ETV Bharat / bharat

মেডিক্যালের সর্বভারতীয় প্রবেশিকায় নম্বর-বৈষম্য ! পুনর্মূল্যায়ণ হবে 1500 জনেরও বেশি পরীক্ষার্থীর ফলাফল - NEET Medical Entrance Exam

NEET-UG Medical Entrance Exam: সর্বভারতীয় মেডিক্যাল প্রবেশিকা পরীক্ষায় বৈষম্য হয়েছে নম্বরের ? এবার প্রায় দেড় হাজারেরও বেশি পরীক্ষার্থীর নম্বর পুর্মূল্যাণের পথে কমিশন ৷ গঠিত হল চার সদস্যের প্যানেল ৷

NEET-UG Medical Entrance Exam
সর্বভারতীয় নিট পরীক্ষায় নম্বরে বৈষম্য (সৌ: এএনআই)
author img

By PTI

Published : Jun 8, 2024, 9:57 PM IST

নয়াদিল্লি, 8 জুন: এনইইটি-ইউজি মেডিকেল এন্ট্রান্স পরীক্ষায় 1 হাজার 500 জনেরও বেশি প্রার্থীকে প্রদত্ত গ্রেস মার্ক পর্যালোচনা করার জন্য একটি চার সদস্যের প্যানেল গঠন করল শিক্ষামন্ত্রক ৷ শনিবার জাতীয় পরীক্ষা সংস্থা (এনটিএ) এই প্যানেল গঠনের কথা ঘোষণা করেছে। 67 জন পরীক্ষার্থী পরীক্ষায় প্রথম স্থান পাওয়া অর্থাৎ, একই নম্বর পাওয়ার পর নম্বরের মূল্যস্ফীতির অভিযোগ আসে ৷ এরপরই পদক্ষেপ করা হয় শিক্ষামন্ত্রকের তরফে।

এদিন এনটিএ ডিরেক্টর জেনারেল সুবোধ কুমার সিং এক সাংবাদিক বৈঠক করে বলেন, "প্রাক্তন ইউপিএসসি চেয়ারম্যানের নেতৃত্বে গঠিত প্যানেল এক সপ্তাহের মধ্যে তাদের সুপারিশ জমা দেবে ৷ একই সঙ্গে সেই সুপারিশ অনুযায়ী এই প্রার্থীদের ফলাফল সংশোধনও করা হতে পারে ৷" পাশাপাশি তিনি এও বলেন, "গ্রেস মার্ক প্রদান পরীক্ষার যোগ্যতার মানদণ্ডকে প্রভাবিত করেনি ৷ ক্ষতিগ্রস্ত পরীক্ষার্থীদের ফলাফলের পর্যালোচনা ভরতি প্রক্রিয়াকেও প্রভাবিত করবে না ৷" এর আগে সদ্য প্রকাশিত মেডিক্যালের সর্বভারতীয় এন্ট্রান্স পরীক্ষা নিট-এর বেশ কিছু প্রার্থীরা অভিযোগ করেছিলেন যে, অনেকাংশেই নম্বর বাড়ানো হয়েছে ৷ যার ফলে একই পরীক্ষা কেন্দ্রের ছ'জন-সহ রেকর্ড 67 জন পরীক্ষার্থী দেশে শীর্ষস্থান অর্জন করেছে।

এনটিএ ডিজি সুবোধ কুমার সিং বলেন, "এনটিএ একটি পেশাদার সংস্থা ৷ পরীক্ষার বিষয় নিয়ে কোনও আপস করা হয় না ৷ সে বিষয়ে ছাত্র ও কমিটির কোনও সন্দেহ থাকা উচিত নয় ৷ সব সতর্কতা অবলম্বন করা হয়েছে ৷ আধুনিক প্রযুক্তিগত সরঞ্জাম, এআই সরঞ্জাম, পরীক্ষা সুষ্ঠুভাবে পরিচালনা নিশ্চিত করতে সিসিটিভি ব্যবহার করা হয় ৷" সবমিলিয়ে ন্যাশনাল টেস্টিং এজেন্সি (এনটিএ) কোনওরকম অনিয়ম হয়েছে বলে স্বীকার করেনি ৷ (পিটিআই)

নয়াদিল্লি, 8 জুন: এনইইটি-ইউজি মেডিকেল এন্ট্রান্স পরীক্ষায় 1 হাজার 500 জনেরও বেশি প্রার্থীকে প্রদত্ত গ্রেস মার্ক পর্যালোচনা করার জন্য একটি চার সদস্যের প্যানেল গঠন করল শিক্ষামন্ত্রক ৷ শনিবার জাতীয় পরীক্ষা সংস্থা (এনটিএ) এই প্যানেল গঠনের কথা ঘোষণা করেছে। 67 জন পরীক্ষার্থী পরীক্ষায় প্রথম স্থান পাওয়া অর্থাৎ, একই নম্বর পাওয়ার পর নম্বরের মূল্যস্ফীতির অভিযোগ আসে ৷ এরপরই পদক্ষেপ করা হয় শিক্ষামন্ত্রকের তরফে।

এদিন এনটিএ ডিরেক্টর জেনারেল সুবোধ কুমার সিং এক সাংবাদিক বৈঠক করে বলেন, "প্রাক্তন ইউপিএসসি চেয়ারম্যানের নেতৃত্বে গঠিত প্যানেল এক সপ্তাহের মধ্যে তাদের সুপারিশ জমা দেবে ৷ একই সঙ্গে সেই সুপারিশ অনুযায়ী এই প্রার্থীদের ফলাফল সংশোধনও করা হতে পারে ৷" পাশাপাশি তিনি এও বলেন, "গ্রেস মার্ক প্রদান পরীক্ষার যোগ্যতার মানদণ্ডকে প্রভাবিত করেনি ৷ ক্ষতিগ্রস্ত পরীক্ষার্থীদের ফলাফলের পর্যালোচনা ভরতি প্রক্রিয়াকেও প্রভাবিত করবে না ৷" এর আগে সদ্য প্রকাশিত মেডিক্যালের সর্বভারতীয় এন্ট্রান্স পরীক্ষা নিট-এর বেশ কিছু প্রার্থীরা অভিযোগ করেছিলেন যে, অনেকাংশেই নম্বর বাড়ানো হয়েছে ৷ যার ফলে একই পরীক্ষা কেন্দ্রের ছ'জন-সহ রেকর্ড 67 জন পরীক্ষার্থী দেশে শীর্ষস্থান অর্জন করেছে।

এনটিএ ডিজি সুবোধ কুমার সিং বলেন, "এনটিএ একটি পেশাদার সংস্থা ৷ পরীক্ষার বিষয় নিয়ে কোনও আপস করা হয় না ৷ সে বিষয়ে ছাত্র ও কমিটির কোনও সন্দেহ থাকা উচিত নয় ৷ সব সতর্কতা অবলম্বন করা হয়েছে ৷ আধুনিক প্রযুক্তিগত সরঞ্জাম, এআই সরঞ্জাম, পরীক্ষা সুষ্ঠুভাবে পরিচালনা নিশ্চিত করতে সিসিটিভি ব্যবহার করা হয় ৷" সবমিলিয়ে ন্যাশনাল টেস্টিং এজেন্সি (এনটিএ) কোনওরকম অনিয়ম হয়েছে বলে স্বীকার করেনি ৷ (পিটিআই)

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.