সিকার (রাজস্থান), 29 অক্টোবর: ফ্লাইওভারের নীচ দিয়ে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের দেওয়ালে ধাক্কা বাসের ৷ দুমড়ে-মুচড়ে গেল যাত্রীবাহী বাস ৷ মঙ্গলবার দুপুরের মর্মান্তিক পথ দুর্ঘটনায় প্রাণ গেল অন্তত 12 জনের ৷ আহত হয়েছেন প্রায় 33 জন ৷ তাঁদের স্থানীয় সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনায় শোক প্রকাশ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নিহতদের পরিবারদের আর্থিক সাহায্যের ঘোষণা করেছেন।
রাজস্থানের সিকার জেলার লক্ষ্মণগড়ের ঘটনা ৷ দুর্ঘটনাস্থলেই পাঁচ জন মারা যান ৷ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিন জনের মৃত্য়ু হয় ৷ ঘটনাস্থলে পৌঁছয় লক্ষ্মণগড় থানার পুলিশ। লক্ষ্মণগড় থানার অ্যাসিস্ট্য়ান্ট সাব ইন্সপেক্টর রামদেব সিং বলেন, "বাসটি সালাসার থেকে নওয়ালগড় দিকে যাচ্ছিল ৷ সেই সময় দুর্ঘটনাটি ঘটে। বাসের চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে, যার জেরে ফ্লাইওভারে গিয়ে ধাক্কা মারে ৷ ঘটনাস্থলেই পাঁচ জনের মৃত্যু হয় ৷ তিন জন যাত্রী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ৷ খবর পাওয়ার পর আমরা ঘটনাস্থলে পৌঁছয় ৷ আহতদের একটি সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। মৃতদের ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে ৷"
পথ দুর্ঘটনায় আহতদের প্রাথমিক চিকিৎসার জন্য লক্ষ্মণগড় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু তাঁদের অবস্থা গুরুতর হওয়ায় সিকারের কল্যাণ হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে ৷ লক্ষ্মণগড় এলাকায় ঘটে যাওয়া এই বাস দুর্ঘটনায় শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মোদি এক্সে লিখেছেন, "রাজস্থানের সিকারে বাস দুর্ঘটনা হৃদয়বিদারক। যাঁরা প্রাণ হারিয়েছেন তাঁদের পরিবারের প্রতি আমার গভীর সমবেদনা। তাঁদের আত্মার শান্তির কামনা করি ৷" তিনি মৃতদের পরিবারদের আর্থিক সাহায্য়ের ঘোষণা করেছেন ৷
The Prime Minister has announced an ex-gratia of Rs. 2 lakh from PMNRF for the next of kin of each deceased in the mishap in Sikar, Rajasthan. The injured would be given Rs. 50,000. https://t.co/XJgKUGzYHd
— PMO India (@PMOIndia) October 29, 2024
এই ঘটনায় শোকপ্রকাশ করেন উপরাষ্ট্রপতি জগদীপ ধনকড়ও ৷ মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানান তিনি ৷
Deeply pained by the loss of lives in a tragic road accident in Laxmangarh, Sikar. My heartfelt condolences to the bereaved family members in this hour of grief. May the injured recover soon.
— Vice-President of India (@VPIndia) October 29, 2024
স্থানীয় নাগৌরের সাংসদ হনুমান বেনিওয়াল দুর্ঘটনায় শোকপ্রকাশ করেছেন। এক্সে পোস্ট করে তিনি মৃতদের আত্মার শান্তি কামনা করেছেন ও আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন ৷ পাশাপাশি, রাজস্থানের বালোত্রা জেলায় এদিন একটি দুর্ঘটনা ঘটে ৷ যার জেরে কমপক্ষে তিন জন মারা গিয়েছেন ৷ আহতও হয়েছেন বেশকিছু জন ৷ তাঁদেরকে হাসপাতালে ভরতি করা হয়েছে ৷