ETV Bharat / bharat

বাসের সঙ্গে সংঘর্ষে এক্সপ্রেসওয়ের নীচে পড়ল গাড়ি ! মৃত 7, আহত কমপক্ষে 40 - Agra Lucknow Expressway Accident - AGRA LUCKNOW EXPRESSWAY ACCIDENT

Road Accident in UP: মধ্যরাতে বিপত্তি! শনিবার রাত তখন প্রায় একটা ৷ উত্তরপ্রদেশের ইটাওয়া আগ্রা-লখনউ এক্সপ্রেসওয়ে বিশাল এক আওয়াজ ৷ দিল্লিগামী স্লিপার বাস ধাক্কা মারল চারচাকা গাড়িতে ৷ সংঘর্ষের জেরে রাস্তা থেকে নীচে পড়ল গাড়িটি ৷ ফের পথ দুর্ঘটনা প্রাণ কাড়ল 7 জনের ৷ আহতের সংখ্যাটা প্রায় 40 ৷

Road Accident in UP
স্লিপার বাসের সঙ্গে সংঘর্ষে নীচে পড়ল চারচাকা (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Aug 4, 2024, 12:50 PM IST

Updated : Aug 4, 2024, 1:00 PM IST

লখনউ, 4 অগস্ট: আগ্রা-লখনউ এক্সপ্রেসওয়েতে ভয়াবহ পথ দুর্ঘটনা ৷ রায়বেরেলি থেকে দিল্লিগামী একটি স্লিপার বাস 50 জনেরও বেশি যাত্রী নিয়ে উত্তরপ্রদেশের ইটাওয়া জেলায় দুর্ঘটনার কবলে পড়ে। চারচাকা গাড়ির সঙ্গে বাসের সংঘর্ষে ইতিমধ্যেই প্রাণ গিয়েছে 7জনের ৷ আহত হয়েছেন কমপক্ষে 40 জন ৷

শনিবার ঘড়িতে তখন প্রায় একটা বাজতে যায় ৷ সেইসময় ইটাওয়ার আগ্রা-লখনউ এক্সপ্রেসওয়েতে একটি স্লিপার বাস ধাক্কা মারে চারাচাকা গাড়িকে ৷ ব্যাপক ওই সংঘর্ষের জেরে গাড়িটি এক্সপ্রেসওয়ে থেকে নীচে পড়ে যায়। ততক্ষণাৎ স্থানীয়রা সংঘর্ষের আওয়াজ ও যাত্রীদের চিৎকারে ছুটে আসেন ৷ দেখেন কেউ রাস্তায় পড়ে, কেউ এক্সপ্রেসওয়ের নীচে আর অধিকাংশই বাসের মধ্যে আহত হয়ে পড়ে রয়েছেন ৷ তড়িঘড়ি তাঁরা পুলিশকে খবর দেন ৷ পুলিশ ও স্থানীয় বাসিন্দারা তড়িঘড়ি আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে ৷

দুর্ঘটনাস্থলে যাঁদের প্রাণ গিয়েছে তাঁদের স্থানীয় সাইফাই মেডিক্যাল কলেজে পাঠানো হয় ৷ সংঘর্ষের ব্যাপকতা এতটাই ছিল যে, বাসটির সামনের অংশ ক্ষতিগ্রস্থ হয় ৷ চারচাকা গাড়িটিও একেবারে দুমড়ে মুচড়ে গিয়েছে ৷ ইটাওয়ার এসএসপি সঞ্জয় কুমার বলেন, "পুরো বিষয়টি তদন্ত করছে পুলিশ। এখনও পর্যন্ত 7 জনের মৃত্যু হয়েছে। আহতের সংখ্যাটা প্রায় 40 জন ৷" প্রাথমিক তদন্ত অনুসারে, এসএসপি আরও জানান, বাসের চালক ঘুমিয়ে পড়েছিলেন, যার ফলে গাড়িটি ভারসাম্য হারিয়ে ফেলে। এতে বাসটি বিপরীত লেনের ঢুকে পড়ে আর চারচাকা গাড়ির সঙ্গে সংঘর্ষ হয় ৷ গাড়িতে থাকা তিনজনের মৃৃত্যু হয়েছে ৷ বাকিরা হাসপাতালে চিকিৎসাধীন ৷

লখনউ, 4 অগস্ট: আগ্রা-লখনউ এক্সপ্রেসওয়েতে ভয়াবহ পথ দুর্ঘটনা ৷ রায়বেরেলি থেকে দিল্লিগামী একটি স্লিপার বাস 50 জনেরও বেশি যাত্রী নিয়ে উত্তরপ্রদেশের ইটাওয়া জেলায় দুর্ঘটনার কবলে পড়ে। চারচাকা গাড়ির সঙ্গে বাসের সংঘর্ষে ইতিমধ্যেই প্রাণ গিয়েছে 7জনের ৷ আহত হয়েছেন কমপক্ষে 40 জন ৷

শনিবার ঘড়িতে তখন প্রায় একটা বাজতে যায় ৷ সেইসময় ইটাওয়ার আগ্রা-লখনউ এক্সপ্রেসওয়েতে একটি স্লিপার বাস ধাক্কা মারে চারাচাকা গাড়িকে ৷ ব্যাপক ওই সংঘর্ষের জেরে গাড়িটি এক্সপ্রেসওয়ে থেকে নীচে পড়ে যায়। ততক্ষণাৎ স্থানীয়রা সংঘর্ষের আওয়াজ ও যাত্রীদের চিৎকারে ছুটে আসেন ৷ দেখেন কেউ রাস্তায় পড়ে, কেউ এক্সপ্রেসওয়ের নীচে আর অধিকাংশই বাসের মধ্যে আহত হয়ে পড়ে রয়েছেন ৷ তড়িঘড়ি তাঁরা পুলিশকে খবর দেন ৷ পুলিশ ও স্থানীয় বাসিন্দারা তড়িঘড়ি আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে ৷

দুর্ঘটনাস্থলে যাঁদের প্রাণ গিয়েছে তাঁদের স্থানীয় সাইফাই মেডিক্যাল কলেজে পাঠানো হয় ৷ সংঘর্ষের ব্যাপকতা এতটাই ছিল যে, বাসটির সামনের অংশ ক্ষতিগ্রস্থ হয় ৷ চারচাকা গাড়িটিও একেবারে দুমড়ে মুচড়ে গিয়েছে ৷ ইটাওয়ার এসএসপি সঞ্জয় কুমার বলেন, "পুরো বিষয়টি তদন্ত করছে পুলিশ। এখনও পর্যন্ত 7 জনের মৃত্যু হয়েছে। আহতের সংখ্যাটা প্রায় 40 জন ৷" প্রাথমিক তদন্ত অনুসারে, এসএসপি আরও জানান, বাসের চালক ঘুমিয়ে পড়েছিলেন, যার ফলে গাড়িটি ভারসাম্য হারিয়ে ফেলে। এতে বাসটি বিপরীত লেনের ঢুকে পড়ে আর চারচাকা গাড়ির সঙ্গে সংঘর্ষ হয় ৷ গাড়িতে থাকা তিনজনের মৃৃত্যু হয়েছে ৷ বাকিরা হাসপাতালে চিকিৎসাধীন ৷

Last Updated : Aug 4, 2024, 1:00 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.