নয়াদিল্লি, জুলাই 18: নিট-ইউজি 2024 নতুন করে পরিচালনার নির্দেশ দিতে হলে এটা নিশ্চিত করতে হবে যে, আগের পরীক্ষা পুরোটাই অস্বচ্ছ ছিল ৷ বৃহস্পতিবার একথা বলেছে সুপ্রিম কোর্ট ৷
দেশের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়, বিচারপতি জেবি পারদিওয়ালা ও মনোজ মিশ্রের সমন্বয়ে গঠিত একটি বেঞ্চ বিতর্কিত মেডিক্যাল এন্ট্রান্স পরীক্ষা নিট-ইউজি 2024 সম্পর্কিত একগুচ্ছ পিটিশনের গুরুত্বপূর্ণ শুনানি শুরু করেছে ৷ সেই শুনানিতে শীর্ষ আদালত বলেছে যে, এর সামাজিক প্রভাব রয়েছে । নিট-ইউজি আবেদনের আগে তালিকাভুক্ত মামলাগুলি স্থগিত করে আদালত বলেছে যে, "আমরা আজ মামলাটি খুলব । লক্ষ লক্ষ তরুণ ছাত্র এটির জন্য অপেক্ষা করছে, সেই মামলাগুলি শোনা যাক এবং সিদ্ধান্ত নেওয়া যাক ।"
আদালত 5 মে পরীক্ষায় অনিয়মের অভিযোগ নিয়ে আবেদনকারীদের কাছে পরীক্ষা বাতিল, পুনরায় পরীক্ষা এবং আদালতের তত্ত্বাবধানে তদন্তের বিষয়ে জানতে চায়, যা থেকে বোঝা যাবে যে, প্রশ্নপত্র ফাঁস 'পদ্ধতিগত' ছিল এবং তা পুরো পরীক্ষাকে প্রভাবিত করেছিল । প্রধান বিচারপতি এদিন বলেন, "পুনরায় পরীক্ষাটি হতে হলে এটা নিশ্চিত হতে হবে যে পুরো পরীক্ষায় স্বচ্ছতার উপর প্রভাব পড়েছিল ।" চলমান তদন্তের ইস্যুতে বেঞ্চ বলেছে, "সিবিআই তদন্ত চলছে । সিবিআই আমাদের যা বলেছে তা প্রকাশিত হলে তা তদন্তে প্রভাব ফেলবে এবং মানুষ তা জানতে পারবে ।"
বর্তমানে শুনানি চলছে । বেঞ্চটি 40টিরও বেশি আবেদনের শুনানি করছে, যার মধ্যে সেই মামলাও রয়েছে যেখানে নিট-ইউজি পরিচালনার দায়িত্বে থাকা ন্যাশনাল টেস্টিং এজেন্সি (এনটিএ) পরীক্ষায় অনিয়মের অভিযোগ সংক্রান্ত বিভিন্ন হাইকোর্টে বিচারাধীন মামলাগুলি সুপ্রিম কোর্টে স্থানান্তরিত করার দাবি করেছে । গত 11 জুলাই শীর্ষ আদালত এই শুনানি 18 জুলাই পর্যন্ত স্থগিত করেছিল ৷
23.33 লাখেরও বেশি পরীক্ষার্থী গত 5 মে বিদেশের 14টি-সহ মোট 571টি শহরের 4,750টি কেন্দ্রে পরীক্ষা দিয়েছিলেন ।