মুম্বই, 10 ডিসেম্বর: মুম্বইয়ে ভয়াবহ বাস দুর্ঘটনা ৷ নিয়ন্ত্রণ হারিয়ে পর পর কয়েকটি গাড়িকে ধাক্কা সরকারি বাসের ৷ পিষে দেয় পথ চলতি মানুষকে ৷ সোমবার রাতে কুরলা স্টেশনের কাছে বাস দুর্ঘটনায় মৃত্যু হয়েছে 6 জনের ৷ আহত 49 ৷ চার জনের অবস্থা আশঙ্কাজনক ৷
পুলিশ এবং পৌর কর্পোরেশন কর্মকর্তাদের মতে, সোমবার রাতে মুম্বাইয়ের নাগরিক পরিবহণ সংস্থা বেস্টের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে পথচারী এবং রাস্তারে ধারে কয়েকটি গাড়িকে ধাক্কা মারে ৷ সোমবার রাত সাড়ে 9টা নাগাদ কুরলা পশ্চিম এলাকায় ঘটনাটি ঘটেছে ৷ মঙ্গলবার সকালে ফরেনসিক দল ঘটনাস্থলে পৌঁছয় ৷ তদন্ত শুরু হয়েছে ৷
বাস চালকের বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে ৷ ঘটনার শোকপ্রকাশ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ ৷ একইসঙ্গে মৃতের পরিবারকে 5 লক্ষ টাকা করে আর্থিক সাহায্যের কথা ঘোষণা করেছেন তিনি ৷ পাশাপাশি আহতের চিকিৎসার খরচ রাজ্য সরকার বহন করবে বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী ৷
কুরলার বৃহন্মুম্বই মিউনিসিপ্যাল কর্পোরেশনের (বিএমসি) এল ওয়ার্ডের কাছে দুর্ঘটনাটি ঘটে ৷ প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, বাসের ব্রেক ফেল হওয়ার কারণে দুর্ঘটনাটি ঘটেছে ৷ বাস চালককে আটক করা হয়েছে। আধিকারিকরা জানিয়েছেন,332 নম্বর রুটের একটি সরকারি বাসের (বেস্ট) চালক গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে পথচারী এবং বেশ কয়েকটি গাড়িকে ধাক্কা মারে ।
প্রত্যক্ষদর্শীদের মতে, বৃহন্মুম্বই ইলেকট্রিক সাপ্লাই অ্যান্ড ট্রান্সপোর্টের (BEST) বাসটি পথ চলতি মানুষ ও অন্য গাড়িগুলিকে ধাক্কা মারার পর বুদ্ধ কলোনির একটি আবাসিক সোসাইটির গেটে ধাক্কা মারে । ঘটনাস্থলেই তিন জনের মৃত্যু হয় ৷ আহতদের নিকটবর্তী ভাভা হাসপাতালে নিয়ে যাওয়া হয় । আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে । দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত হয়েছে একাধিক যানবাহন।
এক আধিকারিক জানিয়েছেন, বাসটি ( MH01-EM-8228) কুরলা স্টেশন থেকে আন্ধেরির দিকে যাচ্ছিল ৷ নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি পর পর কয়েকটি গাড়িকে ধাক্কা মেরে প্রায় 100 মিটার এগিয়ে যায় ৷ এর ফলে বাসের জানালার কাচ ভেঙে যায় । স্থানীয়রা চালককে মারধর করে ৷
জিশান আনসারি নামে এক প্রত্যক্ষদর্শী বলেন, "বন্ধুদের সঙ্গে আমি রয়্যাল সুইটস দোকানের সামনে দাঁড়িয়েছিলাম ৷ হঠাৎ দেখি একটি বাস বেপরোয়াভাবে এসে একাধিক গাড়ি ও পথচারীদের ধাক্কা মারে ৷ তারপর বুদ্ধ কলোনির আবাসনের গেটে গিয়ে ধাক্কা খেয়ে দাঁড়িয়ে যায় । আমরা ছুটে আসি । অনেক লোক রক্তাক্ত অবস্থায় পড়ে ছিল । ঘটনাস্থলে ভিড় জড়ো হয় ৷ আহতদের দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷