ETV Bharat / bharat

বিহারে ট্রাক ও অটোর সংঘর্ষ প্রাণ কাড়ল 9 জনের - ট্রাক ও অটোর সংঘর্ষ

Road Accident in Bihar: কারও শরীর দু'টুকরো হয়ে গিয়েছে ৷ কারও মুণ্ড থেকে আলাদা ধর ৷ বিহারের লক্ষ্মীসরাইয়ে মধ্যরাতে ভয়াবহ পথ দুর্ঘটনায় প্রাণ কেড়েছে 9 জনের । আহতদের অবস্থা আশংকাজনক ।

Road Accident in Bihar
পথ দুর্ঘটনা
author img

By ETV Bharat Bangla Team

Published : Feb 21, 2024, 10:50 AM IST

লক্ষ্মীসরাই, 21 ফেব্রুয়ারি: বিহারে ভয়াবহ পথ দুর্ঘটনা । ট্রাক এবং অটোর মধ্যে মুখোমুখি সংঘর্ষে কমপক্ষে 9 জনের মৃত্যু হয়েছে । আহত হয়েছেন অনেকে ৷ তাঁদের মধ্যে অনেকের অবস্থা আশংকাজনক । ঘটনাটি ঘটেছে বিহারের লক্ষ্মীসরাইয়ের রামগড় থানা চৌক এলাকার অন্তর্গত ঝালাউনা গ্রামের জাতীয় সড়কের কাছে 30 সিকান্দ্রা প্রধান সড়কে ৷

জানা গিয়েছে, সংঘর্ষ এতটাই ভয়াবহ ছিল যে অটোটি ভেঙে টুকরো টুকরো হয়ে যায় । ওই অটোতে 14 জন যাত্রী ছিলেন । এতে ঘটনাস্থলেই আট জনের মৃত্যু হয় । ঘটনার পর পুলিশ খবর পেয়ে সকলকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে যায় ৷ সেখানে চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু হয় ৷ পরে পাঁচ জনের আশংকাজনক অবস্থা দেখে আরও ভালো চিকিৎসার জন্য লক্ষ্মীসরাই থেকে পিএমসিএইচে স্থানান্তর করা হয় ।

নিহতদের মধ্যে একজন অটো চালক রয়েছেন ৷ তাঁর নাম মনোজ কুমার ৷ তিনি লক্ষ্মীসরাইয়ের মাহিসোনার বাসিন্দা ৷ মৃত আর আট জন মুঙ্গের ও লক্ষ্মীসরাইয়ের বাসিন্দা বলে জানা গিয়েছে । পুলিশ সুপার পঙ্কজ কুমার আধিকারিকদের নিয়ে সদর হাসপাতালে পৌঁছে মৃতের পরিচয় জানার চেষ্টা করছেন। ঘটনার পর প্রত্যেকের পরিবারের সদস্যদের খবর দেওয়া হচ্ছে ।

পুলিশ জানিয়েছে, ঘটনাটি ঘটেছে রাত দেড়টার দিকে । একটি দ্রুতগামী গাড়ি এবং একটি অটোর মধ্যে সংঘর্ষের খবর আসে পুলিশের কাছে । এরপরেই পুলিশ গিয়ে মৃতদের উদ্ধার করে এবং আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে ভরতি করে । ঘটনার তদন্ত শুরু হয়েছে । নিহতরা সকলে বিভিন্ন জায়গার বাসিন্দা। চিকিৎসক রাজকুমার বলেন, "অটো ও ট্রাকে সংঘর্ষ হয়েছে । এতে ঘটনাস্থলেই আট জনের মৃত্যু হয়েছে । চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু হয়েছে । পাঁচ জনকে চিকিৎসার জন্য পটনায় পাঠানো হয়েছে । আহত সকলের অবস্থা আশংকাজনক ।"

আরও পড়ুন:

  1. দুর্ঘটনার কবলে উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের গাড়ি, আহত 7 পড়ুয়া
  2. আচমকাই চাকা খুলে উলটে গেল বাস! দুর্ঘটনায় আহত একাধিক যাত্রী
  3. ট্রাক্টরের ধাক্কায় মৃত্যু কারখানার কর্মীর, প্রতিবাদে পথ অবরোধ স্থানীয়দের

লক্ষ্মীসরাই, 21 ফেব্রুয়ারি: বিহারে ভয়াবহ পথ দুর্ঘটনা । ট্রাক এবং অটোর মধ্যে মুখোমুখি সংঘর্ষে কমপক্ষে 9 জনের মৃত্যু হয়েছে । আহত হয়েছেন অনেকে ৷ তাঁদের মধ্যে অনেকের অবস্থা আশংকাজনক । ঘটনাটি ঘটেছে বিহারের লক্ষ্মীসরাইয়ের রামগড় থানা চৌক এলাকার অন্তর্গত ঝালাউনা গ্রামের জাতীয় সড়কের কাছে 30 সিকান্দ্রা প্রধান সড়কে ৷

জানা গিয়েছে, সংঘর্ষ এতটাই ভয়াবহ ছিল যে অটোটি ভেঙে টুকরো টুকরো হয়ে যায় । ওই অটোতে 14 জন যাত্রী ছিলেন । এতে ঘটনাস্থলেই আট জনের মৃত্যু হয় । ঘটনার পর পুলিশ খবর পেয়ে সকলকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে যায় ৷ সেখানে চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু হয় ৷ পরে পাঁচ জনের আশংকাজনক অবস্থা দেখে আরও ভালো চিকিৎসার জন্য লক্ষ্মীসরাই থেকে পিএমসিএইচে স্থানান্তর করা হয় ।

নিহতদের মধ্যে একজন অটো চালক রয়েছেন ৷ তাঁর নাম মনোজ কুমার ৷ তিনি লক্ষ্মীসরাইয়ের মাহিসোনার বাসিন্দা ৷ মৃত আর আট জন মুঙ্গের ও লক্ষ্মীসরাইয়ের বাসিন্দা বলে জানা গিয়েছে । পুলিশ সুপার পঙ্কজ কুমার আধিকারিকদের নিয়ে সদর হাসপাতালে পৌঁছে মৃতের পরিচয় জানার চেষ্টা করছেন। ঘটনার পর প্রত্যেকের পরিবারের সদস্যদের খবর দেওয়া হচ্ছে ।

পুলিশ জানিয়েছে, ঘটনাটি ঘটেছে রাত দেড়টার দিকে । একটি দ্রুতগামী গাড়ি এবং একটি অটোর মধ্যে সংঘর্ষের খবর আসে পুলিশের কাছে । এরপরেই পুলিশ গিয়ে মৃতদের উদ্ধার করে এবং আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে ভরতি করে । ঘটনার তদন্ত শুরু হয়েছে । নিহতরা সকলে বিভিন্ন জায়গার বাসিন্দা। চিকিৎসক রাজকুমার বলেন, "অটো ও ট্রাকে সংঘর্ষ হয়েছে । এতে ঘটনাস্থলেই আট জনের মৃত্যু হয়েছে । চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু হয়েছে । পাঁচ জনকে চিকিৎসার জন্য পটনায় পাঠানো হয়েছে । আহত সকলের অবস্থা আশংকাজনক ।"

আরও পড়ুন:

  1. দুর্ঘটনার কবলে উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের গাড়ি, আহত 7 পড়ুয়া
  2. আচমকাই চাকা খুলে উলটে গেল বাস! দুর্ঘটনায় আহত একাধিক যাত্রী
  3. ট্রাক্টরের ধাক্কায় মৃত্যু কারখানার কর্মীর, প্রতিবাদে পথ অবরোধ স্থানীয়দের
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.