ETV Bharat / bharat

শপথ গ্রহণের পর মোদিকে অভিনন্দন শরিফের, পালটা ধন্যবাদ প্রধানমন্ত্রীর - SHARIF WISHES MODI - SHARIF WISHES MODI

Narendra Modi: তৃতীয়বার প্রধানমন্ত্রী পদে শপথ নেওয়ার পর নরেন্দ্র মোদিকে অভিনন্দনবার্তা পাঠালেন শেহবাজ শরিফ ৷ তার প্রেক্ষিতে পাকিস্তানের প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানালেন মোদি ৷ রবিবার মোদি এবং তাঁর মন্ত্রিসভার সদস্যরা শপথ গ্রহণ করেন ৷ তারপর আজ বিভিন্ন মন্ত্রকের দায়িত্বও ভাগ করে দেওয়া হয়েছে সদস্যদের মধ্যে ৷

ETV BHARAT
শেহবাজ শরিফকে ধন্যবাদ জানিয়ে পোস্ট নরেন্দ্র মোদির ৷ (ফাইল চিত্র)
author img

By PTI

Published : Jun 10, 2024, 8:53 PM IST

নয়াদিল্লি, 10 জুন: শেহবাজ শরিফের অভিনন্দন বার্তার জবাবে তাঁকে ধন্যবাদ জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ রবিবার তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী পদে শপথ নেওয়ার পর মোদিকে অভিনন্দন জানিয়েছিলেন শেহবাজ শরিফ ৷ 4 জুন লোকসভা নির্বাচনের ফলপ্রকাশের পর, বিশ্বের প্রায় একশোটি দেশের রাষ্ট্রপ্রধানরা নরেন্দ্র মোদিকে অভিনন্দন বার্তা পাঠিয়েছেন ৷ উল্লেখ্য, রবিবার সন্ধ্যায় রাষ্ট্রপতি ভবনে নরেন্দ্র মোদি প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন ৷ সঙ্গে শপথবাক্য পাঠ করেন কেন্দ্রের নয়া এনডিএ সরকারের 71 জন মন্ত্রী ৷

এদিন মোদির এক্স হ্যান্ডলে পাকিস্তানের প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে লেখা হয়, "আপনার শুভকামনার জন্য অসংখ্য ধন্যবাদ প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ ৷" গতকাল একটি পোস্টে শরিফের তরফে লেখা হয়, "ভারতের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার জন্য নরেন্দ্র মোদিকে অনেক অভিনন্দন ৷" রবিবার মোদির শপথ গ্রহণ অনুষ্ঠানে এশিয়ার সাতটি দেশের রাষ্ট্রপ্রধানরা উপস্থিত ছিলেন ৷ কিন্তু, পাকিস্তানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক নিয়ে টানাটানির জেরে শেহবাজ শরিফ-সহ কিছু দেশের রাষ্ট্রপ্রধানদের আমন্ত্রণ জানানো হয়নি ৷ এমতাবস্থায় মোদিকে শেহবাজ শরিফের অভিনন্দনবার্তা বেশ তাৎপর্যপূর্ণ ৷

উল্লেখ্য, শেহবাজ শরিফ পাকিস্তানের প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর তাঁকেও অভিনন্দন জানিয়েছিলেন নরেন্দ্র মোদি ৷ উল্লেখ্য, 2019 সালের 14 ফেব্রুয়ারি পুলওয়ামায় জঙ্গি হামলার পর পাকিস্তানের সঙ্গে ভারতের সম্পর্ক আরও তলানিতে এসে ঠেকেছে ৷ এমনকি পুলওয়ামা হামলার পালটা জবাবে পাকিস্তানের বালাকোটে জঙ্গি শিবিরগুলিতে এয়ার স্ট্রাইক চালিয়েছিল ভারত ৷ এরপর পালটা পাকিস্তানও আকাশপথে হামলার চেষ্টা করে ৷ যে ঘটনার পর, দুই দেশের কূটনৈতিক সম্পর্কে কোনও উন্নতি হয়নি ৷

পরবর্তী সময়ে ওই বছরের 5 অগস্ট মোদির নেতৃত্বাধিন এনডিএ সরকার জম্মু ও কাশ্মীর থেকে অনুচ্ছেদ 370 প্রত্যাহার করে নেয় ৷ কেন্দ্রীয় সরকারের এই পদক্ষেপে ভারত-পাক কূটনৈতিক সম্পর্ক আরও জটিল হয়ে যায় ৷ মোদির নেতৃত্বাধিন তৃতীয় এনডিএ সরকারের বিদেশনীতিতে পাকিস্তান নিয়ে কোনও পরিকল্পনা নেওয়া হয় কি না, সেটাই দেখার ৷

নয়াদিল্লি, 10 জুন: শেহবাজ শরিফের অভিনন্দন বার্তার জবাবে তাঁকে ধন্যবাদ জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ রবিবার তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী পদে শপথ নেওয়ার পর মোদিকে অভিনন্দন জানিয়েছিলেন শেহবাজ শরিফ ৷ 4 জুন লোকসভা নির্বাচনের ফলপ্রকাশের পর, বিশ্বের প্রায় একশোটি দেশের রাষ্ট্রপ্রধানরা নরেন্দ্র মোদিকে অভিনন্দন বার্তা পাঠিয়েছেন ৷ উল্লেখ্য, রবিবার সন্ধ্যায় রাষ্ট্রপতি ভবনে নরেন্দ্র মোদি প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন ৷ সঙ্গে শপথবাক্য পাঠ করেন কেন্দ্রের নয়া এনডিএ সরকারের 71 জন মন্ত্রী ৷

এদিন মোদির এক্স হ্যান্ডলে পাকিস্তানের প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে লেখা হয়, "আপনার শুভকামনার জন্য অসংখ্য ধন্যবাদ প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ ৷" গতকাল একটি পোস্টে শরিফের তরফে লেখা হয়, "ভারতের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার জন্য নরেন্দ্র মোদিকে অনেক অভিনন্দন ৷" রবিবার মোদির শপথ গ্রহণ অনুষ্ঠানে এশিয়ার সাতটি দেশের রাষ্ট্রপ্রধানরা উপস্থিত ছিলেন ৷ কিন্তু, পাকিস্তানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক নিয়ে টানাটানির জেরে শেহবাজ শরিফ-সহ কিছু দেশের রাষ্ট্রপ্রধানদের আমন্ত্রণ জানানো হয়নি ৷ এমতাবস্থায় মোদিকে শেহবাজ শরিফের অভিনন্দনবার্তা বেশ তাৎপর্যপূর্ণ ৷

উল্লেখ্য, শেহবাজ শরিফ পাকিস্তানের প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর তাঁকেও অভিনন্দন জানিয়েছিলেন নরেন্দ্র মোদি ৷ উল্লেখ্য, 2019 সালের 14 ফেব্রুয়ারি পুলওয়ামায় জঙ্গি হামলার পর পাকিস্তানের সঙ্গে ভারতের সম্পর্ক আরও তলানিতে এসে ঠেকেছে ৷ এমনকি পুলওয়ামা হামলার পালটা জবাবে পাকিস্তানের বালাকোটে জঙ্গি শিবিরগুলিতে এয়ার স্ট্রাইক চালিয়েছিল ভারত ৷ এরপর পালটা পাকিস্তানও আকাশপথে হামলার চেষ্টা করে ৷ যে ঘটনার পর, দুই দেশের কূটনৈতিক সম্পর্কে কোনও উন্নতি হয়নি ৷

পরবর্তী সময়ে ওই বছরের 5 অগস্ট মোদির নেতৃত্বাধিন এনডিএ সরকার জম্মু ও কাশ্মীর থেকে অনুচ্ছেদ 370 প্রত্যাহার করে নেয় ৷ কেন্দ্রীয় সরকারের এই পদক্ষেপে ভারত-পাক কূটনৈতিক সম্পর্ক আরও জটিল হয়ে যায় ৷ মোদির নেতৃত্বাধিন তৃতীয় এনডিএ সরকারের বিদেশনীতিতে পাকিস্তান নিয়ে কোনও পরিকল্পনা নেওয়া হয় কি না, সেটাই দেখার ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.