ETV Bharat / bharat

মহাদেবের জলাভিষেক, মন্দিরে পদপিষ্ট হয়ে 7 পুণ্যার্থীর মৃত্যু - Devotees Die In Stampede

author img

By ETV Bharat Bangla Team

Published : Aug 12, 2024, 8:10 AM IST

Updated : Aug 12, 2024, 9:08 AM IST

7 Died In Stampede In Jehanabad: মহাদেবের জলাভিষেক ঘিরে বিহারের জেহানাবাদ জেলায় বাবা সিদ্ধিনাথ মন্দিরে পদপিষ্ট হয়ে 7 পুণ্যার্থীর মৃত্যু হয়েছে ৷ এঁদের মধ্যে 5 মহিলা রয়েছেন ৷ আহত হয়েছেন অনেকে ৷

DEVOTEES DIE IN STAMPEDE
মন্দিরে পদপিষ্ট হয়ে 7 পুণ্যার্থীর মৃত্যু (নিজস্ব চিত্র)

জেহানাবাদ (বিহার), 12 অগস্ট: বিহারের জেহানাবাদ জেলায় পদপিষ্ট হয়ে 7 পুণ্যার্থীর মৃত্যু ৷ নিহতদের মধ্যে রয়েছেন 5 জন মহিলা ৷ ভানাভার পাহাড়ে অবস্থিত সিদ্ধানাথ মন্দিরে ভিরের কারণে পদপিষ্টের ঘটনাটি ঘটে ৷ শ্রাবণ মাসের চতুর্থ সোমবার জলাভিষেকের জন্য পুণ্যার্থীররা জড়ো হয়েছিলেন ৷ রাত 12টার পর এ ঘটনা ঘটে ৷

মন্দিরে পদপিষ্ট হয়ে 7 পুণ্যার্থীর মৃত্যু (ইটিভি ভারত)

আজ শ্রাবণে মাসের চতুর্থ সোমবার ৷ বিহারের জেহানাবাদ জেলায় ভানাভার পাহাড়ে বাবা সিদ্ধিনাথের মন্দিরে জলাভিষেকের জন্য রবিবার রাতেই জড়ো হন শিব ভক্তরা । অতিরিক্ত ভিড়ের কারণে গভীর রাতে পদপিষ্টের ঘটনা ঘটে ৷ এ ঘটনায় এখনও পর্যন্ত 7 জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে । এঁদের মধ্যে 5 জন মহিলা ও 2 পুরুষ ৷ আহতের সংখ্যা 9 ৷ তবে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে ৷

প্রত্যক্ষদর্শীদের মতে, সোমবারের কারণে ভক্তদের প্রচুর ভিড় জমেছিল । বাবা সিদ্ধনাথের দর্শন পেতে তালালা গঙ্গা ও গৌঘাট হয়ে বিপুল সংখ্যক ভক্ত পাহাড়ে পৌঁছন । যার জেরে মন্দিরের কাছে বিশৃঙ্খলার পরিস্থিতি তৈরি হয় ৷ এরপর হঠাৎ লোকজন এদিক-ওদিক ছুটতে থাকে ৷ এতে অনেকে পড়ে যায় ৷ ঘটনাস্থলেই সাত জনের মৃত্যু হয় ৷ অনেকে গুরুতর আহতও হয়েছেন । সবাইকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহতরা হলেন জেলার মোড় টেকরির বাসিন্দা পুনম দেবী, মখদুমপুর থানা এলাকার লাডোয়া গ্রামের নিশা কুমারী, জলবিঘার নাদোলের সুশীলা দেবী, নগরের এরকি গ্রামের নিশা দেবী । তিন জনের পরিচয় এখনও জানা যায়নি ৷

ঘটনা সম্পর্কে জেহানাবাদের জেলাশাসক অলঙ্করিতা পান্ডে সংবাদসংস্থা এএনআই-কে জানান, পদপিষ্ট হয়ে কমপক্ষে 7 জন মারা গিয়েছে এবং 9 জন আহত হয়েছেন ৷ আমরা সবকিছু পর্যবেক্ষণ করেছি ৷ পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে ৷

দিবাকর কুমার বিশ্বকর্মা, এসএইচও জেহানাবাদ বলেন, "ডিএম ও এসপি ঘটনাস্থল পরিদর্শন করেছেন ৷ তাঁরা পরিস্থিতি খতিয়ে দেখছেন ৷ মোট 7 জন মারা গিয়েছেন ৷ আমরা মৃত ব্যক্তির পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করছি ৷ দেহগুলি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে ৷" অন্যদিকে, জেহানাবাদের এসডিও বিকাশ কুমার বলেন, "যা ঘটেছে, তা দুঃখজনক৷ সমস্ত ব্যবস্থা আটোসাঁটো ছিল ৷"

জেহানাবাদ (বিহার), 12 অগস্ট: বিহারের জেহানাবাদ জেলায় পদপিষ্ট হয়ে 7 পুণ্যার্থীর মৃত্যু ৷ নিহতদের মধ্যে রয়েছেন 5 জন মহিলা ৷ ভানাভার পাহাড়ে অবস্থিত সিদ্ধানাথ মন্দিরে ভিরের কারণে পদপিষ্টের ঘটনাটি ঘটে ৷ শ্রাবণ মাসের চতুর্থ সোমবার জলাভিষেকের জন্য পুণ্যার্থীররা জড়ো হয়েছিলেন ৷ রাত 12টার পর এ ঘটনা ঘটে ৷

মন্দিরে পদপিষ্ট হয়ে 7 পুণ্যার্থীর মৃত্যু (ইটিভি ভারত)

আজ শ্রাবণে মাসের চতুর্থ সোমবার ৷ বিহারের জেহানাবাদ জেলায় ভানাভার পাহাড়ে বাবা সিদ্ধিনাথের মন্দিরে জলাভিষেকের জন্য রবিবার রাতেই জড়ো হন শিব ভক্তরা । অতিরিক্ত ভিড়ের কারণে গভীর রাতে পদপিষ্টের ঘটনা ঘটে ৷ এ ঘটনায় এখনও পর্যন্ত 7 জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে । এঁদের মধ্যে 5 জন মহিলা ও 2 পুরুষ ৷ আহতের সংখ্যা 9 ৷ তবে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে ৷

প্রত্যক্ষদর্শীদের মতে, সোমবারের কারণে ভক্তদের প্রচুর ভিড় জমেছিল । বাবা সিদ্ধনাথের দর্শন পেতে তালালা গঙ্গা ও গৌঘাট হয়ে বিপুল সংখ্যক ভক্ত পাহাড়ে পৌঁছন । যার জেরে মন্দিরের কাছে বিশৃঙ্খলার পরিস্থিতি তৈরি হয় ৷ এরপর হঠাৎ লোকজন এদিক-ওদিক ছুটতে থাকে ৷ এতে অনেকে পড়ে যায় ৷ ঘটনাস্থলেই সাত জনের মৃত্যু হয় ৷ অনেকে গুরুতর আহতও হয়েছেন । সবাইকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহতরা হলেন জেলার মোড় টেকরির বাসিন্দা পুনম দেবী, মখদুমপুর থানা এলাকার লাডোয়া গ্রামের নিশা কুমারী, জলবিঘার নাদোলের সুশীলা দেবী, নগরের এরকি গ্রামের নিশা দেবী । তিন জনের পরিচয় এখনও জানা যায়নি ৷

ঘটনা সম্পর্কে জেহানাবাদের জেলাশাসক অলঙ্করিতা পান্ডে সংবাদসংস্থা এএনআই-কে জানান, পদপিষ্ট হয়ে কমপক্ষে 7 জন মারা গিয়েছে এবং 9 জন আহত হয়েছেন ৷ আমরা সবকিছু পর্যবেক্ষণ করেছি ৷ পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে ৷

দিবাকর কুমার বিশ্বকর্মা, এসএইচও জেহানাবাদ বলেন, "ডিএম ও এসপি ঘটনাস্থল পরিদর্শন করেছেন ৷ তাঁরা পরিস্থিতি খতিয়ে দেখছেন ৷ মোট 7 জন মারা গিয়েছেন ৷ আমরা মৃত ব্যক্তির পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করছি ৷ দেহগুলি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে ৷" অন্যদিকে, জেহানাবাদের এসডিও বিকাশ কুমার বলেন, "যা ঘটেছে, তা দুঃখজনক৷ সমস্ত ব্যবস্থা আটোসাঁটো ছিল ৷"

Last Updated : Aug 12, 2024, 9:08 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.