ETV Bharat / bharat

'স্মৃতি ভানামে' চিরঘুমে রামোজি রাও, শেষযাত্রায় পা মেলালেন অগণিত অনুরাগী - Ramoji Rao Last Rites - RAMOJI RAO LAST RITES

Ramoji Rao Last Rites: শেষকৃত্য সম্পন্ন হল রামোজি গ্রুপ অফ কোম্পানির চেয়ারম্যান রামোজি রাওয়ের ৷ রবিবার পরিবার, প্রিয়জন, অনুগামী এবং তাঁর রামোজি সাম্রাজ্যের অগণিত সদস্যদের উপস্থিতিতে শেষকৃত্য সম্পন্ন হয়েছে ৷ মিডিয়া টাইকুনকে তাঁর শেষযাত্রায় চোখের জলে বিদায় জানালেন সকলে ৷

ETV BHARAT
'স্মৃতি ভানামে' শেষকৃত্য রামোজি রাওয়ের ৷ (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Jun 9, 2024, 3:30 PM IST

হায়দরাবাদ, 9 জুন: পরিবারের সদস্যরা, কাছের এবং প্রিয়জন, বিশিষ্ট ব্যক্তিত্ব এবং অগণিত অনুগামীদের চোখের জলে বিদায় নিলেন রামোজি গ্রুপ অফ কোম্পানিজের চেয়ারম্যান এবং পদ্মবিভূষণে সম্মানিত রামোজি রাও ৷ জীবদ্দশায় নিজের বাছাই করা 'স্মৃতি ভানামে' রবিবার শেষকৃত্য সম্পন্ন হল ৷ শেষকৃত্যের আগে ভারতীয় সিনেমা ও মিডিয়ার শিরোমণির মরদেহ রামোজি ফিল্ম সিটিতে পরিক্রমা করানো হয় ৷ প্রয়াত রামোজি রাওয়ের পরিবারের সদস্যদের পাশাপাশি ইটিভি ভারতের কর্মীরা সিক্ত নয়নে তাঁর শেষযাত্রায় উপস্থিত ছিলেন ৷

রামোজি রাওয়ের ছেলে এবং ইনাডুর ম্যানেজিং ডিরেক্টর চেরুকুরি কিরণ রাও সকল রীতি মেনে শেষকৃত্যের কাজ শুরু করেন ৷ উপস্থিত পুরোহিতরা মন্ত্রোচ্চারণ ও স্তোত্র পাঠে সেই প্রক্রিয়া সম্পন্ন করেন ৷ 'পদ্মবিভূষণ' রামোজি রাওকে আনুষ্ঠানিকভাবে শেষ শ্রদ্ধা জানাতে উপস্থিত থাকা চলচ্চিত্র, রাজনীতি, সাংবাদিকতা ও শিল্পজগৎ-সহ সর্বস্তরের মানুষ এদিন শোকে মুহ্যমান ছিল ৷

শনিবার ভোর 4টে 50 মিনিটে হায়দরাবাদের স্টার হাসপাতালে 87 বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন শিল্পপতি তথা মিডিয়া টাইকুন ৷ কড়া পুলিশি নিরাপত্তার মধ্যে তাঁর মরদেহ ফিল্ম সিটির সমাধিস্থলে আনা হয় ৷ তেলুগু দেশম পার্টির প্রধান এন চন্দ্রবাবু নাইডু রামোজি রাওয়ের শেষকৃত্যে উপস্থিত ছিলেন ৷ এমনকি অন্ধ্রপ্রদেশ সরকার তাঁর অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দেওয়ার জন্য তিনজন সিনিয়র আইএএস অফিসারকেও মনোনীত করেছিল ৷ এর পাশাপাশি রাজ্য সরকার রবিবার ও সোমবার দু’দিন রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে ৷

রামোজি ফিল্ম সিটির কর্পোরেট অফিস ভবনে রামোজি রাওয়ের মরদেহ রাখা হয়েছিল ৷ রবিবার সকাল 9টা থেকে 11টার মধ্যে রাওয়ের শেষকৃত্য সম্পন্ন হয় ৷ রামোজি গ্রুপের প্রধান, যিনি বিশ্বের সবচেয়ে বড় ফিল্ম প্রোডাকশন ফেসিলিটি রামোজি ফিল্ম সিটি-সহ বিস্তৃত সম্পদ তৈরি করেছেন ৷ মিডিয়া ব্যারন ইনাডু সংবাদপত্র এবং টেলিভিশন চ্যানেল ইটিভি নেটওয়ার্ক চালু করার মাধ্যমে আঞ্চলিক সংবাদ মাধ্যমের পথপ্রদর্শক হয়ে রয়ে গিয়েছেন ভারতে ৷ তাঁর নেতৃত্বে সংস্থা পরবর্তী সময়ে ঊষাকিরণ মুভিস এবং ইটিভি ভারত তৈরি করে ৷ 2016 সালে ভারতের দ্বিতীয় সর্বোচ্চ নাগরিক সম্মান পদ্মবিভূষণে রামোজি রাওকে সম্মানিত করা হয় ভারত সরকারের তরফে ৷

হায়দরাবাদ, 9 জুন: পরিবারের সদস্যরা, কাছের এবং প্রিয়জন, বিশিষ্ট ব্যক্তিত্ব এবং অগণিত অনুগামীদের চোখের জলে বিদায় নিলেন রামোজি গ্রুপ অফ কোম্পানিজের চেয়ারম্যান এবং পদ্মবিভূষণে সম্মানিত রামোজি রাও ৷ জীবদ্দশায় নিজের বাছাই করা 'স্মৃতি ভানামে' রবিবার শেষকৃত্য সম্পন্ন হল ৷ শেষকৃত্যের আগে ভারতীয় সিনেমা ও মিডিয়ার শিরোমণির মরদেহ রামোজি ফিল্ম সিটিতে পরিক্রমা করানো হয় ৷ প্রয়াত রামোজি রাওয়ের পরিবারের সদস্যদের পাশাপাশি ইটিভি ভারতের কর্মীরা সিক্ত নয়নে তাঁর শেষযাত্রায় উপস্থিত ছিলেন ৷

রামোজি রাওয়ের ছেলে এবং ইনাডুর ম্যানেজিং ডিরেক্টর চেরুকুরি কিরণ রাও সকল রীতি মেনে শেষকৃত্যের কাজ শুরু করেন ৷ উপস্থিত পুরোহিতরা মন্ত্রোচ্চারণ ও স্তোত্র পাঠে সেই প্রক্রিয়া সম্পন্ন করেন ৷ 'পদ্মবিভূষণ' রামোজি রাওকে আনুষ্ঠানিকভাবে শেষ শ্রদ্ধা জানাতে উপস্থিত থাকা চলচ্চিত্র, রাজনীতি, সাংবাদিকতা ও শিল্পজগৎ-সহ সর্বস্তরের মানুষ এদিন শোকে মুহ্যমান ছিল ৷

শনিবার ভোর 4টে 50 মিনিটে হায়দরাবাদের স্টার হাসপাতালে 87 বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন শিল্পপতি তথা মিডিয়া টাইকুন ৷ কড়া পুলিশি নিরাপত্তার মধ্যে তাঁর মরদেহ ফিল্ম সিটির সমাধিস্থলে আনা হয় ৷ তেলুগু দেশম পার্টির প্রধান এন চন্দ্রবাবু নাইডু রামোজি রাওয়ের শেষকৃত্যে উপস্থিত ছিলেন ৷ এমনকি অন্ধ্রপ্রদেশ সরকার তাঁর অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দেওয়ার জন্য তিনজন সিনিয়র আইএএস অফিসারকেও মনোনীত করেছিল ৷ এর পাশাপাশি রাজ্য সরকার রবিবার ও সোমবার দু’দিন রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে ৷

রামোজি ফিল্ম সিটির কর্পোরেট অফিস ভবনে রামোজি রাওয়ের মরদেহ রাখা হয়েছিল ৷ রবিবার সকাল 9টা থেকে 11টার মধ্যে রাওয়ের শেষকৃত্য সম্পন্ন হয় ৷ রামোজি গ্রুপের প্রধান, যিনি বিশ্বের সবচেয়ে বড় ফিল্ম প্রোডাকশন ফেসিলিটি রামোজি ফিল্ম সিটি-সহ বিস্তৃত সম্পদ তৈরি করেছেন ৷ মিডিয়া ব্যারন ইনাডু সংবাদপত্র এবং টেলিভিশন চ্যানেল ইটিভি নেটওয়ার্ক চালু করার মাধ্যমে আঞ্চলিক সংবাদ মাধ্যমের পথপ্রদর্শক হয়ে রয়ে গিয়েছেন ভারতে ৷ তাঁর নেতৃত্বে সংস্থা পরবর্তী সময়ে ঊষাকিরণ মুভিস এবং ইটিভি ভারত তৈরি করে ৷ 2016 সালে ভারতের দ্বিতীয় সর্বোচ্চ নাগরিক সম্মান পদ্মবিভূষণে রামোজি রাওকে সম্মানিত করা হয় ভারত সরকারের তরফে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.