে দলীয় পদ থেকে সরাল শিবসেনা (নিজস্ব ছবি)

মুম্বই, 10 জুলাই: শিবসেনা (শিন্ডে শিবির) নেতা রাজেশ শাহকে তাঁর দলীয় পদ থেকে সরিয়ে দিল শিবসেনা ৷ তিনি দলের ডেপুটি নেতা ছিলেন ৷ মুম্বইয়ের ওরলিতে বিলাসবহুল গাড়ি দুর্ঘটনায় এক মহিলার মৃত্যু হয় ৷ সেই ঘটনায় জড়িত থাকার অভিযোগ রয়েছে তাঁর ছেলে মিহির শাহের বিরুদ্ধে ৷ এই দুর্ঘটনার পর বুধবার দল তাঁকে ডেপুটি লিডারের পদ থেকে সরিয়ে দিল একনাথ শিন্ডের শিবসেনা ৷ বুধবার আদালত মিহির শাহকে 16 জুলাই পর্যন্ত পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে ৷

পুলিশ সূত্রে জানা যায়, শনিবার রাতে একটি পানশালায় মদ্যপান করেছিলেন মিহির শাহ ৷ এরপর বাড়ি ফেরার পথে গাড়ির চালককে বলেন, "আমি গাড়ি চালাতে চাই ।" চালকের আসনে বছর চব্বিশের মিহির বসার পরই দুরন্ত গতিতে ছুটতে থাকে বিএমডব্লিউটি ৷

রবিবার ভোরে ওরলি অতিক্রম করার সময় গাড়িটি একটি স্কুটিতে ধাক্কা মারে ৷ স্কুটিতে ছিলেন প্রদীপ নাখওয়া ও তাঁর স্ত্রী কাবেরী ৷ এদিকে ধাক্কা মারার পরই বিএমডব্লিউ থামানো হয়নি ৷ প্রদীপ নাখওয়া কোনওমতে স্কুটি থেকে লাফ দিয়ে প্রাণে বাঁচলেও দু'চাকার পিছনে বসে থাকা কাবেরীকে 100 মিটার টেনে-হিঁচড়ে নিয়ে যায় বিএমডব্লিউ ৷ মৃত্যু হয় ওই মহিলার ৷ দুর্ঘটনার পর থেকে বেপাত্তা হয়ে যান মূল অভিযুক্ত মিহির ৷ পরে মঙ্গলবার, 9 জুলাই তাঁকে গ্রেফতার করে পুলিশ ৷

প্রাথমিক তদন্তের পর পুলিশ জানিয়েছে, মিহির শাহ পুলিশের কাছে স্বীকার করে নিয়েছে যে দুর্ঘটনার সময় সে-ই গাড়ি চালাচ্ছিল ৷ তাঁর বাবা রাজেশ শাহ ঘটনাস্থলে পৌঁছনোর আগেই সে পালিয়ে যায় ৷ বুধবার মিহিরকে মুম্বইয়ের সেওরি কোর্টে পেশ করা হয়েছে ৷

এদিকে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে এই ঘটনার কড়া সমালোচনা করেছেন ৷ তিনি দোষীদের কড়া সাজার আশ্বাস দিয়েছেন ৷ দুর্ঘটনায় প্রয়াত কাবেরী নাখওয়ার পরিবারকে 10 লক্ষ টাকা অর্থ সাহায্য দেওয়ার কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শিন্ডে ৷ অভিযুক্ত মিহিরের বাবা রাজেশ শাহ শিন্ডে শিবিরের নেতা হওয়ায় চাপের মুখে পড়েছিল শিবসেনা এবং মহারাষ্ট্র সরকার ৷ এর আগে পুনের বিলাসবহুল পোরশে গাড়ি দুর্ঘটনায় প্রাণ হারান দুই তরুণ-তরুণী ৷

মুম্বই, 10 জুলাই: শিবসেনা (শিন্ডে শিবির) নেতা রাজেশ শাহকে তাঁর দলীয় পদ থেকে সরিয়ে দিল শিবসেনা ৷ তিনি দলের ডেপুটি নেতা ছিলেন ৷ মুম্বইয়ের ওরলিতে বিলাসবহুল গাড়ি দুর্ঘটনায় এক মহিলার মৃত্যু হয় ৷ সেই ঘটনায় জড়িত থাকার অভিযোগ রয়েছে তাঁর ছেলে মিহির শাহের বিরুদ্ধে ৷ এই দুর্ঘটনার পর বুধবার দল তাঁকে ডেপুটি লিডারের পদ থেকে সরিয়ে দিল একনাথ শিন্ডের শিবসেনা ৷ বুধবার আদালত মিহির শাহকে 16 জুলাই পর্যন্ত পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে ৷

পুলিশ সূত্রে জানা যায়, শনিবার রাতে একটি পানশালায় মদ্যপান করেছিলেন মিহির শাহ ৷ এরপর বাড়ি ফেরার পথে গাড়ির চালককে বলেন, "আমি গাড়ি চালাতে চাই ।" চালকের আসনে বছর চব্বিশের মিহির বসার পরই দুরন্ত গতিতে ছুটতে থাকে বিএমডব্লিউটি ৷

রবিবার ভোরে ওরলি অতিক্রম করার সময় গাড়িটি একটি স্কুটিতে ধাক্কা মারে ৷ স্কুটিতে ছিলেন প্রদীপ নাখওয়া ও তাঁর স্ত্রী কাবেরী ৷ এদিকে ধাক্কা মারার পরই বিএমডব্লিউ থামানো হয়নি ৷ প্রদীপ নাখওয়া কোনওমতে স্কুটি থেকে লাফ দিয়ে প্রাণে বাঁচলেও দু'চাকার পিছনে বসে থাকা কাবেরীকে 100 মিটার টেনে-হিঁচড়ে নিয়ে যায় বিএমডব্লিউ ৷ মৃত্যু হয় ওই মহিলার ৷ দুর্ঘটনার পর থেকে বেপাত্তা হয়ে যান মূল অভিযুক্ত মিহির ৷ পরে মঙ্গলবার, 9 জুলাই তাঁকে গ্রেফতার করে পুলিশ ৷

প্রাথমিক তদন্তের পর পুলিশ জানিয়েছে, মিহির শাহ পুলিশের কাছে স্বীকার করে নিয়েছে যে দুর্ঘটনার সময় সে-ই গাড়ি চালাচ্ছিল ৷ তাঁর বাবা রাজেশ শাহ ঘটনাস্থলে পৌঁছনোর আগেই সে পালিয়ে যায় ৷ বুধবার মিহিরকে মুম্বইয়ের সেওরি কোর্টে পেশ করা হয়েছে ৷

এদিকে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে এই ঘটনার কড়া সমালোচনা করেছেন ৷ তিনি দোষীদের কড়া সাজার আশ্বাস দিয়েছেন ৷ দুর্ঘটনায় প্রয়াত কাবেরী নাখওয়ার পরিবারকে 10 লক্ষ টাকা অর্থ সাহায্য দেওয়ার কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শিন্ডে ৷ অভিযুক্ত মিহিরের বাবা রাজেশ শাহ শিন্ডে শিবিরের নেতা হওয়ায় চাপের মুখে পড়েছিল শিবসেনা এবং মহারাষ্ট্র সরকার ৷ এর আগে পুনের বিলাসবহুল পোরশে গাড়ি দুর্ঘটনায় প্রাণ হারান দুই তরুণ-তরুণী ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.