সাংলি (মহারাষ্ট্র), 18 এপ্রিল: প্রাইভেট ট্রাভেল বাসের সঙ্গে ক্রুজার গাড়ির সংঘর্ষে ভয়াবহ দুর্ঘটনা ৷ মৃত্যু 5 জনের ৷ গুরুতর আহতের সংখ্যা 10 থেকে 11 জন বলে মনে করা হচ্ছে ৷ এর মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক ৷ বুধবার রাতে মহারাষ্ট্রের সাংলি জেলার জাম্বুলওয়াড়ি এলাকায় বিজাপুর-গুহাগড় হাইওয়েতে এই দুর্ঘটনাটি ঘটে । ক্রুজারটি পিছন থেকে প্রাইভেট ট্রাভেল বাসটিকে ধাক্কা দিলে গাড়ির সামনের অংশটি ভেঙে যায় । দুর্ঘটনার পর ক্রুজার গাড়িতে আগুন ধরে যায় । গ্রামবাসীরা সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজ শুরু করে ৷
জানা গিয়েছে, ক্রুজার গাড়িটি কর্ণাটক রাজ্যের বাগলকোটের জামখান্দি থেকে মহারাষ্ট্রের সাংলির তাসগাঁও তালুকের সাভারদে আসছিল । বুধবার সন্ধ্যায় বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে দু'টি ক্রুজার গাড়িতে কয়েকজন সাংলিতে আসছিল । সেই সময় জাম্বুলওয়াড়ি গ্রামের কাছে পিছন থেকে আসা প্রাইভেট ট্রাভেল বাসটিকে ধাক্কা দেয় একটি ক্রুজার । সজোরে ধাক্কা দেওয়ার ফলে ক্রুজার গাড়ির সামনের অংশ দুমড়ে মুচড়ে যায় । ভয়াবহ এই দুর্ঘটনায় ঘটনাস্থলেই ক্রুজারে থাকা 5 জনের মৃত্যু হয় ।
দুর্ঘটনার পর গাড়িটি দুমড়ে-মুচড়ে যাওয়ায় তার ভিতর থেকে মৃতদের বের করতে অনেক অসুবিধার সম্মুখীন হতে হয় । এদিকে ক্রুজারে আগুন লেগে যাওয়ায় ব্যাপক প্রাণহানির আশঙ্কাও ছিল ৷ কিন্তু গ্রামবাসীরা ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে দমকল বাহিনীকে খবর দেয় ৷ দমকলবাহিনী এসে আগুন নিয়ন্ত্রণে আনে এবং দুর্ঘটনাস্থলে পুনরায় উদ্ধারের কাজ শুরু হয় ।
গুরুতর আহতদের প্রাথমিক চিকিৎসার জন্য ধলগাঁও স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে । আহতদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের মিরাজের একটি হাসপাতালে স্থানান্তর করা হয়েছে ।
আরও পড়ুন :