ETV Bharat / bharat

শীর্ষ আদালতে জামিন খারিজ, আবগারি দুর্নীতিতে ইডি হেফাজতেই কবিতা - Delhi excise policy scam case

Delhi Liquor Scam: আর্থিক জালিয়াতির অভিযোগে ইডির হাতে গ্রেফতার হয়েছেন বিআরএস নেত্রী কে কবিতা ৷ আজ তাঁর জামিনের আবেদন খারিজ করে দিল সুপ্রিম কোর্ট ৷ দিল্লি আবগারি দুর্নীতিতে তিনি জড়িত বলে অভিযোগ ৷ এখন তিনি ইডি হেফাজতে ৷

ETV Bharat
জামিন পেলেন না কে কবিতা
author img

By ETV Bharat Bangla Team

Published : Mar 22, 2024, 3:52 PM IST

নয়াদিল্লি, 22 মার্চ: আবগারি দুর্নীতি মামলায় কে কবিতার জামিনের আবেদন নাকচ করল সুপ্রিম কোর্ট ৷ রাজনৈতিক নেতারা সরাসরি শীর্ষ আদালতে জামিনের আবেদন জানান ৷ এক্ষেত্রে একটি নির্দিষ্ট নীতি মেনে চলে আদালত ৷ তাই শুক্রবার সকালে তাঁর জামিনের আবেদন খারিজের পাশাপাশি তাঁকে নিম্ন আদালতে জামিনের আবেদন করার পরামর্শ দেয় বিচারপতি সঞ্জীব খান্না, বিচারপতি এমএম সুরেশ এবং বিচারপতি বেলা এম ত্রিবেদীর বেঞ্চ ৷ এদিন মামলাকারী কে কবিতার পক্ষে বর্ষীয়ান আইনজীবী কপিল সিবাল সওয়াল-জবাব করেন ৷ উল্লেখ্য, কে কবিতার গ্রেফতারির এক সপ্তাহের মধ্যে গতকালই ইডির হাতে গ্রেফতার হয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল ৷ তিনিও আবগারি দুর্নীতিতে জড়িত বলে অভিযোগ ৷

এদিন তিন বিচারপতির বেঞ্চ জানায়, জামিন দেওয়ার বিষয়ে একটি নির্দিষ্ট নীতি মেনে চলে আদালত ৷ তাই রাজনৈতিক ব্যক্তিত্বরা জামিন চেয়ে সরাসরি শীর্ষ আদালতে আবেদন জানালে আদালতের পক্ষে তা মঞ্জুর করা সম্ভব নয় ৷ যে প্রোটোকল মেনে চলা হচ্ছে, তা এড়িয়ে যাওয়া যায় না ৷ বিআরএস নেত্রী কে কবিতা মামলায় আর্থিক প্রতারণার আইন প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্ট বা পিএমএলএ-কে চ্যালেঞ্জ করেছেন ৷ সেই বিষয়ে ছ'সপ্তাহের মধ্যে ইডিকে জবাব দেওয়ার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট ৷

কে কবিতার পক্ষে আইনজীবী কপিল সিবাল এদিন আদালতে হাইকোর্টে আপিল করার অনুরোধ জানান ৷ বেঞ্চের সামনে তিনি হতাশ বলেও উল্লেখ করেন ৷ এরপর বেঞ্চ সিবালকে জানায়, "আইনজীবী হিসাবে আপনার কখনওই নিরাশ হওয়া উচিত নয় ৷ আবেগী হবেন না ৷ জুলাই মাসে অন্য আবেদনগুলির সঙ্গে রিট পিটিশনের শুনানি হবে ৷ তবে জামিনের বিষয়ে আমরা স্পষ্ট বলে দিতে চাই, আপনাকে নিম্ন আদালতে যেতে হবে ৷" তিন বিচারপতির বেঞ্চে বর্ষীয়ান আইনজীবী কপিল সিবাল ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন-সহ অন্য রাজনৈতিক নেতাদের গ্রেফতারির প্রসঙ্গ উত্থাপন করেন ৷ তবে বেঞ্চ তাঁকে রাজনৈতিক মন্তব্য করতে নিষেধ করেন ৷

15 মার্চ তেলেঙ্গানার প্রাক্তন মুখ্যমন্ত্রী কেসি রাওয়ের মেয়ে কে কবিতার হায়দরাবাদের বাড়িতে তল্লাশি অভিযান চালায় ইডি ৷ তারপরই তাঁকে গ্রেফতার করা হয় ৷ এই গ্রেফতারির বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আবেদন জানিয়েছিলেন তিনি ৷ তবে 46 বছর বয়সি কে কবিতা তেলেঙ্গানার বিধান পরিষেদর সদস্য ৷ ইডি তাঁকে 23 মার্চ পর্যন্ত হেফাজতে রাখবে ৷

আরও পড়ুন:

  1. দিল্লি আবগারি দুর্নীতিতে জড়িত কে কবিতা ? গ্রেফতার তাঁর প্রাক্তন হিসাবরক্ষক
  2. দিল্লি আবগারি নীতি কেলেঙ্কারি মামলায় কেসিআর কন্যাকে আদালতে পেশ
  3. আর্থিক তছরুপের অভিযোগে গ্রেফতার কেজরিওয়াল, কী সেই দুর্নীতি ?

নয়াদিল্লি, 22 মার্চ: আবগারি দুর্নীতি মামলায় কে কবিতার জামিনের আবেদন নাকচ করল সুপ্রিম কোর্ট ৷ রাজনৈতিক নেতারা সরাসরি শীর্ষ আদালতে জামিনের আবেদন জানান ৷ এক্ষেত্রে একটি নির্দিষ্ট নীতি মেনে চলে আদালত ৷ তাই শুক্রবার সকালে তাঁর জামিনের আবেদন খারিজের পাশাপাশি তাঁকে নিম্ন আদালতে জামিনের আবেদন করার পরামর্শ দেয় বিচারপতি সঞ্জীব খান্না, বিচারপতি এমএম সুরেশ এবং বিচারপতি বেলা এম ত্রিবেদীর বেঞ্চ ৷ এদিন মামলাকারী কে কবিতার পক্ষে বর্ষীয়ান আইনজীবী কপিল সিবাল সওয়াল-জবাব করেন ৷ উল্লেখ্য, কে কবিতার গ্রেফতারির এক সপ্তাহের মধ্যে গতকালই ইডির হাতে গ্রেফতার হয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল ৷ তিনিও আবগারি দুর্নীতিতে জড়িত বলে অভিযোগ ৷

এদিন তিন বিচারপতির বেঞ্চ জানায়, জামিন দেওয়ার বিষয়ে একটি নির্দিষ্ট নীতি মেনে চলে আদালত ৷ তাই রাজনৈতিক ব্যক্তিত্বরা জামিন চেয়ে সরাসরি শীর্ষ আদালতে আবেদন জানালে আদালতের পক্ষে তা মঞ্জুর করা সম্ভব নয় ৷ যে প্রোটোকল মেনে চলা হচ্ছে, তা এড়িয়ে যাওয়া যায় না ৷ বিআরএস নেত্রী কে কবিতা মামলায় আর্থিক প্রতারণার আইন প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্ট বা পিএমএলএ-কে চ্যালেঞ্জ করেছেন ৷ সেই বিষয়ে ছ'সপ্তাহের মধ্যে ইডিকে জবাব দেওয়ার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট ৷

কে কবিতার পক্ষে আইনজীবী কপিল সিবাল এদিন আদালতে হাইকোর্টে আপিল করার অনুরোধ জানান ৷ বেঞ্চের সামনে তিনি হতাশ বলেও উল্লেখ করেন ৷ এরপর বেঞ্চ সিবালকে জানায়, "আইনজীবী হিসাবে আপনার কখনওই নিরাশ হওয়া উচিত নয় ৷ আবেগী হবেন না ৷ জুলাই মাসে অন্য আবেদনগুলির সঙ্গে রিট পিটিশনের শুনানি হবে ৷ তবে জামিনের বিষয়ে আমরা স্পষ্ট বলে দিতে চাই, আপনাকে নিম্ন আদালতে যেতে হবে ৷" তিন বিচারপতির বেঞ্চে বর্ষীয়ান আইনজীবী কপিল সিবাল ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন-সহ অন্য রাজনৈতিক নেতাদের গ্রেফতারির প্রসঙ্গ উত্থাপন করেন ৷ তবে বেঞ্চ তাঁকে রাজনৈতিক মন্তব্য করতে নিষেধ করেন ৷

15 মার্চ তেলেঙ্গানার প্রাক্তন মুখ্যমন্ত্রী কেসি রাওয়ের মেয়ে কে কবিতার হায়দরাবাদের বাড়িতে তল্লাশি অভিযান চালায় ইডি ৷ তারপরই তাঁকে গ্রেফতার করা হয় ৷ এই গ্রেফতারির বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আবেদন জানিয়েছিলেন তিনি ৷ তবে 46 বছর বয়সি কে কবিতা তেলেঙ্গানার বিধান পরিষেদর সদস্য ৷ ইডি তাঁকে 23 মার্চ পর্যন্ত হেফাজতে রাখবে ৷

আরও পড়ুন:

  1. দিল্লি আবগারি দুর্নীতিতে জড়িত কে কবিতা ? গ্রেফতার তাঁর প্রাক্তন হিসাবরক্ষক
  2. দিল্লি আবগারি নীতি কেলেঙ্কারি মামলায় কেসিআর কন্যাকে আদালতে পেশ
  3. আর্থিক তছরুপের অভিযোগে গ্রেফতার কেজরিওয়াল, কী সেই দুর্নীতি ?
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.