ETV Bharat / bharat

চাকরির বদলে জমি মামলায় ইডি অফিসে হাজিরা লালুর, মঙ্গলবার তলব তেজস্বীকে

Lalu Prasad Yadav: চাকরির বদলে জমি কেলেঙ্কারি মামলায় সোমবার বিহারের পটনায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের অফিসে হাজিরা দিলেন লালু প্রসাদ যাদব ৷ আরজেডি-র কর্মী-সমর্থকরা হাজির ছিলেন ইডি অফিসের বাইরে ৷ তাঁদের বিজেপি বিরোধী স্লোগান দিতে দেখা যায় ৷ মঙ্গলবার তেজস্বী যাদবকেও তলব করেছে ইডি ৷

Lalu Prasad Yadav
Lalu Prasad Yadav
author img

By ETV Bharat Bangla Team

Published : Jan 29, 2024, 12:45 PM IST

পটনা, 29 জানুয়ারি: রবিবারই সরকারের শরিক থেকে বিরোধী দলে পরিণত হয়েছে আরজেডি ৷ সেই ঘটনার 24 ঘণ্টা কাটার আগেই এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের অফিসে হাজিরা দিলেন বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী ও আরজেডি সভাপতি লালু প্রসাদ যাদব ৷ চাকরির বদলে জমি কেলেঙ্কারি মামলায় জিজ্ঞাসাবাদের জন্য তাঁকে তলব করেছিল ইডি ৷ একই মামলায় তাঁর ছেলে ও বিহারের সদ্য প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রী তেজস্বী যাদবকেও তলব করা হয়েছে বলে ইডি সূত্রে খবর ৷ ওই সূত্র জানাচ্ছে যে তেজস্বীকে আগামিকাল মঙ্গলবারই হাজির হতে বলা হয়েছে ৷

এ দিন লালু প্রসাদ যাদবের সঙ্গে ইডি অফিসে যান তাঁর কন্যা মিসা ভারতী ৷ তিনি সংবাদমাধ্যমকে বলেন, "এটা নতুন কিছু নয়। যাঁরা তাদের (বিজেপি) সঙ্গে আসছেন না, তাঁদের কাছে এই শুভেচ্ছা কার্ড (সমন) পাঠানো হচ্ছে । যখনই কোনও সংস্থা আমাদের পরিবারকে ফোন করে, আমরা সেখানে যাই ও তাদের সঙ্গে সহযোগিতা করি ৷ তাদের প্রশ্নের উত্তর দিই ।" এছাড়া এ দিন পটনায় ইডি অফিসের সামনে আরজেডির অনেক সমর্থক হাজির হয়েছিলেন ৷ তাঁরা সেখানে বিজেপির বিরুদ্ধে স্লোগান দিতে থাকেন ৷

উল্লেখ্য, লালু ও তাঁর ছেলে তেজস্বী যাদবকে গত 19 জানুয়ারি চাকরি কেলেঙ্কারির মামলায় ইডি সমন পাঠায় । আজ, সোমবার (29 জানুয়ারি) আরজেডি প্রধান লালু প্রসাদ যাদবকে আজ তলব করা হয় ও তাঁর ছেলে তেজস্বী যাদবকে মঙ্গলবার জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয় । তবে সূত্র মারফত জানা গিয়েছে যে তেজস্বী ব্যস্ততার কারণ দেখিয়ে ইডি সমন এড়িয়ে যেতে পারেন । এই নিয়ে তিনবার ইডি ডাকল তেজস্বীকে ৷ এর আগে 22 ডিসেম্বর ও 5 জানুয়ারি তাঁকে তলব করা হয়েছিল ৷ দু’বারই তিনি যাননি ৷ ফলে মঙ্গলবার না গেলে পরপর তিনবার তিনি ইডির হাজিরা এড়াবেন ৷

প্রসঙ্গত, লালু প্রসাদ যাদব রেলমন্ত্রী থাকাকালীন রেলে চাকরি দেওয়ার বদলে জমি নিয়েছিলেন বলে অভিযোগ ৷ প্রায় 14 বছরের পুরনো এই মামলা ৷ এই নিয়ে সিবিআই তদন্ত হয় ৷ সিবিআই এই মামলায় চার্জশিটও পেশ করে দিয়েছে ৷

আরও পড়ুন:

  1. ‘ইন্ডিয়া’র আসন সমঝোতা এত দ্রুত হওয়া সম্ভব নয়, মত আরজেডি সুপ্রিমো লালু প্রসাদ যাদবের
  2. দুর্নীতি মামলায় লালুর সম্পত্তি বাজেয়াপ্ত করল ইডি
  3. চাকরির জন্য জমি নিয়ে দুর্নীতির মামলায় লালু-রাবড়িদের জামিন

পটনা, 29 জানুয়ারি: রবিবারই সরকারের শরিক থেকে বিরোধী দলে পরিণত হয়েছে আরজেডি ৷ সেই ঘটনার 24 ঘণ্টা কাটার আগেই এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের অফিসে হাজিরা দিলেন বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী ও আরজেডি সভাপতি লালু প্রসাদ যাদব ৷ চাকরির বদলে জমি কেলেঙ্কারি মামলায় জিজ্ঞাসাবাদের জন্য তাঁকে তলব করেছিল ইডি ৷ একই মামলায় তাঁর ছেলে ও বিহারের সদ্য প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রী তেজস্বী যাদবকেও তলব করা হয়েছে বলে ইডি সূত্রে খবর ৷ ওই সূত্র জানাচ্ছে যে তেজস্বীকে আগামিকাল মঙ্গলবারই হাজির হতে বলা হয়েছে ৷

এ দিন লালু প্রসাদ যাদবের সঙ্গে ইডি অফিসে যান তাঁর কন্যা মিসা ভারতী ৷ তিনি সংবাদমাধ্যমকে বলেন, "এটা নতুন কিছু নয়। যাঁরা তাদের (বিজেপি) সঙ্গে আসছেন না, তাঁদের কাছে এই শুভেচ্ছা কার্ড (সমন) পাঠানো হচ্ছে । যখনই কোনও সংস্থা আমাদের পরিবারকে ফোন করে, আমরা সেখানে যাই ও তাদের সঙ্গে সহযোগিতা করি ৷ তাদের প্রশ্নের উত্তর দিই ।" এছাড়া এ দিন পটনায় ইডি অফিসের সামনে আরজেডির অনেক সমর্থক হাজির হয়েছিলেন ৷ তাঁরা সেখানে বিজেপির বিরুদ্ধে স্লোগান দিতে থাকেন ৷

উল্লেখ্য, লালু ও তাঁর ছেলে তেজস্বী যাদবকে গত 19 জানুয়ারি চাকরি কেলেঙ্কারির মামলায় ইডি সমন পাঠায় । আজ, সোমবার (29 জানুয়ারি) আরজেডি প্রধান লালু প্রসাদ যাদবকে আজ তলব করা হয় ও তাঁর ছেলে তেজস্বী যাদবকে মঙ্গলবার জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয় । তবে সূত্র মারফত জানা গিয়েছে যে তেজস্বী ব্যস্ততার কারণ দেখিয়ে ইডি সমন এড়িয়ে যেতে পারেন । এই নিয়ে তিনবার ইডি ডাকল তেজস্বীকে ৷ এর আগে 22 ডিসেম্বর ও 5 জানুয়ারি তাঁকে তলব করা হয়েছিল ৷ দু’বারই তিনি যাননি ৷ ফলে মঙ্গলবার না গেলে পরপর তিনবার তিনি ইডির হাজিরা এড়াবেন ৷

প্রসঙ্গত, লালু প্রসাদ যাদব রেলমন্ত্রী থাকাকালীন রেলে চাকরি দেওয়ার বদলে জমি নিয়েছিলেন বলে অভিযোগ ৷ প্রায় 14 বছরের পুরনো এই মামলা ৷ এই নিয়ে সিবিআই তদন্ত হয় ৷ সিবিআই এই মামলায় চার্জশিটও পেশ করে দিয়েছে ৷

আরও পড়ুন:

  1. ‘ইন্ডিয়া’র আসন সমঝোতা এত দ্রুত হওয়া সম্ভব নয়, মত আরজেডি সুপ্রিমো লালু প্রসাদ যাদবের
  2. দুর্নীতি মামলায় লালুর সম্পত্তি বাজেয়াপ্ত করল ইডি
  3. চাকরির জন্য জমি নিয়ে দুর্নীতির মামলায় লালু-রাবড়িদের জামিন
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.