নয়াদিল্লি, 7 মার্চ: আবগারি কেলেঙ্কারির মামলায় পরপর ইডি-র সমন উপেক্ষা করার জন্য দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে তলব করল দিল্লির রাউজ অ্যাভিনিউ আদালত ৷ ইডি নতুন করে অভিযোগ দায়ের করায় তার প্রেক্ষিতে অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিব্যা মালহোত্রা কেজরিওয়ালকে 16 মার্চ আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন ।
আজ অতিরিক্ত সলিসিটর জেনারেল এসভি রাজু ইডির পক্ষে আদালতে হাজির হয়ে বলেন, অরবিন্দ কেজরিওয়ালকে বেআইনি অর্থপাচার আইনের 50 ধারার অধীনে ক্রমাগত সমন পাঠাচ্ছে ইডি ৷ তবে তিনি কিছুতেই হাজিরা দিচ্ছেন না । আম আদমি পার্টির নেতা তদন্তে সহযোগিতা করছেন না বলে দাবি করেন এসভি রাজু ৷ তিনি বলেন, ইডি অরবিন্দ কেজরিওয়ালকে আটবার সমন পাঠিয়েছে । রাউজ অ্যাভিনিউ আদালতে কেজরিওয়ালের বিরুদ্ধে এই নিয়ে দ্বিতীয় অভিযোগ দায়ের করেছে ইডি ।
এর আগে, 17 ফেব্রুয়ারি আদালত কেজরিওয়ালকে স্বস্তি দিয়ে 16 মার্চ তাঁকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছিল । 17 ফেব্রুয়ারির পরে ইডি তিনবার কেজরিওয়ালকে সমন জারি করেছে, কিন্তু তিনি ইডি-র সামনে হাজির হননি । 17 ফেব্রুয়ারি কেজরিওয়াল বাজেট অধিবেশন এবং দিল্লি বিধানসভার আস্থা প্রস্তাবে উদ্ধৃতি দিয়ে শারীরিকভাবে উপস্থিত হওয়া থেকে অব্যাহতি দাবি করেছিলেন । মামলার পরবর্তী শুনানিতে আদালতে হাজির হওয়ার আশ্বাস দিয়েছিলেন দিল্লির মুখ্যমন্ত্রী ।
প্রসঙ্গত, গত 7 ফেব্রুয়ারি ইডি-র প্রথম অভিযোগটির ভিত্তিতে কেজরিকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেয় রাউজ অ্যাভিনিউ আদালত । দিল্লি আবগারি কেলেঙ্কারি মামলায় প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া এবং রাজ্যসভার সদস্য সঞ্জয় সিং বিচারবিভাগীয় হেফাজতে রয়েছেন । 4 অক্টোবর সঞ্জয় সিংকে তাঁর সরকারি বাসভবনে জিজ্ঞাসাবাদ করার পর ইডি গ্রেফতার করে ।
2023 সালের 9 মার্চ এই মামলায় জিজ্ঞাসাবাদের পর তিহাড় সংশোধনাগার থেকে মণীশ সিসোদিয়াকে গ্রেফতার করে ইডি । সিসোদিয়াকে এর আগে 2023 সালের 26 ফেব্রুয়ারি গ্রেফতার করে সিবিআই । রাউজ অ্যাভিনিউ আদালত সঞ্জয় সিংয়ের জামিনের আবেদন খারিজ করে দিয়েছে । সঞ্জয় সিং-এর জামিনের আবেদন হাইকোর্ট খারিজ করে দেওয়ায় তিনি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হচ্ছেন ৷ এ দিকে, মণীশ সিসোদিয়ার জামিনের আবেদন খারিজ করে দেয় সুপ্রিম কোর্ট ।
আরও পড়ুন: