বেঙ্গালুরু, 28 এপ্রিল: ভারতের রাজা ও মহারাজাদের অপমান করার জন্য কংগ্রেস নেতা রাহুল গান্ধিকে অভিযুক্ত করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ তোষণের রাজনীতির জন্য নবাব, নিজাম, সুলতান এবং বাদশাদের দ্বারা সংঘটিত নৃশংসতার বিষয়ে নীরব রয়েছেন বলেও রাহুলকে একহাত নিয়েছেন মোদি। "উত্তরাধিকার কর" ইস্যুতে কংগ্রেসের বিরুদ্ধে রবিবার আক্রমণ অব্যাহত রেখেছেন মোদি ৷ একই সঙ্গে, আইনশৃঙ্খলা, দুর্নীতি এবং উন্নয়ন ইস্যুতে কর্ণাটকের দলীয় সরকারকেও নিশানা করেছেন তিনি ৷ মোদি বলেন, "বিজেপি জনগণের সম্পদ বাড়ানোর জন্য কাজ করছে, কিন্তু কংগ্রেসের শেহজাদা (রাহুল গান্ধি) এবং তাঁর বোন (প্রিয়াঙ্কা গান্ধি), দু'জনেই ঘোষণা করছেন যে, তারা যদি ক্ষমতায় আসে তবে তারা দেশের 'এক্স-রে' করবেন।"
মোদি বলেন, "কংগ্রেস আপনার সম্পত্তি, ব্যাঙ্ক লকার, জমি, যানবাহন, এছাড়াও মহিলাদের গয়না, সোনা, 'মঙ্গলসূত্র' এক্স-রে করবে। এই লোকেরা প্রতিটি বাড়িতে অভিযান চালিয়ে আপনার সম্পদ দখল করবে। দখলের পর তারা বলছে তা ফের বিতরণ করবে ৷ তারা এটি তাদের প্রিয় ভোট ব্যাংকে দিতে চায় ৷ আপনি কি এই লুটপাট হতে দেবেন ?" এদিন নরেন্দ্র মোদি আরও বলেন, "আমি কংগ্রেসকে সতর্ক করতে চাই। এই অভিপ্রায় ত্যাগ করুন। যতক্ষণ মোদি বেঁচে থাকবে, আমি এটা হতে দেব না ৷" পাশাপাশি তিনি আরও বলেন, "কংগ্রেস তুষ্টি এবং ভোটব্যাঙ্কের দিকে নজর রেখে আমাদের ইতিহাস এবং আমাদের স্বাধীনতা সংগ্রামের লেখা নিশ্চিত করেছে। আজও, কংগ্রেসের রাজপুত্র সেই পাপকে এগিয়ে নিয়ে যাচ্ছেন আপনি হয়তো কংগ্রেসের শেহজাদার সাম্প্রতিক বক্তব্য শুনেছেন ? তিনি বলেছেন ভারতের রাজা ও মহারাজারা আত্যাচারী ছিলেন।"
প্রধানমন্ত্রী বলেন, "তিনি (রাহুল গান্ধি) তাদের (রাজা ও মহারাজাদের) জনগণ এবং দরিদ্রদের জমি ও সম্পত্তি হস্তগত করার অভিযোগ করেছেন ৷ কংগ্রেসের শেহজাদা ছত্রপতি শিবাজী মহারাজ এবং কিত্তুর রানি চেন্নাম্মার মতো মহান ব্যক্তিত্বদের অপমান করেছেন, যাদের প্রশাসন এবং দেশপ্রেম আজও আমাদের অনুপ্রাণিত করে।" প্রাক্তন মইসুর রাজপরিবারের অবদানের কথা স্মরণ করে মোদি বলেন, "তারা আজও সারা দেশে সম্মানিত ৷ কংগ্রেসের শেহজাদার বক্তব্য উদ্দেশ্যমূলক ছিল ৷ ভোট-ব্যাঙ্কের রাজনীতি এবং তুষ্ট করার লক্ষ্যে।" (পিটিআই)
আরও পড়ুন
সুজাপুরের সভামঞ্চ থেকে প্রকাশ্যে ক্ষমা চাইলেন মমতা! কোন ভুলে?