ETV Bharat / bharat

কেদারনাথ মন্দির থেকে খোয়া গিয়েছে 228 কেজি সোনা, দাবি শঙ্করাচার্য অভিমুক্তেশ্বরানন্দের - Gold Missing from Kedarnath

author img

By ETV Bharat Bangla Team

Published : Jul 15, 2024, 9:35 PM IST

Updated : Jul 15, 2024, 10:22 PM IST

Huge Amount of gold is missing from Kedarnath: কেদারনাথ মন্দির থেকে 228 কিলো সোনা খোয়া গিয়েছে। এমনই দাবি করলেন জ্যোর্তিমঠের শঙ্করাচার্য অভিমুক্তেশ্বরানন্দ ।

swami Avimukteshwaranand
জ্যোর্তিমঠের শঙ্করাচার্য অভিমুক্তেশ্বরানন্দ (ইটিভি ভারত)

মুম্বই, 15 জুলাই: কেদারনাথ মন্দির থেকে 228 কিলো সোনা খোয়া গিয়েছে। এমনই দাবি করলেন জ্যোর্তিমঠের শঙ্করাচার্য অভিমুক্তেশ্বরানন্দ । তাঁর দাবি এ নিয়ে কোনও পক্ষই তদন্ত করছে না। সংবাদমাধ্যমও বিষয়টি নিয়ে ভাবিত নয়। মুকেশ অম্বানির ছেলের বিয়েতে যোগ দিতে মুম্বই এসেছিলেন। এরপর উদ্ধব ঠাকরের সঙ্গে দেখা করতে সোমবার তাঁর বাসভবনে যান জ্যোর্তিমঠের শঙ্করাচার্য । সেখানেই সাংবিকদের প্রশ্নের উত্তরে এমন বিস্ফোরক দাবি করেন তিনি ।

শঙ্করাচার্য অভিমুক্তেশ্বরানন্দের বক্তব্য (ইটিভি ভারত)

তাঁর কাছে জানতে চাওয়া হয়, সম্প্রতি দিল্লিতে কেদারনাথ মন্দির নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। এই বিষয়টিকে তিনি কীভাবে দেখছেন? তার উত্তরে জ্যোর্তিমঠের শঙ্করাচার্য অভিমুক্তেশ্বরানন্দ বলেন, "দিল্লিতে কেদারনাথ মন্দির তৈরি হতে পারে না৷ বারো জ্যোর্তিলঙ্গ কোথায় থাকবে তা আগে থেকেই বলা আছে। ঠিকানাও বলে দেওয়া হয়েছে। হিমালয়ে যে কেদারনাথ মন্দির তৈরি হয়েছে সেটা কোনওভাবেই দিল্লিতে হতে পারে ন৷" তাঁর দাবি, বেশ কয়েকটি রাজনৈতিক কারণে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে আছে ৷

এরপরই জ্যোর্তিমঠের শঙ্করাচার্যকে বলতে শোনা যায়, "কেদারনাথ মন্দির থেকে 228 কিলো সোনা খোয়া গিয়েছে। এ নিয়ে কেউ তদন্ত করছে না । সাংবাদিরাও কেউ কোনও কথা বলছেন না । এবার দিল্লিতে কেদারনাথ মন্দির তৈরি হবে । সেখান থেকেও এভাবেই 228 কিলো সোনার খোঁজ পাওয়া যাবে না। সেই কারণেই কি দিল্লিতে মন্দির তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে?"

কেদারনাথ মন্দির তৈরি হতে পারে না। এরপর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিয়েও মন্তব্য করতে শোনা যায় তাঁকে। নির্বাচনের আগে কেদারনাথে গিয়েছিলেন তিনি । সে কথা তুলে ধরে জ্যোর্তিমঠের শঙ্করাচার্য অভিমুক্তেশ্বরানন্দ বলেন.,"সকলেই যেভাবে মন্দিরে আসেন উনিও সেভাবেই এসেছেন। আমরা ওঁর শত্রু না। উনি কিছু খারাপ করলেও সেটা আমরা বলে থাকি

মুম্বই, 15 জুলাই: কেদারনাথ মন্দির থেকে 228 কিলো সোনা খোয়া গিয়েছে। এমনই দাবি করলেন জ্যোর্তিমঠের শঙ্করাচার্য অভিমুক্তেশ্বরানন্দ । তাঁর দাবি এ নিয়ে কোনও পক্ষই তদন্ত করছে না। সংবাদমাধ্যমও বিষয়টি নিয়ে ভাবিত নয়। মুকেশ অম্বানির ছেলের বিয়েতে যোগ দিতে মুম্বই এসেছিলেন। এরপর উদ্ধব ঠাকরের সঙ্গে দেখা করতে সোমবার তাঁর বাসভবনে যান জ্যোর্তিমঠের শঙ্করাচার্য । সেখানেই সাংবিকদের প্রশ্নের উত্তরে এমন বিস্ফোরক দাবি করেন তিনি ।

শঙ্করাচার্য অভিমুক্তেশ্বরানন্দের বক্তব্য (ইটিভি ভারত)

তাঁর কাছে জানতে চাওয়া হয়, সম্প্রতি দিল্লিতে কেদারনাথ মন্দির নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। এই বিষয়টিকে তিনি কীভাবে দেখছেন? তার উত্তরে জ্যোর্তিমঠের শঙ্করাচার্য অভিমুক্তেশ্বরানন্দ বলেন, "দিল্লিতে কেদারনাথ মন্দির তৈরি হতে পারে না৷ বারো জ্যোর্তিলঙ্গ কোথায় থাকবে তা আগে থেকেই বলা আছে। ঠিকানাও বলে দেওয়া হয়েছে। হিমালয়ে যে কেদারনাথ মন্দির তৈরি হয়েছে সেটা কোনওভাবেই দিল্লিতে হতে পারে ন৷" তাঁর দাবি, বেশ কয়েকটি রাজনৈতিক কারণে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে আছে ৷

এরপরই জ্যোর্তিমঠের শঙ্করাচার্যকে বলতে শোনা যায়, "কেদারনাথ মন্দির থেকে 228 কিলো সোনা খোয়া গিয়েছে। এ নিয়ে কেউ তদন্ত করছে না । সাংবাদিরাও কেউ কোনও কথা বলছেন না । এবার দিল্লিতে কেদারনাথ মন্দির তৈরি হবে । সেখান থেকেও এভাবেই 228 কিলো সোনার খোঁজ পাওয়া যাবে না। সেই কারণেই কি দিল্লিতে মন্দির তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে?"

কেদারনাথ মন্দির তৈরি হতে পারে না। এরপর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিয়েও মন্তব্য করতে শোনা যায় তাঁকে। নির্বাচনের আগে কেদারনাথে গিয়েছিলেন তিনি । সে কথা তুলে ধরে জ্যোর্তিমঠের শঙ্করাচার্য অভিমুক্তেশ্বরানন্দ বলেন.,"সকলেই যেভাবে মন্দিরে আসেন উনিও সেভাবেই এসেছেন। আমরা ওঁর শত্রু না। উনি কিছু খারাপ করলেও সেটা আমরা বলে থাকি

Last Updated : Jul 15, 2024, 10:22 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.