ETV Bharat / bharat

বিয়ের অনুষ্ঠানে মহারাষ্ট্র যাওয়ার পথে গাড়ি দুর্ঘটনা, মৃত কর্ণাটকের 5 বাসিন্দা - Road Accident in Maharashtra - ROAD ACCIDENT IN MAHARASHTRA

Death in Road Accident: বিয়ে বাড়ি যাওয়ার সময় পথ দুর্ঘটনায় মৃত্যু হল 5 জনের ৷ সকলেই কর্ণাটকের বাসিন্দা বলে জানা গিয়েছে ৷ তাঁরা মহারাষ্ট্রে বিয়ের অনুষ্ঠানে যাচ্ছিলেন ৷

Car Accident
ক্ষতিগ্রস্ত ক্রুজার গাড়ি ও বাস
author img

By ETV Bharat Bangla Team

Published : Apr 18, 2024, 11:26 AM IST

সাংলি (মহারাষ্ট্র), 18 এপ্রিল: প্রাইভেট ট্রাভেল বাসের সঙ্গে ক্রুজার গাড়ির সংঘর্ষে ভয়াবহ দুর্ঘটনা ৷ মৃত্যু 5 জনের ৷ গুরুতর আহতের সংখ্যা 10 থেকে 11 জন বলে মনে করা হচ্ছে ৷ এর মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক ৷ বুধবার রাতে মহারাষ্ট্রের সাংলি জেলার জাম্বুলওয়াড়ি এলাকায় বিজাপুর-গুহাগড় হাইওয়েতে এই দুর্ঘটনাটি ঘটে । ক্রুজারটি পিছন থেকে প্রাইভেট ট্রাভেল বাসটিকে ধাক্কা দিলে গাড়ির সামনের অংশটি ভেঙে যায় । দুর্ঘটনার পর ক্রুজার গাড়িতে আগুন ধরে যায় । গ্রামবাসীরা সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজ শুরু করে ৷

জানা গিয়েছে, ক্রুজার গাড়িটি কর্ণাটক রাজ্যের বাগলকোটের জামখান্দি থেকে মহারাষ্ট্রের সাংলির তাসগাঁও তালুকের সাভারদে আসছিল । বুধবার সন্ধ্যায় বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে দু'টি ক্রুজার গাড়িতে কয়েকজন সাংলিতে আসছিল । সেই সময় জাম্বুলওয়াড়ি গ্রামের কাছে পিছন থেকে আসা প্রাইভেট ট্রাভেল বাসটিকে ধাক্কা দেয় একটি ক্রুজার । সজোরে ধাক্কা দেওয়ার ফলে ক্রুজার গাড়ির সামনের অংশ দুমড়ে মুচড়ে যায় । ভয়াবহ এই দুর্ঘটনায় ঘটনাস্থলেই ক্রুজারে থাকা 5 জনের মৃত্যু হয় ।

Car Accident
ক্রুজার গাড়ির ধাক্কায় ট্রাভেল বাস দুমড়ে মুচড়ে গিয়েছে

দুর্ঘটনার পর গাড়িটি দুমড়ে-মুচড়ে যাওয়ায় তার ভিতর থেকে মৃতদের বের করতে অনেক অসুবিধার সম্মুখীন হতে হয় । এদিকে ক্রুজারে আগুন লেগে যাওয়ায় ব্যাপক প্রাণহানির আশঙ্কাও ছিল ৷ কিন্তু গ্রামবাসীরা ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে দমকল বাহিনীকে খবর দেয় ৷ দমকলবাহিনী এসে আগুন নিয়ন্ত্রণে আনে এবং দুর্ঘটনাস্থলে পুনরায় উদ্ধারের কাজ শুরু হয় ।

গুরুতর আহতদের প্রাথমিক চিকিৎসার জন্য ধলগাঁও স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে । আহতদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের মিরাজের একটি হাসপাতালে স্থানান্তর করা হয়েছে ।

আরও পড়ুন :

  1. ট্রাকের নীচে ঢুকে গেল চারচাকা গাড়ি, মৃত 10
  2. পুজো সেরে বাড়ি ফেরা হল না, জাজপুরের দুর্ঘটনায় মৃত এগরার অচিন্ত্য
  3. ট্রাক্টরের ধাক্কায় নাবালকের মৃত্যু ঘিরে তপ্ত ফাঁসিদেওয়া, বিক্ষোভ গ্রামবাসীদের

সাংলি (মহারাষ্ট্র), 18 এপ্রিল: প্রাইভেট ট্রাভেল বাসের সঙ্গে ক্রুজার গাড়ির সংঘর্ষে ভয়াবহ দুর্ঘটনা ৷ মৃত্যু 5 জনের ৷ গুরুতর আহতের সংখ্যা 10 থেকে 11 জন বলে মনে করা হচ্ছে ৷ এর মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক ৷ বুধবার রাতে মহারাষ্ট্রের সাংলি জেলার জাম্বুলওয়াড়ি এলাকায় বিজাপুর-গুহাগড় হাইওয়েতে এই দুর্ঘটনাটি ঘটে । ক্রুজারটি পিছন থেকে প্রাইভেট ট্রাভেল বাসটিকে ধাক্কা দিলে গাড়ির সামনের অংশটি ভেঙে যায় । দুর্ঘটনার পর ক্রুজার গাড়িতে আগুন ধরে যায় । গ্রামবাসীরা সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজ শুরু করে ৷

জানা গিয়েছে, ক্রুজার গাড়িটি কর্ণাটক রাজ্যের বাগলকোটের জামখান্দি থেকে মহারাষ্ট্রের সাংলির তাসগাঁও তালুকের সাভারদে আসছিল । বুধবার সন্ধ্যায় বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে দু'টি ক্রুজার গাড়িতে কয়েকজন সাংলিতে আসছিল । সেই সময় জাম্বুলওয়াড়ি গ্রামের কাছে পিছন থেকে আসা প্রাইভেট ট্রাভেল বাসটিকে ধাক্কা দেয় একটি ক্রুজার । সজোরে ধাক্কা দেওয়ার ফলে ক্রুজার গাড়ির সামনের অংশ দুমড়ে মুচড়ে যায় । ভয়াবহ এই দুর্ঘটনায় ঘটনাস্থলেই ক্রুজারে থাকা 5 জনের মৃত্যু হয় ।

Car Accident
ক্রুজার গাড়ির ধাক্কায় ট্রাভেল বাস দুমড়ে মুচড়ে গিয়েছে

দুর্ঘটনার পর গাড়িটি দুমড়ে-মুচড়ে যাওয়ায় তার ভিতর থেকে মৃতদের বের করতে অনেক অসুবিধার সম্মুখীন হতে হয় । এদিকে ক্রুজারে আগুন লেগে যাওয়ায় ব্যাপক প্রাণহানির আশঙ্কাও ছিল ৷ কিন্তু গ্রামবাসীরা ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে দমকল বাহিনীকে খবর দেয় ৷ দমকলবাহিনী এসে আগুন নিয়ন্ত্রণে আনে এবং দুর্ঘটনাস্থলে পুনরায় উদ্ধারের কাজ শুরু হয় ।

গুরুতর আহতদের প্রাথমিক চিকিৎসার জন্য ধলগাঁও স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে । আহতদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের মিরাজের একটি হাসপাতালে স্থানান্তর করা হয়েছে ।

আরও পড়ুন :

  1. ট্রাকের নীচে ঢুকে গেল চারচাকা গাড়ি, মৃত 10
  2. পুজো সেরে বাড়ি ফেরা হল না, জাজপুরের দুর্ঘটনায় মৃত এগরার অচিন্ত্য
  3. ট্রাক্টরের ধাক্কায় নাবালকের মৃত্যু ঘিরে তপ্ত ফাঁসিদেওয়া, বিক্ষোভ গ্রামবাসীদের
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.