ETV Bharat / bharat

আজমেরে রেল দুর্ঘটনা, লাইনচ্যুত সবরমতী এক্সপ্রেসের লাইনচ্যুত 4টি বগি, আহত একাধিক

Train Derailed: মাঝরাতে বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল সবরমতী এক্সপ্রেস ৷ আজমেরের সামনে মাদার স্টেশনে দাঁড়িয়ে থাকা পণ্যবাহী ট্রেনকে পিছন থেকে ধাক্কা মারে সবরমতী এক্সপ্রেস ৷ এরপরেই সবরমতী এক্সপ্রেসের ইঞ্জিন ও 4টি বগি লাইনচ্যুত হয়।

Etv Bharat
মাঝরাতে ফের রেল দুর্ঘটনা
author img

By ETV Bharat Bangla Team

Published : Mar 18, 2024, 11:16 AM IST

লাইনচ্যুত ইঞ্জিন-সহ চারটে বগি

আজমের, 18 মার্চ: আজমেরের আগে মাদার স্টেশনের কাছে রবিবার মাঝরাতে ঘটে বড় ট্রেন দুর্ঘটনা ৷ স্টেশনে দাঁড়িয়ে থাকা একটি পণ্যবাহী ট্রেনকে পিছন থেকে ধাক্কা দ্রুত গতিতে আসা সবরমতী এক্সপ্রেসের ৷ ঘটনায় এক্সপ্রেসের ইঞ্জিন এবং 4টি বগি লাইনচ্যুত হয় বলে জানা গিয়েছে। ঘটনায় বেশ কয়েকজন যাত্রী আহত হয়েছেন। তাঁদের স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে ৷ রাতেই দুর্ঘটনাস্থলে পৌঁছন রেলে আধিকারিক-সহ উদ্ধারকারী দল ৷ আজমের রেলওয়ে স্টেশনে ইতিমধ্যেই তৈরি করা হয়েছে হেল্প ডেস্ক ৷

রেলের জনসংযোগ আধিকারিক শশী কিরণ জানিয়েছেন, ট্রেন নম্বর 12548 সবরমতি আগ্রা ক্যান্ট ট্রেন লাইনচ্যুত হয়েছে। রাত 1টা 04 মিনিট নাগাদ দুর্ঘটনাটি ঘটেছে। দুর্ঘটনার খবর পাওয়া মাত্রই আতঙ্ক ছড়িয়ে পড়ে রেল দফতরে। সেই সঙ্গে ট্রেনে যাতায়াতকারী রেল যাত্রীদের মধ্যে বিশৃঙ্খলার পরিবেশ দেখা দেয়। যদিও ঘটনায় কারোর প্রাণহানি হয়নি। কয়েকজন যাত্রী সামান্য আহত হয়েছেন ৷ তাঁদের চিকিৎসার জন্য নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। কীভাবে সবরমতী এক্সপ্রেস লাইনে দাঁড়িয়ে থাকা পণ্যবাহী ট্রেনের ট্র্যাকে ঢুকে পড়ে, এখনও তা জানা যায়নি ৷

দুর্ঘটনাস্থলে পৌঁছেছেন রেলের আধিকারিকরা। এদিকে দুর্ঘটনাস্থলে ত্রাণবাহী গাড়িও পৌঁছেছে। ট্র্যাক সংস্কারের কাজ শুরু হয়েছে। রেল লাইনের উপরে দাঁড়িয়ে থাকা ক্ষতিগ্রস্ত হয়নি এমন বগিগুলিকে সরিয়ে ফেলার কাজ দ্রুত গতিতে শুরু হয়েছে ৷ রেল আধিকারিকদের তরফে আরও জানানো হয়েছে, লাইনে স্বাভাবিক ট্রেন চলাচল শুরু হতে 8 ঘণ্টার বেশি সময় লাগবে ৷ ইতিমধ্যেই এই দুর্ঘটনার কারণে পাঁচটি ট্রেন বাতিল করা হয়েছে বলে জানানো হয়েছে ৷ অন্যদিকে, সবরমতী এক্সপ্রেস ট্রেনের সকল যাত্রীদের অন্য ট্রেনে আজমের স্টেশন পৌঁছে দেওয়া হয়েছে ৷

কোন কোন ট্রেনগুলি বাতিল করা হয়েছে

ট্রেন নম্বর 12065 আজমের-দিল্লি-সরাই রোহিলা, ট্রেন নম্বর 22987 আজমের-আগ্রা ফোর্ট, ট্রেন নম্বর 09605 আজমের-গঙ্গাপুর সিটি, ট্রেন নম্বর 09639 আজমের-রেওয়ারি এবং ট্রেন নম্বর 197335 জয়পুর ট্রেন ইতিমধ্যেই বাতিল করা হয়েছে ৷ এছাড়াও ট্রেন নম্বর 12915 সবরমতী-দিল্লি ও ট্রেন নম্বর 17020 হায়দরাবাদ-হিসার ট্রেনের যাথাপত্র পরিবর্তন করা হয়েছে ৷

আরও পড়ুন

1. লাইন পেরোনোর সময় এক্সপ্রেস ট্রেনের ধাক্কা, মৃত্যু হল কমপক্ষে 2 যাত্রীর

2. তিন-ট্রেনের সংঘর্ষে মৃত্যুমিছিল! রেল-নিরাপত্তার ভীত নাড়িয়ে করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনা, ফিরে দেখা দুর্বিসহ দিনটি

3. চালক-সহকারী ফোনে ক্রিকেট দেখায় মত্ত ছিলেন, অন্ধ্রে রেল দুর্ঘটনার কারণ দর্শালেন রেলমন্ত্রী

লাইনচ্যুত ইঞ্জিন-সহ চারটে বগি

আজমের, 18 মার্চ: আজমেরের আগে মাদার স্টেশনের কাছে রবিবার মাঝরাতে ঘটে বড় ট্রেন দুর্ঘটনা ৷ স্টেশনে দাঁড়িয়ে থাকা একটি পণ্যবাহী ট্রেনকে পিছন থেকে ধাক্কা দ্রুত গতিতে আসা সবরমতী এক্সপ্রেসের ৷ ঘটনায় এক্সপ্রেসের ইঞ্জিন এবং 4টি বগি লাইনচ্যুত হয় বলে জানা গিয়েছে। ঘটনায় বেশ কয়েকজন যাত্রী আহত হয়েছেন। তাঁদের স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে ৷ রাতেই দুর্ঘটনাস্থলে পৌঁছন রেলে আধিকারিক-সহ উদ্ধারকারী দল ৷ আজমের রেলওয়ে স্টেশনে ইতিমধ্যেই তৈরি করা হয়েছে হেল্প ডেস্ক ৷

রেলের জনসংযোগ আধিকারিক শশী কিরণ জানিয়েছেন, ট্রেন নম্বর 12548 সবরমতি আগ্রা ক্যান্ট ট্রেন লাইনচ্যুত হয়েছে। রাত 1টা 04 মিনিট নাগাদ দুর্ঘটনাটি ঘটেছে। দুর্ঘটনার খবর পাওয়া মাত্রই আতঙ্ক ছড়িয়ে পড়ে রেল দফতরে। সেই সঙ্গে ট্রেনে যাতায়াতকারী রেল যাত্রীদের মধ্যে বিশৃঙ্খলার পরিবেশ দেখা দেয়। যদিও ঘটনায় কারোর প্রাণহানি হয়নি। কয়েকজন যাত্রী সামান্য আহত হয়েছেন ৷ তাঁদের চিকিৎসার জন্য নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। কীভাবে সবরমতী এক্সপ্রেস লাইনে দাঁড়িয়ে থাকা পণ্যবাহী ট্রেনের ট্র্যাকে ঢুকে পড়ে, এখনও তা জানা যায়নি ৷

দুর্ঘটনাস্থলে পৌঁছেছেন রেলের আধিকারিকরা। এদিকে দুর্ঘটনাস্থলে ত্রাণবাহী গাড়িও পৌঁছেছে। ট্র্যাক সংস্কারের কাজ শুরু হয়েছে। রেল লাইনের উপরে দাঁড়িয়ে থাকা ক্ষতিগ্রস্ত হয়নি এমন বগিগুলিকে সরিয়ে ফেলার কাজ দ্রুত গতিতে শুরু হয়েছে ৷ রেল আধিকারিকদের তরফে আরও জানানো হয়েছে, লাইনে স্বাভাবিক ট্রেন চলাচল শুরু হতে 8 ঘণ্টার বেশি সময় লাগবে ৷ ইতিমধ্যেই এই দুর্ঘটনার কারণে পাঁচটি ট্রেন বাতিল করা হয়েছে বলে জানানো হয়েছে ৷ অন্যদিকে, সবরমতী এক্সপ্রেস ট্রেনের সকল যাত্রীদের অন্য ট্রেনে আজমের স্টেশন পৌঁছে দেওয়া হয়েছে ৷

কোন কোন ট্রেনগুলি বাতিল করা হয়েছে

ট্রেন নম্বর 12065 আজমের-দিল্লি-সরাই রোহিলা, ট্রেন নম্বর 22987 আজমের-আগ্রা ফোর্ট, ট্রেন নম্বর 09605 আজমের-গঙ্গাপুর সিটি, ট্রেন নম্বর 09639 আজমের-রেওয়ারি এবং ট্রেন নম্বর 197335 জয়পুর ট্রেন ইতিমধ্যেই বাতিল করা হয়েছে ৷ এছাড়াও ট্রেন নম্বর 12915 সবরমতী-দিল্লি ও ট্রেন নম্বর 17020 হায়দরাবাদ-হিসার ট্রেনের যাথাপত্র পরিবর্তন করা হয়েছে ৷

আরও পড়ুন

1. লাইন পেরোনোর সময় এক্সপ্রেস ট্রেনের ধাক্কা, মৃত্যু হল কমপক্ষে 2 যাত্রীর

2. তিন-ট্রেনের সংঘর্ষে মৃত্যুমিছিল! রেল-নিরাপত্তার ভীত নাড়িয়ে করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনা, ফিরে দেখা দুর্বিসহ দিনটি

3. চালক-সহকারী ফোনে ক্রিকেট দেখায় মত্ত ছিলেন, অন্ধ্রে রেল দুর্ঘটনার কারণ দর্শালেন রেলমন্ত্রী

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.