ETV Bharat / bharat

রাম মন্দিরে বছরে 50 মিলিয়ন পর্যটকের সমাগম হতে পারে, মত বিদেশি ব্রোকারেজ সংস্থা

Ram Mandir could Attract 50 Million Tourists A Year: রাম মন্দিরকে কেন্দ্র করে বছরে প্রায় 50 মিলিয়ন বা 5 কোটি পর্যটক অযোধ্যায় ভিড় করবেন ৷ এমনটাই মনে করছে বিদেশি ব্রোকারেজ ফার্ম জেফারিস ৷ আজ বেলা 12টার পর শুভ তিথিতে রাম মন্দিরের উদ্বোধন ও রামলালার প্রাণ প্রতিষ্ঠা হয়েছে অযোধ্যায় ৷

ETV BHARAT
ETV BHARAT
author img

By ETV Bharat Bangla Team

Published : Jan 22, 2024, 10:54 PM IST

নয়াদিল্লি, 22 জানুয়ারি: আজ অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধন ভারতের সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান ছিল ৷ আর এই রাম মন্দিরকে কেন্দ্র করে ভারতে আগামী দিনে বিশাল বড় পর্যটন কেন্দ্র তৈরি হতে চলেছে ৷ যেখানে বছরে প্রায় 50 মিলিয়ন বা 5 কোটি পর্যটকের সমাগম হবে অযোধ্যায় ৷ একটি রিপোর্টে এমনটাই জানিয়েছে বিদেশি ব্রোকারেজ ফার্ম জেফারিস ৷

ওই রিপোর্টে এও উল্লেখ করা হয়েছে, 10 মিলিয়ন মার্কিন ডলার খরচ করে অযোধ্যা শহরকে যেভাবে, নতুন রূপ দেওয়া হচ্ছে, তার প্রভাব ব্যাপকভাবে পড়বে এই শহরে ৷ ইতিমধ্যে বিমানবন্দর, অত্যাধুনিক রেলস্টেশন, টাউনশিপ ও সড়ক তৈরি হয়েছে অযোধ্যায় ৷ এই বিশাল পরিকাঠামোকে উৎস করে আগামী দিনে নতুন হোটেল ও অন্যান্য অর্থনৈতিক কার্যকলাপ শুরু হয়ে যাবে অযোধ্যায় ৷ ইতিমধ্যে, রাম মন্দিরের আশেপাশে একাধিক হোটেল তৈরির কাজ শুরু হয়ে গিয়েছে ৷ সেই সঙ্গে ছোটবড় গেস্ট হাউস ও হোম স্টে তৈরি হয়েছে ৷ সেই সঙ্গে অন্যান্য অনুসারী ব্যবসার পসার খুব দ্রুত গড়ে উঠবে অযোধ্যায় ৷ যা ভারতের ধর্মীয় পর্যটন ক্ষেত্রকে নয়া দিশা দেবে ৷

ভারতের পর্যটন শিল্পের সম্ভাবনা নিয়ে জেফারিসের সেই প্রতিবেদনে বলা হয়েছে, "22শে জানুয়ারি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অযোধ্যায় রাম মন্দিরের জমকালো উদ্বোধন একটি বড় ধর্মীয় অনুষ্ঠান ৷ এটি একটি বড় অর্থনৈতিক পরিবর্তন নিয়ে আসবে ভারতে ৷ একটি নতুন পর্যটন ক্ষেত্র হিসেবে প্রতি বছর 50 মিলিয়নেরও বেশি পর্যটকদের আকর্ষণ করতে পারে রাম মন্দির ৷ 85 হাজার কোটি খরচ করে বিমানবন্দর, অত্যাধুনিক রেলস্টেশন, টাউনশিপ ও সড়ক তৈরি হয়েছে ৷ আর এই সুযোগ-সুবিধাগুলিকে উৎস করে নতুন হোটেল ও অন্যান্য অনুসারী অর্থনীতি গড়ে উঠবে ৷"

রাম মন্দির পর্যটন শিল্পের বৃদ্ধিতে একটা অন্য়মাত্রা যোগ করবে বলে জানিয়েছে সংস্থাটি ৷ সেখানে অযোধ্যা হবে ভারতের পর্যটন শিল্পের একটি মাত্র ৷ যাকে দেখে অন্যান্য পর্যটন, বিশেষত ধর্মীয় পর্যটন ক্ষেত্রগুলি নিজেদের মান উন্নত করবে ৷ এই 10 মিলিয়ন মার্কিন ডলার খরচ করে একটি ঘুমন্ত ও পিছিয়ে পড়া শহরকে, বিশ্বের দরবারে হঠাৎ করেই জাগিয়ে তোলা হয়েছে ৷ যা বিশ্বের সবচেয়ে বড় ধর্মীয় পর্যটন ক্ষেত্র হিসেবে গড়ে উঠতে পারে ৷ উল্লেখ্য, রাম মন্দির তৈরি করতে মোট 225 কোটি মার্কিন ডলার খরচ করা হয়েছে ৷ যার অধিকাংশটাই এসেছে রামভক্তদের অনুদানের থেকে ৷

আরও পড়ুন:

  1. কয়েকশো বছরের প্রতীক্ষা-ধৈর্য-ত্যাগের পর আজ আমাদের রাম এসেছেন, বললেন প্রধানমন্ত্রী মোদি
  2. রামরাজ্যে পুরুষোত্তমের প্রত্যাবর্তন, কেমন ছিল পাঁচ শতকের যাত্রাপথ ?
  3. রামরাজ্যে ফিরলেন মর্যাদা পুরুষোত্তম, রামলালার প্রাণ প্রতিষ্ঠা প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, 22 জানুয়ারি: আজ অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধন ভারতের সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান ছিল ৷ আর এই রাম মন্দিরকে কেন্দ্র করে ভারতে আগামী দিনে বিশাল বড় পর্যটন কেন্দ্র তৈরি হতে চলেছে ৷ যেখানে বছরে প্রায় 50 মিলিয়ন বা 5 কোটি পর্যটকের সমাগম হবে অযোধ্যায় ৷ একটি রিপোর্টে এমনটাই জানিয়েছে বিদেশি ব্রোকারেজ ফার্ম জেফারিস ৷

ওই রিপোর্টে এও উল্লেখ করা হয়েছে, 10 মিলিয়ন মার্কিন ডলার খরচ করে অযোধ্যা শহরকে যেভাবে, নতুন রূপ দেওয়া হচ্ছে, তার প্রভাব ব্যাপকভাবে পড়বে এই শহরে ৷ ইতিমধ্যে বিমানবন্দর, অত্যাধুনিক রেলস্টেশন, টাউনশিপ ও সড়ক তৈরি হয়েছে অযোধ্যায় ৷ এই বিশাল পরিকাঠামোকে উৎস করে আগামী দিনে নতুন হোটেল ও অন্যান্য অর্থনৈতিক কার্যকলাপ শুরু হয়ে যাবে অযোধ্যায় ৷ ইতিমধ্যে, রাম মন্দিরের আশেপাশে একাধিক হোটেল তৈরির কাজ শুরু হয়ে গিয়েছে ৷ সেই সঙ্গে ছোটবড় গেস্ট হাউস ও হোম স্টে তৈরি হয়েছে ৷ সেই সঙ্গে অন্যান্য অনুসারী ব্যবসার পসার খুব দ্রুত গড়ে উঠবে অযোধ্যায় ৷ যা ভারতের ধর্মীয় পর্যটন ক্ষেত্রকে নয়া দিশা দেবে ৷

ভারতের পর্যটন শিল্পের সম্ভাবনা নিয়ে জেফারিসের সেই প্রতিবেদনে বলা হয়েছে, "22শে জানুয়ারি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অযোধ্যায় রাম মন্দিরের জমকালো উদ্বোধন একটি বড় ধর্মীয় অনুষ্ঠান ৷ এটি একটি বড় অর্থনৈতিক পরিবর্তন নিয়ে আসবে ভারতে ৷ একটি নতুন পর্যটন ক্ষেত্র হিসেবে প্রতি বছর 50 মিলিয়নেরও বেশি পর্যটকদের আকর্ষণ করতে পারে রাম মন্দির ৷ 85 হাজার কোটি খরচ করে বিমানবন্দর, অত্যাধুনিক রেলস্টেশন, টাউনশিপ ও সড়ক তৈরি হয়েছে ৷ আর এই সুযোগ-সুবিধাগুলিকে উৎস করে নতুন হোটেল ও অন্যান্য অনুসারী অর্থনীতি গড়ে উঠবে ৷"

রাম মন্দির পর্যটন শিল্পের বৃদ্ধিতে একটা অন্য়মাত্রা যোগ করবে বলে জানিয়েছে সংস্থাটি ৷ সেখানে অযোধ্যা হবে ভারতের পর্যটন শিল্পের একটি মাত্র ৷ যাকে দেখে অন্যান্য পর্যটন, বিশেষত ধর্মীয় পর্যটন ক্ষেত্রগুলি নিজেদের মান উন্নত করবে ৷ এই 10 মিলিয়ন মার্কিন ডলার খরচ করে একটি ঘুমন্ত ও পিছিয়ে পড়া শহরকে, বিশ্বের দরবারে হঠাৎ করেই জাগিয়ে তোলা হয়েছে ৷ যা বিশ্বের সবচেয়ে বড় ধর্মীয় পর্যটন ক্ষেত্র হিসেবে গড়ে উঠতে পারে ৷ উল্লেখ্য, রাম মন্দির তৈরি করতে মোট 225 কোটি মার্কিন ডলার খরচ করা হয়েছে ৷ যার অধিকাংশটাই এসেছে রামভক্তদের অনুদানের থেকে ৷

আরও পড়ুন:

  1. কয়েকশো বছরের প্রতীক্ষা-ধৈর্য-ত্যাগের পর আজ আমাদের রাম এসেছেন, বললেন প্রধানমন্ত্রী মোদি
  2. রামরাজ্যে পুরুষোত্তমের প্রত্যাবর্তন, কেমন ছিল পাঁচ শতকের যাত্রাপথ ?
  3. রামরাজ্যে ফিরলেন মর্যাদা পুরুষোত্তম, রামলালার প্রাণ প্রতিষ্ঠা প্রধানমন্ত্রীর
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.