গাজিপুর, 11 মার্চ: বাসে আগুন লেগে ভয়াবহ দুর্ঘটনা ঘটল উত্তরপ্রদেশের গাজিপুরে ৷ পুলিশ জানিয়েছে, এই দুর্ঘটনায় অন্তত পাঁচজনের মৃত্যু হয়েছে ৷ আহত হয়েছেন বেশ কয়েকজন৷ তাঁদের হাসপাতালে ভরতি করা হয়েছে ৷ আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক ৷ ফলে মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে ৷
সোমবার পুলিশ জানিয়েছে, উত্তরপ্রদেশের গাজিপুর জেলার বারহি গ্রামের কাছে ঘটনাটি ঘটে ৷ একটি বেসরকারি বাস হাই-টেনশন তারের সংস্পর্শে আসে । তার জেরেই ওই বাসে আগুন ধরে যায় ৷ দুর্ঘটনার সময় বাসে 50 জন যাত্রী ছিলেন ৷ বাসটি ওই যাত্রীদের নিয়ে মাউ জেলার কাজা এলাকা থেকে মহারে ধামে একটা বিয়ের অনুষ্ঠানে যাচ্ছিল ।
বাসটিতে আগুন লাগতেই ওই রাস্তায় বন্ধ হয়ে যায় যান চলাচল ৷ দু’দিকেই পর পর গাড়ি দাঁড়িয়ে পরে ৷ শুরু হয়ে যায় হইচই ৷ স্থানীয় লোকজন ঘটনাস্থলে ভিড় জমাতে শুরু করেন ৷ কিন্তু বাসটি সিএনজি চালিত ছিল ৷ এর জেরে সিএনজি সিলিন্ডার লাগানো জ্বলন্ত বাসের কাছে যাওয়ার সাহস পায়নি ৷
তবে অনেক যাত্রী বেরিয়ে আসতে সক্ষম হন ৷ পরে পুলিশ ও দমকল ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায় ৷ আগুন নিভিয়ে উদ্ধার করা হয় যাত্রীদের ৷ আহতদের হাসপাতালে পাঠানো হয়৷ নিহতদের পরিচয় এখনও পর্যন্ত জানা যায়নি ৷ উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এই ঘটনায় শোক প্রকাশ করেছেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সব ধরনের সহায়তা দেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন ।
এদিকে এই ঘটনার জেরে ওই রাস্তায় যানজট লেগে যায় ৷ পরিস্থিতি স্বাভাবিক হতে অনেকটা সময় লেগে যায় ৷ ফলে অনেককে ভোগান্তির মুখে পড়তে হয় ৷
আরও পড়ুন: