ETV Bharat / bharat

রাজধানীর রেকর্ড গরমের কারণ 'সেন্সরের ত্রুটি'! তদন্ত করছে মৌসম ভবন - DELHI TEMPERATURE - DELHI TEMPERATURE

IMD on Delhi Weather: দিল্লির মুঙ্গেশপুরে বুধবার সত্যিই কি তাপমাত্রা 52.9 ডিগ্রির পারদ ছুঁয়েছিল? এ ব্যাপারে যদিও কোনও নিশ্চয়তা দিতে পারছে না মৌসম ভবন ৷ এক বিবৃতিতে তারা জানিয়েছে প্রযুক্তির ত্রুটির কারণেও এমনটা হচে পারে ৷

DELHI TEMPERATURE
দিল্লিতে রেকর্ড গরম (ফাইল ছবি)
author img

By ANI

Published : May 30, 2024, 8:12 AM IST

নয়াদিল্লি, 30 মে: বিকেলের বারিধারা স্বস্তি নিয়ে আসলেও বুধবার দিনভর চর্চায় থেকেছে দিল্লির রেকর্ড গরম ৷ কিন্তু সত্যিই কি গতকাল রাজধানীর তাপমাত্রা 52 ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়েছিল? মৌসম ভবন বিবৃতি দিয়ে জানাল, দিল্লির 52.9 ডিগ্রি তাপমাত্রা হতে পারে সেন্সরের ত্রুটির কারণেও ৷

বুধবার নয়াদিল্লি এবং তদসংলগ্ন অঞ্চলের বিভিন্ন জায়গায় তাপমাত্রা পৌঁছয় 45.2 ডিগ্রি, এমনকী 49.1 ডিগ্রিতে ৷ কিন্তু সবকিছু ছাপিয়ে মুঙ্গেশপুরে পারদ ছুঁয়ে ফেলে 52.9 ডিগ্রির কাঁটা ৷ যা রেকর্ড ৷ বিকেলের বারিধারায় যদিও রাজধানীতে তাপপ্রবাহ থেকে রেহাই মিলেছে খানিক ৷ একইসঙ্গে আগামী 2-3 দিনে পারদ পতনের পূর্বাভাসও দেওয়া হয় মৌসম ভবনের তরফে ৷ পশ্চিমী ঝঞ্ঝার কারণে বৃষ্টি এবং বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির কারণে এই পারদ পতন হবে বলে জানিয়েছে তারা ৷ কিন্তু রাজধানীর তাপমাত্রা বুধে 52 ডিগ্রি ছুঁয়ে ফেলার কারণ কী?

এ ব্যাপারে মৌসম ভবন বিবৃতিতে লিখেছে, "2022-এর গ্রীষ্ম থেকে মৌসম ভবন দিল্লি এবং তদসংলগ্ন অঞ্চলে তাপমাত্রা এবং বৃষ্টিপাত পরিমাপের জন্য 15টি নতুন লোকেশনে অটোমেটিক ওয়েদার স্টেশন (এডব্লিউএস) ইনস্টল করেছে ৷ 29 মে, 2024 পাঁচটি বিভাগীয় পর্যবেক্ষণ (সফদরগঞ্জ, পালাম, আয়ানগর, রিদগে এবং লোদি রোড) এবং 15টি এডব্লিউএস-এর পরিমাপক যন্ত্রে দিল্লি সংলগ্ন বিভিন্ন জায়গায় তাপমাত্রা 45.2 ডিগ্রি থেকে 49.1 ডিগ্রি ছুঁয়েছে ৷ তুলনায় অন্যান্য জায়গাগুলিকে ছাপিয়ে গিয়েছে মুঙ্গেশপুরের 52.9 ডিগ্রি সেলসিয়াস ৷" সেইসঙ্গে দিল্লি এবং সংলগ্ন বিভিন্ন জায়গার সর্বোচ্চ তাপমাত্রার তালিকাও প্রকাশ করা হয় ৷

এরপর মৌসম ভবন জানায়, মুঙ্গেশপুরের ঘটনা সেন্সরের ত্রুটির কারণেও হতে পারে ৷ তারা তথ্য এবং সেন্সরগুলি পরীক্ষা করে দেখছে বলেও জানিয়েছে ৷ মৌসম ভবনের বিবৃতি উল্লেখ করে এরপর কেন্দ্রের ভূ-বিজ্ঞান বিষয়ক মন্ত্রী কিরেণ রিজিজু এক্স হ্যান্ডেলে লেখেন, "দিল্লিতে 52.3 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কার্যত অসম্ভব ৷ তাই এটাকে সরকারি তথ্য হিসেবে ধরা যাবে না ৷ আইএমডি'র সিনিয়র আধিকারিকরা এই রিপোর্টের সত্যতা যাচাই করছেন ৷ সরকারি অবস্থান দ্রুত স্পষ্ট করা হবে ৷"

নয়াদিল্লি, 30 মে: বিকেলের বারিধারা স্বস্তি নিয়ে আসলেও বুধবার দিনভর চর্চায় থেকেছে দিল্লির রেকর্ড গরম ৷ কিন্তু সত্যিই কি গতকাল রাজধানীর তাপমাত্রা 52 ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়েছিল? মৌসম ভবন বিবৃতি দিয়ে জানাল, দিল্লির 52.9 ডিগ্রি তাপমাত্রা হতে পারে সেন্সরের ত্রুটির কারণেও ৷

বুধবার নয়াদিল্লি এবং তদসংলগ্ন অঞ্চলের বিভিন্ন জায়গায় তাপমাত্রা পৌঁছয় 45.2 ডিগ্রি, এমনকী 49.1 ডিগ্রিতে ৷ কিন্তু সবকিছু ছাপিয়ে মুঙ্গেশপুরে পারদ ছুঁয়ে ফেলে 52.9 ডিগ্রির কাঁটা ৷ যা রেকর্ড ৷ বিকেলের বারিধারায় যদিও রাজধানীতে তাপপ্রবাহ থেকে রেহাই মিলেছে খানিক ৷ একইসঙ্গে আগামী 2-3 দিনে পারদ পতনের পূর্বাভাসও দেওয়া হয় মৌসম ভবনের তরফে ৷ পশ্চিমী ঝঞ্ঝার কারণে বৃষ্টি এবং বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির কারণে এই পারদ পতন হবে বলে জানিয়েছে তারা ৷ কিন্তু রাজধানীর তাপমাত্রা বুধে 52 ডিগ্রি ছুঁয়ে ফেলার কারণ কী?

এ ব্যাপারে মৌসম ভবন বিবৃতিতে লিখেছে, "2022-এর গ্রীষ্ম থেকে মৌসম ভবন দিল্লি এবং তদসংলগ্ন অঞ্চলে তাপমাত্রা এবং বৃষ্টিপাত পরিমাপের জন্য 15টি নতুন লোকেশনে অটোমেটিক ওয়েদার স্টেশন (এডব্লিউএস) ইনস্টল করেছে ৷ 29 মে, 2024 পাঁচটি বিভাগীয় পর্যবেক্ষণ (সফদরগঞ্জ, পালাম, আয়ানগর, রিদগে এবং লোদি রোড) এবং 15টি এডব্লিউএস-এর পরিমাপক যন্ত্রে দিল্লি সংলগ্ন বিভিন্ন জায়গায় তাপমাত্রা 45.2 ডিগ্রি থেকে 49.1 ডিগ্রি ছুঁয়েছে ৷ তুলনায় অন্যান্য জায়গাগুলিকে ছাপিয়ে গিয়েছে মুঙ্গেশপুরের 52.9 ডিগ্রি সেলসিয়াস ৷" সেইসঙ্গে দিল্লি এবং সংলগ্ন বিভিন্ন জায়গার সর্বোচ্চ তাপমাত্রার তালিকাও প্রকাশ করা হয় ৷

এরপর মৌসম ভবন জানায়, মুঙ্গেশপুরের ঘটনা সেন্সরের ত্রুটির কারণেও হতে পারে ৷ তারা তথ্য এবং সেন্সরগুলি পরীক্ষা করে দেখছে বলেও জানিয়েছে ৷ মৌসম ভবনের বিবৃতি উল্লেখ করে এরপর কেন্দ্রের ভূ-বিজ্ঞান বিষয়ক মন্ত্রী কিরেণ রিজিজু এক্স হ্যান্ডেলে লেখেন, "দিল্লিতে 52.3 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কার্যত অসম্ভব ৷ তাই এটাকে সরকারি তথ্য হিসেবে ধরা যাবে না ৷ আইএমডি'র সিনিয়র আধিকারিকরা এই রিপোর্টের সত্যতা যাচাই করছেন ৷ সরকারি অবস্থান দ্রুত স্পষ্ট করা হবে ৷"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.