ETV Bharat / bharat

অপরাধ-রাজনীতির যোগসাজশে আরজি কর-কাণ্ড, ‘লজ্জাজনক’ ঘটনা নিয়ে সরব মোহন ভগবত - MOHAN BHAGWAT ON RG KAR INCIDENT

আরজি কর-কাণ্ডকে লজ্জাজনক বলে উল্লেখ করলেন আরএসএস প্রধান মোহন ভগবত ৷ এমন ঘটনা যাতে না-ঘটে, সেই ব্যবস্থা করার পক্ষে সওয়াল সংঘ প্রধানের ৷

MOHAN BHAGWAT
আরএসএস প্রধান মোহন ভগবত ৷ (ছবি- পিটিআই)
author img

By PTI

Published : Oct 12, 2024, 12:35 PM IST

নাগপুর, 12 অক্টোবর: আরজি কর ইস্যুতে এবার আরএসএস প্রধান মোহন ভগবতের নিশানায় রাজ্যের শাসকদল এবং রাজ্য সরকার ৷ এই ঘটনা নিয়ে অপসংস্কৃতির সঙ্গে অপরাধ ও রাজনীতির যোগসাজশের অভিযোগ করলেন তিনি ৷ শনিবার নাগপুরে বিজয়া দশমীর বার্ষিক অনুষ্ঠান মঞ্চ থেকে আরজি কর হাসপাতালের ঘটনার নিন্দা করলেন সংঘ প্রধান ৷

আরজি কর-কাণ্ডের ঘটনায় সরাসরি রাজ্য প্রশাসনকে নিশানা করেছেন মোহন ভগবত ৷ তিনি অভিযোগ করেছেন, পুরো ঘটনাকে ধামাচাপা দেওয়ার এবং অপরাধীদের বাঁচানোর চেষ্টা হয়েছে আরজি করের ঘটনায় ৷ তিনি বলেন, "ঘটনা ঘটার পরেও, তা ধামাচাপা দেওয়া হয়েছে, অপরাধীদের আড়াল করা হয়েছে ৷ যে অপসংস্কৃতি ছড়িয়ে পড়েছে, তার সঙ্গে অপরাধ এবং রাজনীতি জোট বেঁধেছে ৷ এটা তারই পরিণাম ৷"

উল্লেখ্য, আরজি কর-কাণ্ডে প্রমাণ লোপাট এবং পরবর্তী সময়ে অপরাধের স্থান বদলের মতো একাধিক গুরুতর অভিযোগ সামনে এসেছে ৷ যেখানে সরাসরি আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ এবং টালা থানার তৎকালীন ওসি অভিজিৎ মণ্ডলের নাম উঠে এসেছে ৷ পরবর্তীতে সিবিআই এই দু’জনকে প্রমাণ লোপাটের অভিযোগে গ্রেফতারও করেছে ৷

ধর্ষণ ও নারী সুরক্ষার প্রশ্নে, মহাভারত এবং রামায়ণের উদাহরণ তুলে ধরেন মোহন ভগবত ৷ তিনি বলেন, "আমাদের দেশের সংস্কৃতি কেমন ! এক দ্রৌপদীর পোশাকে হাত দেওয়ায় মহাভারত হয়ে গিয়েছিল ৷ একজন সীতার অপহরণের জন্য রামায়ণ হয়েছিল ৷ কিন্তু, এখন কীসব ঘটনা ঘটছে ! কলকাতায় আরজি কর হাসপাতালে যা ঘটেছে, তা লজ্জাজনক এবং আমাদের কলঙ্কিত করার মতো ঘটনা ৷"

এই প্রসঙ্গে ধর্ষণের মতো ঘটনাকে বন্ধ করার পক্ষে সওয়াল করেন সংঘ প্রধান ৷ তিনি বলেন, "আর এটা একটা ঘটনা নয় ৷ ঘটনা ঘটে ৷ কিন্তু, তাকে নিয়ন্ত্রণ করতে হয় ৷ যেমনটা সেখানকার সমাজের সব মানুষ চিকিৎসকদের পাশে দাঁড়িয়েছে ৷ ঘটনা ঘটতেই দেওয়া যাবে না ৷ এর জন্য সজাগ থাকতে হবে এবং সুরক্ষা ব্যবস্থা সুনিশ্চিত করতে হবে ৷"

(সংবাদসংস্থা এএনআইয়ের ইনপুট-সহ)

নাগপুর, 12 অক্টোবর: আরজি কর ইস্যুতে এবার আরএসএস প্রধান মোহন ভগবতের নিশানায় রাজ্যের শাসকদল এবং রাজ্য সরকার ৷ এই ঘটনা নিয়ে অপসংস্কৃতির সঙ্গে অপরাধ ও রাজনীতির যোগসাজশের অভিযোগ করলেন তিনি ৷ শনিবার নাগপুরে বিজয়া দশমীর বার্ষিক অনুষ্ঠান মঞ্চ থেকে আরজি কর হাসপাতালের ঘটনার নিন্দা করলেন সংঘ প্রধান ৷

আরজি কর-কাণ্ডের ঘটনায় সরাসরি রাজ্য প্রশাসনকে নিশানা করেছেন মোহন ভগবত ৷ তিনি অভিযোগ করেছেন, পুরো ঘটনাকে ধামাচাপা দেওয়ার এবং অপরাধীদের বাঁচানোর চেষ্টা হয়েছে আরজি করের ঘটনায় ৷ তিনি বলেন, "ঘটনা ঘটার পরেও, তা ধামাচাপা দেওয়া হয়েছে, অপরাধীদের আড়াল করা হয়েছে ৷ যে অপসংস্কৃতি ছড়িয়ে পড়েছে, তার সঙ্গে অপরাধ এবং রাজনীতি জোট বেঁধেছে ৷ এটা তারই পরিণাম ৷"

উল্লেখ্য, আরজি কর-কাণ্ডে প্রমাণ লোপাট এবং পরবর্তী সময়ে অপরাধের স্থান বদলের মতো একাধিক গুরুতর অভিযোগ সামনে এসেছে ৷ যেখানে সরাসরি আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ এবং টালা থানার তৎকালীন ওসি অভিজিৎ মণ্ডলের নাম উঠে এসেছে ৷ পরবর্তীতে সিবিআই এই দু’জনকে প্রমাণ লোপাটের অভিযোগে গ্রেফতারও করেছে ৷

ধর্ষণ ও নারী সুরক্ষার প্রশ্নে, মহাভারত এবং রামায়ণের উদাহরণ তুলে ধরেন মোহন ভগবত ৷ তিনি বলেন, "আমাদের দেশের সংস্কৃতি কেমন ! এক দ্রৌপদীর পোশাকে হাত দেওয়ায় মহাভারত হয়ে গিয়েছিল ৷ একজন সীতার অপহরণের জন্য রামায়ণ হয়েছিল ৷ কিন্তু, এখন কীসব ঘটনা ঘটছে ! কলকাতায় আরজি কর হাসপাতালে যা ঘটেছে, তা লজ্জাজনক এবং আমাদের কলঙ্কিত করার মতো ঘটনা ৷"

এই প্রসঙ্গে ধর্ষণের মতো ঘটনাকে বন্ধ করার পক্ষে সওয়াল করেন সংঘ প্রধান ৷ তিনি বলেন, "আর এটা একটা ঘটনা নয় ৷ ঘটনা ঘটে ৷ কিন্তু, তাকে নিয়ন্ত্রণ করতে হয় ৷ যেমনটা সেখানকার সমাজের সব মানুষ চিকিৎসকদের পাশে দাঁড়িয়েছে ৷ ঘটনা ঘটতেই দেওয়া যাবে না ৷ এর জন্য সজাগ থাকতে হবে এবং সুরক্ষা ব্যবস্থা সুনিশ্চিত করতে হবে ৷"

(সংবাদসংস্থা এএনআইয়ের ইনপুট-সহ)

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.