চেন্নাই, 28 মার্চ: মেট্রোর কাজ চলাকালীন পানশালার ছাদ ধসে বড়সড় দুর্ঘটনা ৷ চেন্নাইয়ে মৃত 3 ৷ বৃহস্পতিবার চেন্নাইয়ের আলওয়ার পেট এলাকার 'সেখমেট' নামে একটি পানশালার ঘটনা ৷ প্রাথমিক তদন্তে অনুমান দুর্ঘটনায় মৃতরা সকলেরই পানশালার কর্মী ৷ মৃতরা লালি (22), ম্যাক্স (21) দুইজনেই মণিপুরের বাসিন্দা ৷ মৃত সাইক্লোন রাজ (45) তামিলনাড়ুর বাসিন্দা বলে জানা গিয়েছে ৷ ধসের নীচে অনেকের আটকে থাকার আশঙ্কা করা হচ্ছে ৷
পুলিশ সূত্রে খবর, এদিন সন্ধ্যায় চেন্নাইয়ের আলওয়ারপেট এলাকায় মেট্রোরেলের টানেলের সংস্কারের কাজ চলছিল ৷ সেখানেই অবস্থিত সেখমেট পানশালাটি ৷ সেই সময়েই ভেঙে পড়ে পানশালার ছাদের একাংশ ৷ গুরুতর জখম হন তিন কর্মী ৷ ধ্বংস্তূপের নীচে আরও অনেকে আটকে থাকতে পারে বলেই আশঙ্কা ৷ ঘটনা প্রসঙ্গেই, গ্রেটার চেন্নাই পুলিশের অতিরিক্ত কমিশনার প্রেম আনন্দ সিনহা বলেন, "মেট্রোর কাজ চলাকালীন ছাদ ধসে গিয়েছে পানশালাটির। ঘটনায় ধ্বংসস্তূপের নীচে তিনজন আটকে পড়েছেন ৷ তাদের উদ্ধারের কাজ চলছে। অভিরামপুরম পুলিশ দুর্ঘটনার তদন্ত শুরু করেছে। এখনও পর্যন্ত তিনজনের মৃত্যু হয়েছে। আহতদের অ্যাম্বুলেন্সে করে চিকিৎসা কেন্দ্রে নিয়ে যাওয়া হচ্ছে ৷ "
তিনি আরও জানান, দুর্ঘটনার খবর পেয়েই বিপর্যয় মোকাবিলা বাহিনীর 40জন সদস্যের একটি দল ঘটনাস্থলে পৌঁছে যায় ৷ দ্রুত কাজ শুরু করে ৷ ধ্বংসস্তূপ থেকে তিনজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ এর মধ্যে দু’জনের ঘটনাস্থলে মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা ৷ পরবর্তীতে হাসপাতালে মৃত্যু হয় আরও একজনের ৷ যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধার কাজ চালাচ্ছেন বিপর্যয় মোকাবিলা বাহিনীর জওয়ানরা ৷ ধ্বংসস্তূপের মধ্যে আর কেউ আটকে আছে কি না তা অনুসন্ধান চলছে ৷
আরও পড়ুন: