ETV Bharat / bharat

বাসের সঙ্গে গাড়ির সংঘর্ষ, প্রাণ কাড়ল নবদম্পতি-সহ চারজনের - ROAD ACCIDENT IN KERALA

নভেম্বরে মাসেই বিয়ে হয় নিখিল এবং অনুর । মালয়েশিয়ায় হানিমুন সেরে দেশে ফেরেন নবদম্পতি ৷ তাঁদের নিতে এসে রাস্তায় দুর্ঘটনার কবলে পড়ে গাড়িটি ৷

Road Accident in Kerala
বাসের সঙ্গে গাড়ির সংঘর্ষে মৃত্যু নবদম্পতির (ইটিভি ভারত)
author img

By PTI

Published : 2 hours ago

পাথানামথিট্টা (কেরালা), 15 ডিসেম্বর: শবরীমালা তীর্থযাত্রীদের বাসের সঙ্গে গাড়ির সংঘর্ষ ৷ মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে নবদম্পতি-সহ একটি পরিবারের চার সদস্যের ৷ বাসে থাকা তীর্থযাত্রীরাও সামান্য আহত হয়েছেন । দুর্ঘটনাটি ঘটেছে রবিবার ভোর 5টা নাগাদ কেরালার পাথানামথিট্টা জেলার পুনালুর-মুভাট্টুপুঝা রাজ্য সড়কে ৷

পুলিশ জানিয়েছে, এই দুর্ঘটনায় গাড়িতে থাকা চারজনেরই মৃত্যু হয়েছে ৷ নিহতরা হলেন মাথাই ইপন, নিখিল, অনু এবং বিজু পি জর্জ ৷ সকলেই মাল্লাসেরির বাসিন্দা । নিখিল এবং অনু নবদম্পতি । নভেম্বরে মাসেই তাঁদের বিয়ে হয় । মৃত মাথাই ইপন নিখিলের বাবা এবং বিজু পি জর্জ অনুর বাবা ।

Road Accident in Kerala
গাড়িতে থাকা চারজনেরই মৃত্যু (ইটিভি ভারত)

মালয়েশিয়ায় হানিমুন সেরে দেশে ফেরেন নবদম্পতি ৷ কোচি আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন নিখিল এবং অনু ৷ তাঁদেরকে নিতে আসেন মাথাই ইপন ও বিজু পি জর্জ ৷ বিমানবন্দর থেকে যাওয়ার সময় রাস্তায় দুর্ঘটনার কবলে পড়ে তাঁদের গাড়িটি । মারুতি সুইফ্ট গাড়িতে করে চারজন যাচ্ছিলেন বলে জানা গিয়েছে ৷

দুর্ঘটনাস্থলে উপস্থিত স্থানীয়রা জানিয়েছেন, পুনালুর-মুভাট্টুপুঝা রাজ্য সড়কে গাড়িটির সঙ্গে বাসের সংঘর্ষ হয় । দুর্ঘটনায় সম্পূর্ণ ভেঙে চুড়ে দুমড়ে মুচড়ে যায় গাড়িটি ৷ এসপির নেতৃত্বে পুলিশ ও দমকল ঘটনাস্থলে পৌঁছে ব্যবস্থা নেয় ৷ শেষে গ্যাস টাকার দিয়ে গাড়ি কেটে যাত্রীদের উদ্ধার করা হয় । অনু ছাড়া গাড়িতে থাকা বাকি তিনজনের ঘটনাস্থলেই মৃত্যু হয় ৷ কোন্নি তালুক হাসপাতালে নিয়ে যাওয়ার পর মৃত্যু হয় অনুরও ।

Road Accident in Kerala
কেরলে মর্মান্তিক পথ দুর্ঘটনা (ইটিভি ভারত)

পুলিশের তরফে জানা গিয়েছে, নিহতদের বাড়ি থেকে মাত্র 10 কিলোমিটার দূরে এই দুর্ঘটনা ঘটেছে । মামলা দায়ের করে পুলিশ তদন্ত শুরু করেছে । মৃতদেহগুলি কোন্নি তালুক হাসপাতাল এবং পাথানামথিট্টার একটি বেসরকারি হাসপাতালের মর্গে রাখা হয়েছে ।

পাথানামথিট্টা (কেরালা), 15 ডিসেম্বর: শবরীমালা তীর্থযাত্রীদের বাসের সঙ্গে গাড়ির সংঘর্ষ ৷ মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে নবদম্পতি-সহ একটি পরিবারের চার সদস্যের ৷ বাসে থাকা তীর্থযাত্রীরাও সামান্য আহত হয়েছেন । দুর্ঘটনাটি ঘটেছে রবিবার ভোর 5টা নাগাদ কেরালার পাথানামথিট্টা জেলার পুনালুর-মুভাট্টুপুঝা রাজ্য সড়কে ৷

পুলিশ জানিয়েছে, এই দুর্ঘটনায় গাড়িতে থাকা চারজনেরই মৃত্যু হয়েছে ৷ নিহতরা হলেন মাথাই ইপন, নিখিল, অনু এবং বিজু পি জর্জ ৷ সকলেই মাল্লাসেরির বাসিন্দা । নিখিল এবং অনু নবদম্পতি । নভেম্বরে মাসেই তাঁদের বিয়ে হয় । মৃত মাথাই ইপন নিখিলের বাবা এবং বিজু পি জর্জ অনুর বাবা ।

Road Accident in Kerala
গাড়িতে থাকা চারজনেরই মৃত্যু (ইটিভি ভারত)

মালয়েশিয়ায় হানিমুন সেরে দেশে ফেরেন নবদম্পতি ৷ কোচি আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন নিখিল এবং অনু ৷ তাঁদেরকে নিতে আসেন মাথাই ইপন ও বিজু পি জর্জ ৷ বিমানবন্দর থেকে যাওয়ার সময় রাস্তায় দুর্ঘটনার কবলে পড়ে তাঁদের গাড়িটি । মারুতি সুইফ্ট গাড়িতে করে চারজন যাচ্ছিলেন বলে জানা গিয়েছে ৷

দুর্ঘটনাস্থলে উপস্থিত স্থানীয়রা জানিয়েছেন, পুনালুর-মুভাট্টুপুঝা রাজ্য সড়কে গাড়িটির সঙ্গে বাসের সংঘর্ষ হয় । দুর্ঘটনায় সম্পূর্ণ ভেঙে চুড়ে দুমড়ে মুচড়ে যায় গাড়িটি ৷ এসপির নেতৃত্বে পুলিশ ও দমকল ঘটনাস্থলে পৌঁছে ব্যবস্থা নেয় ৷ শেষে গ্যাস টাকার দিয়ে গাড়ি কেটে যাত্রীদের উদ্ধার করা হয় । অনু ছাড়া গাড়িতে থাকা বাকি তিনজনের ঘটনাস্থলেই মৃত্যু হয় ৷ কোন্নি তালুক হাসপাতালে নিয়ে যাওয়ার পর মৃত্যু হয় অনুরও ।

Road Accident in Kerala
কেরলে মর্মান্তিক পথ দুর্ঘটনা (ইটিভি ভারত)

পুলিশের তরফে জানা গিয়েছে, নিহতদের বাড়ি থেকে মাত্র 10 কিলোমিটার দূরে এই দুর্ঘটনা ঘটেছে । মামলা দায়ের করে পুলিশ তদন্ত শুরু করেছে । মৃতদেহগুলি কোন্নি তালুক হাসপাতাল এবং পাথানামথিট্টার একটি বেসরকারি হাসপাতালের মর্গে রাখা হয়েছে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.