ETV Bharat / bharat

মেরঠে ভেঙে পড়ল তিনতলা বাড়ি! মৃত 8, হাসপাতালে চিকিৎসাধীন 3 - BUILDING COLLAPSED IN MEERUT - BUILDING COLLAPSED IN MEERUT

MEERUT BUILDING COLLAPSED: উত্তরপ্রদেশের মেরঠে বৃষ্টির কারণে বড় ধরনের সমস্যা দেখা দিয়েছে। আচমকাই ভেঙে পড়েছে একটি তিনতলা বাড়ি । ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েন প্রায় 15 জন। এতে একই পরিবারের 8 জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে । যদিও, ধ্বংসস্তূপের নিচে এখনও 4 জন আটকে আছে বলে জানা গিয়েছে। ঘটনায় জখম 3 জনকে নিরাপদে সরিয়ে হাসপাতালে ভর্তি করা হয়েছে ।

MEERUT BUILDING COLLAPSE
মেরঠে ভেঙে পড়া বাড়ির ধ্বংসস্তূপ সরিয়ে উদ্ধারকাজ চলছে (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 15, 2024, 10:33 AM IST

Updated : Sep 15, 2024, 11:09 AM IST

মেরঠ, 15 সেপ্টেম্বর: শনিবার সন্ধ্যায় মেরঠের জাকির কলোনিতে একটি তিনতলা বাড়ি হঠাৎ ভেঙে পড়ে। ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে একই পরিবারের 11 জন-সহ মোট 15 জন। পুলিশ, দমকল, রাজ্য ও জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনি ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। দুর্ঘটনায় 8 জনের মৃত্যুর খবর মিলেছে ।

জেলা ম্যাজিস্ট্রেট জানিয়েছেন, দুর্ঘটনায় 8 জনের মৃত্যু হয়েছে। ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছেন আরও ৪ জন। এসডিআরএফ এবং এনডিআরএফ দল তাদের উদ্ধারের কাজ চালাচ্ছে । ঘটনাস্থলে 15 ঘণ্টা ধরে উদ্ধার অভিযান চলছে । উদ্ধারের কাজে স্নিফার ডগের সাহায্যও নেওয়া হচ্ছে । জানা গিয়েছে, দুর্ঘটনায় নিহত 8 জনের মধ্যে দেড় বছরের একটি মেয়েও রয়েছে। রাজ্য ও জাতীয় বিপর্যয় মোকাবিলা দল স্নিফার ডগ নিয়ে বাকিদের উদ্ধারের চেষ্টা চালাচ্ছে । প্রবল বৃষ্টির মধ্যে গভীর রাতেও উদ্ধার অভিযান চলে ।

শনিবার বিকেল সোয়া 5টার দিকে লোহিয়া নগর থানার জাকির কলোনিতে এই দুর্ঘটনাটি ঘটে। জানা গিয়েছে, এই বাড়িটির বয়স প্রায় 50 বছর । মেরামতের অভাবে বাড়িটি জরাজীর্ণ হয়ে পড়েছিল । স্থানীয় সূত্রের খবর, এই বাড়ির নিচের অংশে একটি বড় দুধের ডেয়ারি চলত ৷ ফলে, দুর্ঘটনার সময় বাড়ির নিচের অংশে গবাদি পশুও ছিল ৷

এই ঘটনায় ডেপুটি ম্যাজিসট্রেট দীপক মিদা জানান, দুর্ঘটনায় সাজিদ (40), সাজিদের দুই মেয়ে সানিয়া (15) এবং দেড় বছরের মেয়ে সিমরা-সহ 8 জন মারা গিয়েছেন । এখনও উদ্ধারকাজ চলছে। বর্তমানে ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আরও 4 জনকে উদ্ধার করা হচ্ছে । বৃষ্টির কারণে উদ্ধারকাজে কিছুটা বিঘ্ন ঘটছে ।

মেরঠ, 15 সেপ্টেম্বর: শনিবার সন্ধ্যায় মেরঠের জাকির কলোনিতে একটি তিনতলা বাড়ি হঠাৎ ভেঙে পড়ে। ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে একই পরিবারের 11 জন-সহ মোট 15 জন। পুলিশ, দমকল, রাজ্য ও জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনি ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। দুর্ঘটনায় 8 জনের মৃত্যুর খবর মিলেছে ।

জেলা ম্যাজিস্ট্রেট জানিয়েছেন, দুর্ঘটনায় 8 জনের মৃত্যু হয়েছে। ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছেন আরও ৪ জন। এসডিআরএফ এবং এনডিআরএফ দল তাদের উদ্ধারের কাজ চালাচ্ছে । ঘটনাস্থলে 15 ঘণ্টা ধরে উদ্ধার অভিযান চলছে । উদ্ধারের কাজে স্নিফার ডগের সাহায্যও নেওয়া হচ্ছে । জানা গিয়েছে, দুর্ঘটনায় নিহত 8 জনের মধ্যে দেড় বছরের একটি মেয়েও রয়েছে। রাজ্য ও জাতীয় বিপর্যয় মোকাবিলা দল স্নিফার ডগ নিয়ে বাকিদের উদ্ধারের চেষ্টা চালাচ্ছে । প্রবল বৃষ্টির মধ্যে গভীর রাতেও উদ্ধার অভিযান চলে ।

শনিবার বিকেল সোয়া 5টার দিকে লোহিয়া নগর থানার জাকির কলোনিতে এই দুর্ঘটনাটি ঘটে। জানা গিয়েছে, এই বাড়িটির বয়স প্রায় 50 বছর । মেরামতের অভাবে বাড়িটি জরাজীর্ণ হয়ে পড়েছিল । স্থানীয় সূত্রের খবর, এই বাড়ির নিচের অংশে একটি বড় দুধের ডেয়ারি চলত ৷ ফলে, দুর্ঘটনার সময় বাড়ির নিচের অংশে গবাদি পশুও ছিল ৷

এই ঘটনায় ডেপুটি ম্যাজিসট্রেট দীপক মিদা জানান, দুর্ঘটনায় সাজিদ (40), সাজিদের দুই মেয়ে সানিয়া (15) এবং দেড় বছরের মেয়ে সিমরা-সহ 8 জন মারা গিয়েছেন । এখনও উদ্ধারকাজ চলছে। বর্তমানে ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আরও 4 জনকে উদ্ধার করা হচ্ছে । বৃষ্টির কারণে উদ্ধারকাজে কিছুটা বিঘ্ন ঘটছে ।

Last Updated : Sep 15, 2024, 11:09 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.