বালিয়া, 27 ফেব্রুয়ারি: ভয়াবহ পথ দুর্ঘটনা যোগীরাজ্যে ৷ বালিয়া জেলার বাইরিয়া এলাকায় একটি পিকআপ ভ্যানের ধাক্কায় এক লহমায় সবশেষ ৷ আনন্দের অনুষ্ঠান এক পলকে বদলে গেল বিষাদে ৷ বিয়ের তিলক অনুষ্ঠান থেকে বাড়ি ফেরার পথে বরপক্ষের গাড়িকে ধাক্কা দেয় এক পিক-আপ ভ্যান। সুঘর ছাপড়া মোড়ের কাছে এসে চারচাকাটি উলটে যায়। এই ঘটনায় 2 শিশু-সহ 6 জনের মৃত্যু হয় ৷ দুর্ঘটনায় আহত হয়েছেন 9 জন। পুলিশ আহতদের হাসপাতালে ভরতি করেছে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে। তাঁদের বারাণসীতে স্থানান্তরিত করা হয়েছে ৷
পুলিশ সুপার দেবরঞ্জন ভার্মা জানিয়েছেন, ভগবানপুরের বাসিন্দা আনভাট গুপ্তা'র মেয়ের বিয়ে ঠিক হয়েছে ৷ সোমবার ছিল বিয়ের তিলক অনুষ্ঠান। সন্ধ্যায় তিলক অনুষ্ঠান (কনের বাবা এবং বরের বাবা উপহার বিনিময় করেন, যেমন চিনি, নারকেল, চাল, জামাকাপড়, গয়না এবং মেহেন্দি) শেষ হওয়ার পর সেখান থেকে দু'টি গাড়িতে করে লোকজনরা ফিরছিলেন। সেই সময় বৈরিয়া এলাকার সুঘর ছাপড়া মোড়ের কাছে বিপরীত দিক থেকে আসা একটি পিক-আপ ভ্যানের সঙ্গে ওই দু'টি গাড়ির সংঘর্ষ হয়।
দুর্ঘটনায় গাড়িতে থাকা ভগবানপুরের বাসিন্দা অজয় প্রতাপ গুপ্তের ছেলে অমিত গুপ্ত, দেবেন্দ্র শর্মার ছেলে রঞ্জিত শর্মা, সালেমপুর মাঠিয়া থানার বাঁশডিহ রোডের বাসিন্দা মুন্না গুপ্তার ছেলে যশ গুপ্ত, আরেক ছেলে রাজ গুপ্ত এবং রাজেন্দ্র গুপ্তার ছেলের মৃ্ত্যু হয় ৷ ধনপতি গুপ্ত ও এক গাড়ি চালকও মারা যান। নিহতদের মধ্যে দুই শিশুও রয়েছে।
দুর্ঘটনায় আহত হয়েছেন সত্যেন্দ্র গুপ্তের ছেলে রাজেন্দ্র শাহ, সোনু গুপ্তের ছেলে সুভাষ গুপ্ত, রমাশঙ্কর, ববন প্রসাদ, বলেশ্বর প্রসাদ, হাজারী সাহু, ছিতেশ্বর গুপ্ত, পঙ্কজ কুমার, অমিত কুমার। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের জেলা হাসপাতালে পাঠায়। আহতদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক হলে তাদের বারাণসীতে স্থানান্তরিত করা হয়। রাতেই এসপি হাসপাতালে পৌঁছে আহতদের অবস্থা খোঁজখবর নেন। কী কারণে এমন ঘটনা ঘটল তা পুলিশ তদন্ত করে দেখছে।
আরও পড়ুন: