পটনা, 10 ডিসেম্বর: ইন্ডিয়া জোটের নেতৃত্ব বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে দেওয়া উচিত বলে মনে করেন লালুপ্রসাদ যাদব ৷ তৃণমূল সুপ্রিমোকে 'ইন্ডিয়া'র কান্ডারি হিসেবে দেখতে চান আরজেডি সভাপতি ৷ তিনি বলেন, "আমার মনে হয় মমতা বন্দ্যোপাধ্যায়কে বিরোধী জোটের নেতৃত্বের দায়িত্ব নেওয়া উচিত ৷ জোটের বাকি নেতারা রাজি হলে কংগ্রেস বাধা দেবে কেন ? এই দায়িত্বের জন্য কংগ্রেস কাউকে বেছে রাখলেও, তাতে কোনও লাভ হবে না ৷"
সম্প্রতি আরজেডি নেতা তেজস্বী যাদব বলেন, "যেকোনও শীর্ষ নেতাই ইন্ডিয়া জোটের নেতৃত্ব দিতে পারেন ৷ মমতা বন্দ্যোপাধ্যায়ও হতে পারেন ৷ তবে আলোচনার মাধ্যমে সেই সিদ্ধান্ত নিতে হবে ৷" তারপরই ইন্ডিয়া জোটের নেতৃত্বে মমতাকে পূর্ণসমর্থন করেন লালুপ্রসাদ ৷
সাম্প্রতিক সময়ে ইন্ডিয়া জোটের সঙ্গে মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দূরত্ব নিয়ে রাজনৈতিক জল্পনা শুরু হয়েছে ৷ এমনকী, সংসদের অধিবেশনে ইন্ডিয়া জোটকে তাঁর এড়িয়ে যাওয়ার বিষয়টি সেই জল্পনায় ঘৃতাহুতি দেয় ৷ বিজেপি বিরোধী জোটের নেতৃত্ব নিয়ে তৃণমূল সুপ্রিমোও যে খুশি নন, তা স্পষ্ট হয়ে যায় তাঁর সাম্প্রতিক বক্তব্যে ৷ তিনি জানান, দায়িত্ব দেওয়া হলে তিনি মুখ্যমন্ত্রীত্ব এবং জোটের নেতৃত্ব উভয়ই সামলাতে পারবেন ৷
মমতা বন্দ্যোপাধ্যায় আরও বলেন, "আমি তো ইন্ডিয়া জোট তৈরি করে দিয়েছিলাম । জোট রাখতে পারছে না, তো আমি কী করব ? আমি এই ফ্রন্টকে নেতৃত্ব দিই না । যাঁরা নেতা, তাঁদের এটা দেখা উচিত। তবে আমার সঙ্গে সমস্ত আঞ্চলিক ও জাতীয় দলের যোগাযোগ রয়েছে। আমি সেই সম্পর্ক বজায় রেখেছি ।"
তৃণমূল নেত্রীর এই বক্তব্যের পর জাতীয় রাজনীতিতে তরজা শুরু হয় ৷ কয়েকদিন আগে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যকে সমর্থন জানান ন্য়াশনালিস্ট কংগ্রেস পার্টির (এনসিপি) প্রধান তথা দেশের বর্ষীয়ান নেতা শরদ পাওয়ার ৷ তিনি বলেন, "দেশের একজন যোগ্য নেত্রী তিনি ৷ সুতরাং, তাঁর এই ধরণের মন্তব্য করা শোভা পায় ৷ সংসদে তাঁর পাঠানো মন্ত্রীরা কঠোর পরিশ্রমী ও যোগ্য ৷" এবার সেই একই সুর শোনা গেল বিহারের প্রাক্তন মুখ্য়মন্ত্রীর বক্তব্যেও ৷
#WATCH | Delhi: Shiv Sena (UBT) leader Sanjay Raut says, " no one is questioning rahul gandhi's leadership...he is the leader of all of us...if some of our allies, be it tmc, lalu ji, akhilesh ji, have a different opinion about the india alliance...we all have formed the india… pic.twitter.com/teN5tv39hV
— ANI (@ANI) December 10, 2024
বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রীর এই বক্তব্যের পর রাজনৈতিক মহলে তরজা শুরু হয়েছে ৷ শিবসেনা (উদ্ধব) নেতা সঞ্জয় রাউত বলেন, "রাহুল গান্ধির নেতৃত্ব নিয়ে কোনও প্রশ্নই ওঠে না ৷ আমরা সকলে ইন্ডিয়া জোট গড়ে তুলেছি ৷ সেক্ষেত্রে জোটের নেতাদের মধ্যে কোনও নতুন ভাবনা তৈরি হলে, তা নিয়ে আলোচনা করতে হবে ৷ আর কংগ্রেসকেও সেই আলোচনায় যোগ দিতে হবে ৷"
#WATCH | Delhi: On Former Bihar CM and RJD chief Lalu Yadav's statement, Shiv Sena(UBT) MP Priyanka Chaturvedi says, " india alliance will take a unanimous decision. mamata banerjee has said that she is ready to lead the india alliance, it is an important suggestion... if she gets… https://t.co/zpZ37QZ8IW pic.twitter.com/DKhtxR0Bet
— ANI (@ANI) December 10, 2024
তৃণমূল সুপ্রিমোকে সমর্থন জানান শিবসেনা (উদ্ধব)এর নেত্রী প্রিয়াঙ্কা চতুর্বেদী ৷ তিনি বলেন, "মমতা বন্দ্যোপাধ্যায় একটি প্রস্তাব দিয়েছেন ৷ বিষয়টি নিয়ে আলোচনা হবে ৷ আমরা নিশ্চিত তিনি ইন্ডিয়া জোটকে আরও শক্তিশালী করে তুলবেন ৷"
#WATCH | Jammu: On INDIA bloc, Jammu and Kashmir Chief Minister Omar Abdullah says, " there has been no meeting of the india bloc after the lok sabha elections, so the question of change of leadership does not arise. let there be a meeting and let mamata banerjee claim the… pic.twitter.com/GvzsgAmmil
— ANI (@ANI) December 9, 2024
অন্যদিকে, জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা বলেন, "লোকসভা নির্বাচনের পর ইন্ডিয়া জোটের কোনও বৈঠক হয়নি ৷ সুতরাং, আলোচনার মাধ্যমেই এই সিদ্ধান্ত নেওয়া হবে ৷"
Hon’ble West Bengal Chief Minister Didi Mamta Ji is an ideal candidate to lead the INDIA alliance as she has the required political and electoral experience to head an alliance. Didi is also the CM of a large state with 42 Lok Sabha seats and has proven herself time and again.…
— Vijayasai Reddy V (@VSReddy_MP) December 9, 2024
বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায়কে সমর্থন জানিয়েছেন ওয়াইএসআরসিপি সাংসদ বিজয়সাই রেড্ডি ৷ তিনি বলেন, "জোটের নেতৃত্ব দেওয়ার জন্য আদর্শ হলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তাঁর এই জোটের নেতৃত্ব দেওয়ার জন্য প্রয়োজনীয় রাজনৈতিক এবং নির্বাচনী অভিজ্ঞতা রয়েছে । 42টি লোকসভা আসন-সহ একটি বৃহৎ রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি ৷"