দুর্গ (রায়পুর), 9 এপ্রিল: দুর্গ জেলার কেদিয়া ডিস্টিলারির 50 জন কর্মচারীকে খনিতে উলটে গেল একটি বাস ৷ কর্মীদের নিয়ে কুমহারি থেকে ভিলাই ফেরার পথে বাসটি মঙ্গলবার রাত 9টা নাগাদ দুর্ঘটনার কবলে পড়ে। দুর্ঘটনায় এখনও পর্যন্ত 12 জনের মৃত্যু হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। আহত কমপক্ষে 15 জন ৷ দুর্ঘটনার খবর পাওয়া মাত্রই এসডিআরএফ ও পুলিশের দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে।
পুলিশ জানিয়েছে, বাসটি কেদিয়া ডিস্টিলারি থেকে রায়পুর কুমহারি রোডের দিকে যাচ্ছিল। এরপর কুমহারি থানা এলাকার কাছে একটি মুরুম খনিতে বাসটি 50 ফুট নীচে একটি খনিতে পড়ে যায়। খবর পেয়ে পুলিশ ও প্রশাসনিক আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছয়। পরবর্তীতে উদ্ধারকাজে হাত লাগায় বিপর্যয় মোকাবিলা বাহিনীও। উদ্ধারকাজে দুটি ক্রেনও মোতায়েন করা হয় ৷ একই সঙ্গে, এলাকা থেকে লোকজনকে নিরাপদ দূরত্বে সরিয়ে নিয়ে যাওয়া হয়।
রায়পুরের এসপি জিতেন্দ্র শুক্লা প্রাথমিকভালে দুর্ঘটনায় 10 জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। পরে মৃত্যু হয় আরও দু'জনের ৷ আহতদের ভিলাই-দুর্গ ও রায়পুরে রেফার করা হয়। বেশ কয়েকজনকে গুরুতর অবস্থায় হাসপাতালে পাঠানো হয়েছে। আহতদের অবস্থা বিবেচনায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।
দুর্গ জেলার বাস দুর্ঘটনায় শোকপ্রকাশ করেছেন রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী ৷ রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্ম এক্স হ্যান্ডেলে লেখেন, "ছত্তিশগড়ের দুর্গ জেলার বাস দুর্ঘটনার খবরে গভীরভাবে শোকাহত ৷ মৃতদের পরিবারের প্রতি আমার সমবেদনা রইল ৷ আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি ৷" নরেন্দ্র মোদি লেখেন, "ছত্তিশগড়ের দুর্গের বাস দুর্ঘটনা অত্যন্ত পীড়াদায়ক ৷ যাঁরা প্রিয়জনদের হারিয়েছেন তাঁদের সমব্যথী আমি ৷ আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি ৷" পাশাপাশি দুর্ঘটনাগ্রস্তদের যাবতীয় সহায়তায় স্থানীয় প্রশাসন যে সচেষ্ট রয়েছে, সেই ব্যাপারেও সোশাল মিডিয়ায় অবগত করেন প্রধানমন্ত্রী ৷
আরও পড়ুন