নারায়ণপুর (ছত্তিশগড়), 30 এপ্রিল: ছত্তিশগড়ের আবুজহমাদে মাওবাদীদের বিরুদ্ধে অভিযানে বড়সড় সাফল্য পেল পুলিশ ও এসটিএফ । জওয়ানরা এনকাউন্টারে 10 মাওবাদীকে হত্যা করেছে । এর মধ্যে দুই মহিলা মাওবাদীও রয়েছে । ঘটনাস্থল থেকে একটি একে-47 অস্ত্র এবং বিপুল পরিমাণ গোলাবারুদ ও অন্যান্য জিনিস উদ্ধার করা হয়েছে ৷ নিহত মাওবাদীদের পরিচয় জানার চেষ্টা করা হচ্ছে । বস্তার আইজি সুন্দররাজ পি এই এনকাউন্টারের খবর নিশ্চিত করেছেন ।
জানা গিয়েছে, ছত্তিশগড় ও মহারাষ্ট্রের সীমান্ত এলাকা টেকমেটা এবং কাকুরের জঙ্গলে এই এনকাউন্টার হয়েছে । সোমবার, ডিআরজি/এসটিএফ জওয়ানদের একটি যৌথ দল নারায়ণপুর/কাঙ্কের সীমান্ত এলাকার আবুজমাদে মাওবাদী অভিযানের জন্য রওনা হয়েছিল । এই অভিযান চলাকালীন আজ সকাল 6 টায় টেকমেটা এবং কাকুরের মধ্যবর্তী জঙ্গলে যৌথ বাহিনী এবং মাওবাদীদের মধ্যে একটি এনকাউন্টার হয় ।
এনকাউন্টারের পরে ঘটনাস্থলে তল্লাশির সময় 2 জন মহিলা মাওবাদী-সহ মোট 7 জন মাওবাদী ক্যাডারের দেহ উদ্ধার করা হয় ৷ পরে আরও তিনজনের মৃত্যু সম্পর্কে নিশ্চিত হন তদন্তকারীরা। তল্লাশির সময় পুলিশ মাওবাদীদের একটি একে-47 রাইফেল প্রচুর পরিমাণে অস্ত্র, গোলাবারুদ এবং দৈনন্দিন ব্যবহারের জিনিসপত্র বাজেয়াপ্ত করেছে । ছত্তিশগড়ে মাওবাদীদের বিরুদ্ধে অভিযানে ধারাবাহিকভাবে সাফল্য পাচ্ছে নিরাপত্তা বাহিনী । 16 এপ্রিলও পুলিশ কাঙ্কেরে 29 জন মাওবাদীকে হত্যা করেছিল ।
বস্তারে মাওবাদীদের বিরুদ্ধে বড় অভিযান
- 2 এপ্রিল 2024: বিজাপুরের গাঙ্গালুরে 9 জন মাওবাদী নিহত হয় । ঘটনাস্থল থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে ।
- 27 মার্চ 2024: বিজাপুরের বাসাগুড়ায় ছয় মাওবাদী নিহত হয় ।
- 7 ফেব্রুয়ারি 2024: বিজাপুরে 4 মাওবাদী নিহত হয় ।
- 26 নভেম্বর 2022: বিজাপুরে 4 মাওবাদী নিহত হয় ।
- 27 নভেম্বর 2014: 27 নভেম্বর 2014-এ জওয়ানরা সুকমার জঙ্গল ঘিরে ফেলে এবং 15 জন নকশালকে হত্যা করে ।
- 16 এপ্রিল 2014: বস্তারে রুটিন মাওবাদী বিরোধী অভিযানে একটি দল ঘটনাস্থলে 10 জন মাওবাদীকে হত্যা করে ।
- 29 জুন 2012: মাওবাদীরা দান্তেওয়াড়ায় জওয়ানদের উপর অতর্কিত হামলা চালায় । একজন মহিলা মাওবাদী-সহ 20 জন মাওবাদী নিহত হয় ওই ঘটনায় ।
- 10 জুলাই 2007: দান্তেওয়াড়ায় নিরাপত্তা বাহিনী শুধুমাত্র মাওবাদীদের পালাতে বাধ্য করেনি বরং তাদের 20 জনকেও হত্যা করেছে ।
আরও পড়ুন: