ETV Bharat / bharat

পর্বতারোহণে গিয়ে উত্তরকাশীতে মৃত 9, নিখোঁজদের উদ্ধারে বায়ুসেনা - Uttarkashi Trek Accident - UTTARKASHI TREK ACCIDENT

Sahastra Tal Trek Accident in Uttarkashi: উত্তরকাশীর সহস্ত্রতাল পর্বতারোহণে 22 সদস্যের একটি দল গিয়েছিল ৷ খারাপ আবহাওয়ার কারণে মঙ্গলবারই ট্রেকিং দলের চার সদস্যের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে । আজ সকালে আরও 5 পর্বতারোহীর দেহ উদ্ধার হয়েছে । বাকিদের খোঁজে বায়ুসেনা তল্লাশি ও উদ্ধার অভিযান চালাচ্ছে ।

Trek Accident in Uttarkashi
উত্তরকাশীতে পর্বতারোহীদের মৃত্যু (নিজস্ব ছবি)
author img

By ETV Bharat Bangla Team

Published : Jun 5, 2024, 4:48 PM IST

উত্তরকাশী (উত্তরাখণ্ড), 5 জুন: উত্তরাখণ্ডে খারাপ আবহাওয়ার কারণে পাহাড়ে আটকে পড়লেন পর্বতারোহীরা ৷ ঘটনায় মৃত্যু হয়েছে কমপক্ষে 9 জনের ৷ বাকি 10 জন পর্বতারোহীকে উদ্ধারের পর এয়ারলিফ্ট করে দেরাদুনে পাঠানো হয়েছে ৷ ঘটনাটি ঘটেছে উত্তরকাশী জেলার সহস্ত্রতাল ট্রেকিং রুটে ৷ আটকে পড়া বাকি পর্বতারোহীদের উদ্ধারের কাজে হাত লাগিয়েছে ভারতীয় বায়ুসেনা ৷

পর্বতারোহণে গিয়ে উত্তরকাশীতে মৃত 9 (ইটিভি ভারত)

জানা গিয়েছে, 22-সদস্যের দলকে 29 মে সহস্ত্রতালে পর্বতারোহণে অভিযানে গিয়েছিল। এই দলে কর্ণাটকের 18 জন, মহারাষ্ট্রের একজন এবং তিনজন স্থানীয় গাইড ছিলেন। ট্রেকিং দলটির 7 জুনের মধ্যে ফেরার কথা ছিল। কিন্তু 4 জুন মঙ্গলবার শেষ ক্যাম্প থেকে সহস্ত্রতালে পৌঁছনোর সময় খারাপ আবহাওয়ায় পথ হারিয়ে ফেলে দলটি। তদন্ত করে সংশ্লিষ্ট ট্রেকিং এজেন্সি গ্রুপের চার সদস্যের মৃত্যুর খবর দেয় । মঙ্গলবার ট্রেকে আটকে থাকা 13 জন সদস্যের তথ্য প্রকাশ্যে আসে ।

ঘটনার খবর পেয়ে বুধবার 5 জুন সকালে কমান্ডার এসডিআরএফ মণিকান্ত মিশ্রের নির্দেশ অনুসারে, এসডিআরএফ-এর দু'টি হাই অ্যালটিটিউড রেসকিউ টিম ঘটনাস্থলে পাঠানো হয়েছিল । হেলিকপ্টারের মাধ্যমে উদ্ধারের জন্য দেরাদুন থেকে তিন সদস্যের একটি দল পাঠানো হয় । প্রয়োজনীয় সরঞ্জাম পৌঁছে দিতে একটি দল মোতায়েন করা হয় । এরপরেই সকালে আরও পাঁচজন পর্বতারোহী মৃত অবস্থায় উদ্ধার করা হয় ৷ পাশাপাশি 10 জন পর্বতারোহীকে এয়ারলিফ্ট করে দেরাদুনে নিয়ে আসা হয় ৷ তিনজন স্থানীয় গাইড এখন ঘটনাস্থলে আটকে রয়েছেন । তাঁদের উদ্ধারে অভিযান চালাচ্ছেন বায়ুসেনার কর্মীরা ৷

জেলা প্রশাসনের অনুরোধে অভিযানে বায়ুসেনার দুটি চেতক হেলিকপ্টার মোতায়েন করা হয়েছে । উত্তরকাশীর জেলাশাসক ডঃ মেহরবান সিং বিস্ত বলেছেন, "সহস্ত্রালের ট্রেকিং রুটে আটকে পড়া ট্রেকারদের উদ্ধার করতে এসডিআরএফ এবং বনবিভাগের উদ্ধারকারী দল বিভিন্ন দিক থেকে ঘটনাস্থলে পৌঁছেছে । বনবিভাগের দশ সদস্যের একটি উদ্ধারকারী দল সিল্লা গ্রামের দিকে অগ্রসর হয়েছে । উত্তরকাশী জেলার সদর দফতর থেকে এসডিএফ দলটিও উদ্ধার অভিযান শুরু করার জন্য বুধবার ভোরে তেহরি জেলার বুধাকেদারের উদ্দেশ্যে রওনা হয়েছে ।"

ট্রেকার এজেন্সির সদস্য ভাগবত সেমওয়াল জানান, প্রায় সাড়ে 14 হাজার ফুট উচ্চতায় অবস্থিত সহস্ত্রতালে পৌঁছতে ভাটওয়াড়ি ব্লকের সোরা গ্রাম থেকে 45 কিলোমিটার দীর্ঘ পথ পাড়ি দিতে হয় । এখন সাধারণত ট্রেকের জন্য আবহাওয়া অনুকূল থাকে । কিন্তু যখন আমরা উচ্চতায় পৌঁছই তখন প্রবল হাওয়ার সঙ্গে কুয়াশা ছড়িয়ে পড়ে । এর কারণে পথ হারিয়ে ফেলেন পর্বতারোহীরা । সহস্ত্রতালে আটকে পড়া 10 ট্রেকারকে উদ্ধার করা হয়েছে। তাঁরা হলেন সৌম্য কানালে, বিনয়, এস শিব জ্যোতি, অনিল জামতিগে, ভারত বোমানা গৌডার, সুধাকর, স্মৃতি দোলাস শিনা লক্ষ্মী, মধু কিরণ রেড্ডি, জয়প্রকাশ বিএস ৷

উত্তরকাশী (উত্তরাখণ্ড), 5 জুন: উত্তরাখণ্ডে খারাপ আবহাওয়ার কারণে পাহাড়ে আটকে পড়লেন পর্বতারোহীরা ৷ ঘটনায় মৃত্যু হয়েছে কমপক্ষে 9 জনের ৷ বাকি 10 জন পর্বতারোহীকে উদ্ধারের পর এয়ারলিফ্ট করে দেরাদুনে পাঠানো হয়েছে ৷ ঘটনাটি ঘটেছে উত্তরকাশী জেলার সহস্ত্রতাল ট্রেকিং রুটে ৷ আটকে পড়া বাকি পর্বতারোহীদের উদ্ধারের কাজে হাত লাগিয়েছে ভারতীয় বায়ুসেনা ৷

পর্বতারোহণে গিয়ে উত্তরকাশীতে মৃত 9 (ইটিভি ভারত)

জানা গিয়েছে, 22-সদস্যের দলকে 29 মে সহস্ত্রতালে পর্বতারোহণে অভিযানে গিয়েছিল। এই দলে কর্ণাটকের 18 জন, মহারাষ্ট্রের একজন এবং তিনজন স্থানীয় গাইড ছিলেন। ট্রেকিং দলটির 7 জুনের মধ্যে ফেরার কথা ছিল। কিন্তু 4 জুন মঙ্গলবার শেষ ক্যাম্প থেকে সহস্ত্রতালে পৌঁছনোর সময় খারাপ আবহাওয়ায় পথ হারিয়ে ফেলে দলটি। তদন্ত করে সংশ্লিষ্ট ট্রেকিং এজেন্সি গ্রুপের চার সদস্যের মৃত্যুর খবর দেয় । মঙ্গলবার ট্রেকে আটকে থাকা 13 জন সদস্যের তথ্য প্রকাশ্যে আসে ।

ঘটনার খবর পেয়ে বুধবার 5 জুন সকালে কমান্ডার এসডিআরএফ মণিকান্ত মিশ্রের নির্দেশ অনুসারে, এসডিআরএফ-এর দু'টি হাই অ্যালটিটিউড রেসকিউ টিম ঘটনাস্থলে পাঠানো হয়েছিল । হেলিকপ্টারের মাধ্যমে উদ্ধারের জন্য দেরাদুন থেকে তিন সদস্যের একটি দল পাঠানো হয় । প্রয়োজনীয় সরঞ্জাম পৌঁছে দিতে একটি দল মোতায়েন করা হয় । এরপরেই সকালে আরও পাঁচজন পর্বতারোহী মৃত অবস্থায় উদ্ধার করা হয় ৷ পাশাপাশি 10 জন পর্বতারোহীকে এয়ারলিফ্ট করে দেরাদুনে নিয়ে আসা হয় ৷ তিনজন স্থানীয় গাইড এখন ঘটনাস্থলে আটকে রয়েছেন । তাঁদের উদ্ধারে অভিযান চালাচ্ছেন বায়ুসেনার কর্মীরা ৷

জেলা প্রশাসনের অনুরোধে অভিযানে বায়ুসেনার দুটি চেতক হেলিকপ্টার মোতায়েন করা হয়েছে । উত্তরকাশীর জেলাশাসক ডঃ মেহরবান সিং বিস্ত বলেছেন, "সহস্ত্রালের ট্রেকিং রুটে আটকে পড়া ট্রেকারদের উদ্ধার করতে এসডিআরএফ এবং বনবিভাগের উদ্ধারকারী দল বিভিন্ন দিক থেকে ঘটনাস্থলে পৌঁছেছে । বনবিভাগের দশ সদস্যের একটি উদ্ধারকারী দল সিল্লা গ্রামের দিকে অগ্রসর হয়েছে । উত্তরকাশী জেলার সদর দফতর থেকে এসডিএফ দলটিও উদ্ধার অভিযান শুরু করার জন্য বুধবার ভোরে তেহরি জেলার বুধাকেদারের উদ্দেশ্যে রওনা হয়েছে ।"

ট্রেকার এজেন্সির সদস্য ভাগবত সেমওয়াল জানান, প্রায় সাড়ে 14 হাজার ফুট উচ্চতায় অবস্থিত সহস্ত্রতালে পৌঁছতে ভাটওয়াড়ি ব্লকের সোরা গ্রাম থেকে 45 কিলোমিটার দীর্ঘ পথ পাড়ি দিতে হয় । এখন সাধারণত ট্রেকের জন্য আবহাওয়া অনুকূল থাকে । কিন্তু যখন আমরা উচ্চতায় পৌঁছই তখন প্রবল হাওয়ার সঙ্গে কুয়াশা ছড়িয়ে পড়ে । এর কারণে পথ হারিয়ে ফেলেন পর্বতারোহীরা । সহস্ত্রতালে আটকে পড়া 10 ট্রেকারকে উদ্ধার করা হয়েছে। তাঁরা হলেন সৌম্য কানালে, বিনয়, এস শিব জ্যোতি, অনিল জামতিগে, ভারত বোমানা গৌডার, সুধাকর, স্মৃতি দোলাস শিনা লক্ষ্মী, মধু কিরণ রেড্ডি, জয়প্রকাশ বিএস ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.