ETV Bharat / bharat

'সংবিধান রামরাজ্য থেকে অনুপ্রাণিত', মন কি বাতে দাবি মোদির - মোদি

Mann Ki Baat: আজকের মন কি বাত অনুষ্ঠানে মোদির গলায় শোনা গেল রাম মন্দির, সংবিধান আসন্ন লোকসভা নির্বাচন প্রসঙ্গে ৷ এদিন প্রধানমন্ত্রী বলেন, "ভারতের সংবিধান অনেক চিন্তাভাবনা করে তৈরি করা হয়েছে। একে বলা হয় লিভিং ডকুমেন্ট। ভারতের সংবিধান রামরাজ্য় থেকে অনুপ্রাণিত। সংবিধানের মূল অনুলিপির তৃতীয় অধ্যায়ে, ভারতের নাগরিকদের মৌলিক অধিকারগুলি বর্ণনা করা হয়েছে।"

মন কি বাতে মোদি
Mann Ki Baat
author img

By PTI

Published : Jan 28, 2024, 4:21 PM IST

Updated : Jan 28, 2024, 5:32 PM IST

নয়াদিল্লি, 28 জানুয়ারি: রাম মন্দির উদ্বোধনের পর রবিবার ছিল প্রধানমন্ত্রী মোদির প্রথম 'মন কি বাত' ৷ এদিনের 'মন কি বাতে' একাধিক প্রসঙ্গের পাশাপাশি উঠে এল রামমন্দির ও সংবিধানের কথা ৷ রবিবার মোদির 'মন কি বাতে'র 109তম পর্ব তথা দশম বর্ষে পদার্পণের দিন শুরুতেই উঠে আসে সংবিধানের প্রসঙ্গটি। তিনি বলেন, "বহু সাধনার পর লিখিত আকারে তৈরি হয়েছে এই সংবিধান। আসল সংবিধানের তিনটি ভাগ রয়েছে। যার প্রত্যেকটিতে দেশবাসীর মৌলিক অধিকার সুনিশ্চিত করার বিষয় লেখা আছে। আর তৃতীয় খণ্ডটির শুরুটা সংবিধান রচয়িতারা ফাঁকা রেখেছিলেন রাম-সীতা ও লক্ষ্মণের ছবি বসানোর জন্য। রাম রাজত্বের নিয়মকানুনই সংবিধান রচনায় অনুপ্রেরণা জুগিয়েছিল বলে দাবি করেন মোদি ৷

অযোধ্যায় রাম মন্দির নির্মাণ থেকে উদ্বোধন মহানুষ্ঠানের কৃতিত্ব মোদির, এমনটাই বিজেপির তরফে বলা হয়েছে ৷ এদিন নরেন্দ্র মোদি বলেন, "রামের প্রতি ভক্তি ও অনুভূতি অযোধ্যায় প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠান দেশের কোটি কোটি মানুষকে একত্রিত করেছে। সকলের মুখে রামনাম। শ্রীরামকে উৎসর্গ করে বহু মানুষ রাম ভজন গেয়েছেন।" প্রধানমন্ত্রীর আরও সংযোজন, 22 জানুয়ারি সন্ধ্যায় সমগ্র দেশ রাম জ্যোতি প্রজ্জ্বলিত করে দীপাবলি উদযাপন করেছেন ৷

প্রধানমন্ত্রী মোদি আজ স্বাধীনতা সংগ্রামী লালা লাজপত রায় এবং ফিল্ড মার্শাল কেএম কারিপ্পাকে তাঁদের জন্মবার্ষিকীতে গভীর শ্রদ্ধা নিবেদন করেন। এদিন তিনি তাঁর ভাষণে ঘোষণা করেন, 'পরীক্ষা পে আলোচনা' আগামিকাল সকাল 11টায় অনুষ্ঠিত হবে। তিনি বলেন, "এই কর্মসূচি পরীক্ষার্থীদের অনুপ্রাণিত করবে ও পরীক্ষার প্রস্তুতি নিয়ে চাপ কমাতে সাহায্য করবে ৷" প্রধানমন্ত্রী মোদি শিক্ষার্থীদের আগামিকালের কর্মসূচিতে যোগ দেওয়ার আহ্বানও জানিয়েছেন ৷

আরও পড়ুন:

  1. উপহার জমেছে প্রচুর, রামলালার মাথায় শোভা পাওয়ার অপেক্ষায় 11 কোটির হীরের মুকুট
  2. মাটির ভাঁড়ে চায়ে চুমুক ! ইউপিআইতে দাম মিটিয়ে অভিভূত ফরাসি প্রেসিডেন্ট ম্যাক্রোঁ
  3. বুধেও রাম মন্দিরে উপড়ে পড়ছে ভিড়, আজও 5 লক্ষ ভক্ত সমাগম

নয়াদিল্লি, 28 জানুয়ারি: রাম মন্দির উদ্বোধনের পর রবিবার ছিল প্রধানমন্ত্রী মোদির প্রথম 'মন কি বাত' ৷ এদিনের 'মন কি বাতে' একাধিক প্রসঙ্গের পাশাপাশি উঠে এল রামমন্দির ও সংবিধানের কথা ৷ রবিবার মোদির 'মন কি বাতে'র 109তম পর্ব তথা দশম বর্ষে পদার্পণের দিন শুরুতেই উঠে আসে সংবিধানের প্রসঙ্গটি। তিনি বলেন, "বহু সাধনার পর লিখিত আকারে তৈরি হয়েছে এই সংবিধান। আসল সংবিধানের তিনটি ভাগ রয়েছে। যার প্রত্যেকটিতে দেশবাসীর মৌলিক অধিকার সুনিশ্চিত করার বিষয় লেখা আছে। আর তৃতীয় খণ্ডটির শুরুটা সংবিধান রচয়িতারা ফাঁকা রেখেছিলেন রাম-সীতা ও লক্ষ্মণের ছবি বসানোর জন্য। রাম রাজত্বের নিয়মকানুনই সংবিধান রচনায় অনুপ্রেরণা জুগিয়েছিল বলে দাবি করেন মোদি ৷

অযোধ্যায় রাম মন্দির নির্মাণ থেকে উদ্বোধন মহানুষ্ঠানের কৃতিত্ব মোদির, এমনটাই বিজেপির তরফে বলা হয়েছে ৷ এদিন নরেন্দ্র মোদি বলেন, "রামের প্রতি ভক্তি ও অনুভূতি অযোধ্যায় প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠান দেশের কোটি কোটি মানুষকে একত্রিত করেছে। সকলের মুখে রামনাম। শ্রীরামকে উৎসর্গ করে বহু মানুষ রাম ভজন গেয়েছেন।" প্রধানমন্ত্রীর আরও সংযোজন, 22 জানুয়ারি সন্ধ্যায় সমগ্র দেশ রাম জ্যোতি প্রজ্জ্বলিত করে দীপাবলি উদযাপন করেছেন ৷

প্রধানমন্ত্রী মোদি আজ স্বাধীনতা সংগ্রামী লালা লাজপত রায় এবং ফিল্ড মার্শাল কেএম কারিপ্পাকে তাঁদের জন্মবার্ষিকীতে গভীর শ্রদ্ধা নিবেদন করেন। এদিন তিনি তাঁর ভাষণে ঘোষণা করেন, 'পরীক্ষা পে আলোচনা' আগামিকাল সকাল 11টায় অনুষ্ঠিত হবে। তিনি বলেন, "এই কর্মসূচি পরীক্ষার্থীদের অনুপ্রাণিত করবে ও পরীক্ষার প্রস্তুতি নিয়ে চাপ কমাতে সাহায্য করবে ৷" প্রধানমন্ত্রী মোদি শিক্ষার্থীদের আগামিকালের কর্মসূচিতে যোগ দেওয়ার আহ্বানও জানিয়েছেন ৷

আরও পড়ুন:

  1. উপহার জমেছে প্রচুর, রামলালার মাথায় শোভা পাওয়ার অপেক্ষায় 11 কোটির হীরের মুকুট
  2. মাটির ভাঁড়ে চায়ে চুমুক ! ইউপিআইতে দাম মিটিয়ে অভিভূত ফরাসি প্রেসিডেন্ট ম্যাক্রোঁ
  3. বুধেও রাম মন্দিরে উপড়ে পড়ছে ভিড়, আজও 5 লক্ষ ভক্ত সমাগম
Last Updated : Jan 28, 2024, 5:32 PM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.